পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

নিখোঁজ আমিনুলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার স্ত্রী

ঢাকা : পোশাক শ্রমিক আমিনুল ইসলামকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার ১৯ দিন পরেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। নিখোঁজ আমিনুলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী মিনা আমিন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ছোট হল রুমে নিখোঁজ আমিনুলের পরিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ আবেদন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী মিনা আমিন। এসময় উপস্থিত ছিলেন, মিনার ছোট ভাই শাহীন আহমেদ, তার বৃদ্ধ মা, তার তিন ছেলে শাহেদ, মুজাহিদ এবং তালহা।

মিনা আমিন তার লিখিত বক্তব্যে বলেন, চলতি মাসের ৫ মার্চ রাজধানীর মিরপুর থেকে গার্মেন্টস কর্মী আমিনুল ইসলামকে আটক করে সাদা পোশাকের ডিবি। ওই দিন দুপুরে ১টায় গার্মেন্টস থেকে বের হয়ে বাসায় দুপুরের খাবার খাওয়ার জন্য আসেন তিনি। খাবার খেয়ে তিনি আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টায় তার কর্মস্থল থেকে ফোন করে জানানো হয় আমিনুল এখনও অফিসে ফিরেনি। তার ফোন বন্ধ রয়েছে বলেও জানায় অফিস। এসময় তারা নানা স্থানে খোঁজ নিলেও তার অবস্থান জানা যায়নি। পরে ৫টা ২৭ মিনিটে আমিনুল ফোন করে তার স্ত্রীকে জানান তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা। তিনি কোথায় আছেন তা তিনি বলতে পারছেন না।

আমিনুলকে পুলিশ গ্রেফতার করেছে কিনা জানতে চাইলে তিনি স্ত্রীকে জানান, পুলিশ আটক করলে তো চোখে কালো কাপড় বাঁধেনা। মনে হয় আমাকে ডিবি আটক করেছে। আমি আর নাও ফিরতে পারি। তুমি আমার সন্তানদের দিকে খেয়াল রাখবা। এই বলতেই তান ফোনটি বন্ধ হয়ে যায়।

এরপর থেকে তার ফোন খোলা পাওয়া যায়নি। এ ফোনালাপের পর তার স্ত্রী পল্লবী থানায় খোঁজ নিলেও আমিনুলের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তিনি মীরপুর শরৎ ফ্যাশন গার্মেন্টেস এর সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সাধারণ কর্মজীবী হিসেবেই তিনি নিষ্ঠার সাথে তার কাজ করে আসছিলেন। আমরাও আর দশটা শ্রমজীবী পরিবারের মতই আনন্দের সাথেই জীবন যাপন করছিলাম। নিখোঁজের পর দিন ৬ মার্চ পল্লবী থানায় একটি জিডি করা হয়েছে, যার নম্বর ৪০৩। এই জিডির তদন্ত কর্মকর্তা সেলিম রেজা এখন পর্যন্ত কোনো খবর দিতে পারেনি। তার সন্ধান চেয়ে গার্মেন্টস কর্মীরা রাজধানীতে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করলেও তাতে কোনো কাজ হয়নি। সারাদেশে যে হারে গুম খুনের সংখ্যা বেড়েছে তাতে আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, আমার স্বামী সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার খোঁজ না পাওয়ায় আমরা চরম উৎকন্ঠার মধ্যে রয়েছি। আমরা তার জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। আমার সন্তানরা তার বাবাকে না পেয়ে পেরেশানীর মধ্যে দিন কাটাচ্ছে। তিনটি ছেলেকে নিয়ে আমি অতি কষ্টে দিন কাটাচ্ছি। প্রশাসনকে অবহিত করার পরও দৃশ্যমান কোনো তৎপরতা দেখছিনা। আমার স্বামীকে সুস্থভাবে ফিরে পেতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী কখনই কোনো সমাজবিরোধী বা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না। পুলিশ পরিচয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে কোথায় রাখা হয়েছে তা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে, আইনের আওতায় এনে বিচার হতে পারে। কিন্তু কর্মস্থলে যাবার পথে প্রকাশ্যে দিনের বেলায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাবার পর তার কোন খোঁজ পাবোনা ? এ কেমন কথা? একটি স্বাধীন দেশে এ দৃশ্য মেনে নেয়া যায় না।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নিখোঁজ আমিনুলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার স্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫

