পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বিহারি ক্যাম্পগুলোতে ভয়ঙ্কর অপরাধ কর্মকাণ্ড

ঢাকা: বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পগুলো মূলত বিহারি ক্যাম্প হিসেবেই পরিচিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭৬টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের বাসিন্দারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। সে সুবাদে দেশে গণতান্ত্রিক নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগের সুযোগও তাঁদের রয়েছে। কিন্তু ক্যাম্পগুলোতে নেই কোনো ধরনের সুযোগ-সুবিধা। বিশেষত রাজধানী ঢাকার ক্যাম্পগুলোর বাসিন্দাদের জীবনযাত্রার মান এককথায় তলানিতে। জনসংখ্যা অনুপাতে স্থানাভাব আর দারিদ্র্য প্রকট। আর তাঁদের এই অসহায়ত্বকে পুঁজি করে রাজনীতিক ও সন্ত্রাসীদের অপরাধযজ্ঞের কেন্দ্রস্থল হয়ে উঠেছে প্রতিটি ক্যাম্প।
রাজধানীতে বিহারিদের ১১টি ক্যাম্প রয়েছে। আর প্রতিটি ক্যাম্পেই আস্তানা গেড়েছে অপরাধীরা। স্থানীয় রাজনৈতিক নেতারা বিহারিদের ব্যবহার করে ফায়দা নিচ্ছেন। রয়েছে সন্ত্রাসীদের সার্বক্ষণিক আনাগোনা। আর এসবের মাঝে থেকেই বড় হয়ে ওঠা বিহারি তরুণ-যুবকরাও জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে।
রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের ১১টি ক্যাম্পে গত শনিবার সরেজমিন গিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য জানা গেছে। প্রতিটি বিহারি ক্যাম্পেই মাদক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কেনাবেচা হচ্ছে। পুলিশ সবই জানে। তারা এ জন্য প্রতি মাসে পাচ্ছে মোটা অঙ্কের চাঁদা। তাদের হয়ে চাঁদা তোলার জন্য সোর্সও নিয়োগ দেওয়া আছে ক্যাম্পগুলোতে। পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
ক্যাম্পের বাসিন্দারা বলেন, ‘আমাদের অসহায়ত্ব ও দারিদ্র্যকে পুঁজি করে রাজনৈতিক নেতা ও দুর্ধর্ষ ক্যাডাররা ক্যাম্প ব্যবহার করে নানা ধরনের অপরাধ চালাচ্ছে। এই সুযোগেই মিরপুরের কালশিতে শিশুসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, ক্যাম্পগুলোতে অপরাধীদের আনাগোনা থাকে সব সময়। রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে সন্ত্রাসীরা ক্যাম্পে মাদক, অস্ত্র ও বিস্ফোরকের ব্যবসা করছে। এমনকি রাজনৈতিক কর্মসূচিতেও তাদের ব্যবহার করা হচ্ছে।
পুলিশ জানায়, ক্যাম্পগুলোতে অপরাধ কর্মকাণ্ড চলে। ক্যাম্পের উঠতি বয়সী তরুণদের পাশাপাশি স্থানীয় সন্ত্রাসীরা এসব অপরাধ কর্মকাণ্ড চালায়। তারা মাদকের ব্যবসা করছে। তবে এটা ঠিক, ক্যাম্পের লোকজন অমানবিকভাবে বসবাস করছে।
জানা গেছে, ঢাকার ১১টি বিহারি ক্যাম্পের মধ্যে মোহাম্মদপুরে রয়েছে ছয়টি। এগুলো হলো জেনেভা ক্যাম্প, টাউন হল ক্যাম্প, সিআরও ক্যাম্প, মার্কেট ক্যাম্প, কমিউনিটি সেন্টার এবং স্টাফ কোয়ার্টার ক্যাম্প। আর মিরপুরের কালশিতে রয়েছে বাকি পাঁচটি- মিল্লাত ক্যাম্প, কুর্মিটোলা ক্যাম্প, বেনারসি ক্যাম্প, ১২ নম্বর পানির ট্যাংকি ক্যাম্প ও কালাপানির ক্যাম্প। ঢাকার বাইরে সৈয়দপুরে ক্যাম্পের সংখ্যা বেশি।
আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি (আইসিআরসি) ১৯৭৩ সালে বিদায় নেওয়ার পর বাংলাদেশ সরকার ও বিডিআরএস এসব বিহারি ক্যাম্পের দায়িত্ব নেয়। ১৯৭৬ সাল থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা অ্যাডহক ভিত্তিতে রিলিফ কমিটি বা অবাঙালি ক্যাম্প ব্যবস্থাপনা কমিটি গঠন করে ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করছেন। ২০০৮ সালে ক্যাম্পের লোকজনকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। তাঁরা ভোটাধিকার প্রয়োগের অধিকার রাখেন।
বাস্তবতা হলো, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব দেওয়া হলেও ক্যাম্পগুলোতে বিহারিদের নেই কোনো সুযোগ-সুবিধা। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই চরম মানবেতর জীবন যাপন করছে।
ক্যাম্পের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও যুগ্ম সম্পাদক বাপ্পি গ্রুপ নিয়ন্ত্রণ করে কালশির পাঁচটি ক্যাম্প। তাদের সব ধরনের সহযোগিতা দেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। মূলত তাঁর ইশারায়ই ক্যাম্পগুলোতে চলে মাদকের রমরমা ব্যবসা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বিহারি ক্যাম্পগুলোতে ভয়ঙ্কর অপরাধ কর্মকাণ্ড