ঢাকা : পোশাক শ্রমিক আমিনুল ইসলামকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার ১৯ দিন পরেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। নিখোঁজ আমিনুলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী মিনা আমিন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ছোট হল রুমে নিখোঁজ আমিনুলের পরিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ আবেদন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী মিনা আমিন। এসময় উপস্থিত ছিলেন, মিনার ছোট ভাই শাহীন আহমেদ, তার বৃদ্ধ মা, তার তিন ছেলে শাহেদ, মুজাহিদ এবং তালহা।

মিনা আমিন তার লিখিত বক্তব্যে বলেন, চলতি মাসের ৫ মার্চ রাজধানীর মিরপুর থেকে গার্মেন্টস কর্মী আমিনুল ইসলামকে আটক করে সাদা পোশাকের ডিবি। ওই দিন দুপুরে ১টায় গার্মেন্টস থেকে বের হয়ে বাসায় দুপুরের খাবার খাওয়ার জন্য আসেন তিনি। খাবার খেয়ে তিনি আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টায় তার কর্মস্থল থেকে ফোন করে জানানো হয় আমিনুল এখনও অফিসে ফিরেনি। তার ফোন বন্ধ রয়েছে বলেও জানায় অফিস। এসময় তারা নানা স্থানে খোঁজ নিলেও তার অবস্থান জানা যায়নি। পরে ৫টা ২৭ মিনিটে আমিনুল ফোন করে তার স্ত্রীকে জানান তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা। তিনি কোথায় আছেন তা তিনি বলতে পারছেন না।

আমিনুলকে পুলিশ গ্রেফতার করেছে কিনা জানতে চাইলে তিনি স্ত্রীকে জানান, পুলিশ আটক করলে তো চোখে কালো কাপড় বাঁধেনা। মনে হয় আমাকে ডিবি আটক করেছে। আমি আর নাও ফিরতে পারি। তুমি আমার সন্তানদের দিকে খেয়াল রাখবা। এই বলতেই তান ফোনটি বন্ধ হয়ে যায়।

এরপর থেকে তার ফোন খোলা পাওয়া যায়নি। এ ফোনালাপের পর তার স্ত্রী পল্লবী থানায় খোঁজ নিলেও আমিনুলের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তিনি মীরপুর শরৎ ফ্যাশন গার্মেন্টেস এর সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সাধারণ কর্মজীবী হিসেবেই তিনি নিষ্ঠার সাথে তার কাজ করে আসছিলেন। আমরাও আর দশটা শ্রমজীবী পরিবারের মতই আনন্দের সাথেই জীবন যাপন করছিলাম। নিখোঁজের পর দিন ৬ মার্চ পল্লবী থানায় একটি জিডি করা হয়েছে, যার নম্বর ৪০৩। এই জিডির তদন্ত কর্মকর্তা সেলিম রেজা এখন পর্যন্ত কোনো খবর দিতে পারেনি। তার সন্ধান চেয়ে গার্মেন্টস কর্মীরা রাজধানীতে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করলেও তাতে কোনো কাজ হয়নি। সারাদেশে যে হারে গুম খুনের সংখ্যা বেড়েছে তাতে আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, আমার স্বামী সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার খোঁজ না পাওয়ায় আমরা চরম উৎকন্ঠার মধ্যে রয়েছি। আমরা তার জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। আমার সন্তানরা তার বাবাকে না পেয়ে পেরেশানীর মধ্যে দিন কাটাচ্ছে। তিনটি ছেলেকে নিয়ে আমি অতি কষ্টে দিন কাটাচ্ছি। প্রশাসনকে অবহিত করার পরও দৃশ্যমান কোনো তৎপরতা দেখছিনা। আমার স্বামীকে সুস্থভাবে ফিরে পেতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী কখনই কোনো সমাজবিরোধী বা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না। পুলিশ পরিচয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে কোথায় রাখা হয়েছে তা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে, আইনের আওতায় এনে বিচার হতে পারে। কিন্তু কর্মস্থলে যাবার পথে প্রকাশ্যে দিনের বেলায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাবার পর তার কোন খোঁজ পাবোনা ? এ কেমন কথা? একটি স্বাধীন দেশে এ দৃশ্য মেনে নেয়া যায় না।