আপডেট টাইম : ০২:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫

ঢাকা: বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পগুলো মূলত বিহারি ক্যাম্প হিসেবেই পরিচিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭৬টি ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের বাসিন্দারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। সে সুবাদে দেশে গণতান্ত্রিক নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগের সুযোগও তাঁদের রয়েছে। কিন্তু ক্যাম্পগুলোতে নেই কোনো ধরনের সুযোগ-সুবিধা। বিশেষত রাজধানী ঢাকার ক্যাম্পগুলোর বাসিন্দাদের জীবনযাত্রার মান এককথায় তলানিতে। জনসংখ্যা অনুপাতে স্থানাভাব আর দারিদ্র্য প্রকট। আর তাঁদের এই অসহায়ত্বকে পুঁজি করে রাজনীতিক ও সন্ত্রাসীদের অপরাধযজ্ঞের কেন্দ্রস্থল হয়ে উঠেছে প্রতিটি ক্যাম্প।
রাজধানীতে বিহারিদের ১১টি ক্যাম্প রয়েছে। আর প্রতিটি ক্যাম্পেই আস্তানা গেড়েছে অপরাধীরা। স্থানীয় রাজনৈতিক নেতারা বিহারিদের ব্যবহার করে ফায়দা নিচ্ছেন। রয়েছে সন্ত্রাসীদের সার্বক্ষণিক আনাগোনা। আর এসবের মাঝে থেকেই বড় হয়ে ওঠা বিহারি তরুণ-যুবকরাও জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে।
রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের ১১টি ক্যাম্পে গত শনিবার সরেজমিন গিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য জানা গেছে। প্রতিটি বিহারি ক্যাম্পেই মাদক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কেনাবেচা হচ্ছে। পুলিশ সবই জানে। তারা এ জন্য প্রতি মাসে পাচ্ছে মোটা অঙ্কের চাঁদা। তাদের হয়ে চাঁদা তোলার জন্য সোর্সও নিয়োগ দেওয়া আছে ক্যাম্পগুলোতে। পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
ক্যাম্পের বাসিন্দারা বলেন, ‘আমাদের অসহায়ত্ব ও দারিদ্র্যকে পুঁজি করে রাজনৈতিক নেতা ও দুর্ধর্ষ ক্যাডাররা ক্যাম্প ব্যবহার করে নানা ধরনের অপরাধ চালাচ্ছে। এই সুযোগেই মিরপুরের কালশিতে শিশুসহ ১০ জনকে হত্যা করা হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, ক্যাম্পগুলোতে অপরাধীদের আনাগোনা থাকে সব সময়। রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে সন্ত্রাসীরা ক্যাম্পে মাদক, অস্ত্র ও বিস্ফোরকের ব্যবসা করছে। এমনকি রাজনৈতিক কর্মসূচিতেও তাদের ব্যবহার করা হচ্ছে।
পুলিশ জানায়, ক্যাম্পগুলোতে অপরাধ কর্মকাণ্ড চলে। ক্যাম্পের উঠতি বয়সী তরুণদের পাশাপাশি স্থানীয় সন্ত্রাসীরা এসব অপরাধ কর্মকাণ্ড চালায়। তারা মাদকের ব্যবসা করছে। তবে এটা ঠিক, ক্যাম্পের লোকজন অমানবিকভাবে বসবাস করছে।
জানা গেছে, ঢাকার ১১টি বিহারি ক্যাম্পের মধ্যে মোহাম্মদপুরে রয়েছে ছয়টি। এগুলো হলো জেনেভা ক্যাম্প, টাউন হল ক্যাম্প, সিআরও ক্যাম্প, মার্কেট ক্যাম্প, কমিউনিটি সেন্টার এবং স্টাফ কোয়ার্টার ক্যাম্প। আর মিরপুরের কালশিতে রয়েছে বাকি পাঁচটি- মিল্লাত ক্যাম্প, কুর্মিটোলা ক্যাম্প, বেনারসি ক্যাম্প, ১২ নম্বর পানির ট্যাংকি ক্যাম্প ও কালাপানির ক্যাম্প। ঢাকার বাইরে সৈয়দপুরে ক্যাম্পের সংখ্যা বেশি।
আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি (আইসিআরসি) ১৯৭৩ সালে বিদায় নেওয়ার পর বাংলাদেশ সরকার ও বিডিআরএস এসব বিহারি ক্যাম্পের দায়িত্ব নেয়। ১৯৭৬ সাল থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা অ্যাডহক ভিত্তিতে রিলিফ কমিটি বা অবাঙালি ক্যাম্প ব্যবস্থাপনা কমিটি গঠন করে ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করছেন। ২০০৮ সালে ক্যাম্পের লোকজনকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। তাঁরা ভোটাধিকার প্রয়োগের অধিকার রাখেন।
বাস্তবতা হলো, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব দেওয়া হলেও ক্যাম্পগুলোতে বিহারিদের নেই কোনো সুযোগ-সুবিধা। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই চরম মানবেতর জীবন যাপন করছে।
ক্যাম্পের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও যুগ্ম সম্পাদক বাপ্পি গ্রুপ নিয়ন্ত্রণ করে কালশির পাঁচটি ক্যাম্প। তাদের সব ধরনের সহযোগিতা দেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। মূলত তাঁর ইশারায়ই ক্যাম্পগুলোতে চলে মাদকের রমরমা ব্যবসা।