অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ইয়েমেনের বিমানবন্দরে হামলা

ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সৌদি জোটের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। এতে বিমানবন্দরের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এদিকে সানার বিভিন্ন স্থানে রাতভর বিমান হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিপন্থী ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিধ্বস্ত বিমানবন্দরের একটি সূত্র জানায়, সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলার শুরুর পর এই প্রথম তারা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালাল। এর একদিন আগে নিরাপত্তাজনিত কারণে সানা থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে তারা তিনটি বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পান এবং যুদ্ধবিমান থেকে ছোড়া বিশাল অগ্নিশিখা দেখতে পান। এক সেনা কর্মকর্তা জানান, বিমান হামলায় ১৫ ইয়েমেনি বিদ্রোহী মারা গেছে। সানায় একটি সামরিক হাসপাতালের এক চিকিৎসক জানান, অভিযানের পর হাসপাতালে ১২ সেনার মৃতদেহ এবং ১৮ সেনাকে আহতাবস্থায় আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের অংশ হিসেবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত হুডাইডা বিমান ঘাঁটিও নজরে রাখা হয়েছে। বিমান হামলার পরিকল্পনায় রয়েছে দেশটির উত্তরাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত এলাকায় আরেকটি ঘাঁটি।
এদিকে ইমেয়েনে তাদের কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে আনতে একটি বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে পাকিস্তান। নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে দেয়ার নামে বুধবার সন্ধ্যা থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবসহ গালফভুক্ত পাঁচটি দেশ এবং আরও কয়েকটি মিত্র দেশের সামরিক জোট। রোববার পর্যন্ত সৌদি জোটের অভিযানে ৬২ জনের মারা যাওয়ার খবর জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে, আরব লীগের সম্মেলনে যৌথ আরব সেনাবাহিনী গঠন করার বিষয়ে রোববার একমত হয়েছে সদস্য দেশগুলো। মিসরের শার্ম আল-শেখে দুদিনব্যাপী আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইয়েমেন সংকট নিয়ে আলোচনা হয়। আরব সেনাবাহিনী গঠনের পর তা ইয়েমেন মোতায়েন করা হবে কিনা এ বিষয়টি স্পষ্ট হয়নি সম্মেলনে। খবর বিবিসির।
আরব লীগের সদস্য দেশগুলো ৪০ হাজার চৌকস সেনার সমন্বয়ে একটি যৌথ বাহিনী তৈরি করতে যাচ্ছে। এ বাহিনীর সঙ্গে যুদ্ধবিমান ও আধুনিক যুদ্ধজাহাজ থাকবে। মিসর কর্তৃপক্ষ এসব জানিয়েছেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, আরব নেতারা একটি যৌথ আরব সেনাবাহিনী গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। যৌথ আরব সেনাবাহিনীর প্রধান কাজ কি হবে সে বিষয়টি ঠিক করা হচ্ছে। আরব লীগ এই সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে। সদস্য দেশগুলোর সৈন্যরা এ বাহিনীর প্রতিনিধিত্ব করবেন। এই বাহিনী স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে কাজ করে যাবে। আরব বিশ্লেষকরা বলছেন, সদস্য দেশগুলোর এই বাহিনীতে সৈন্য পাঠানোর সম্ভাবনা খুবই কম। আরব লীগের প্রধান নাবিল আল-আরাবি বলেন, ইয়েমেনের হুথিরা আÍসমর্পণ না করা পর্যন্ত সৌদি জোট বাহিনী তাদের ওপর আক্রমণ চালিয়ে যাবে।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

ইয়েমেনের বিমানবন্দরে হামলা

আপডেট টাইম : ০৮:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫

ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সৌদি জোটের যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। এতে বিমানবন্দরের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এদিকে সানার বিভিন্ন স্থানে রাতভর বিমান হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিপন্থী ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিধ্বস্ত বিমানবন্দরের একটি সূত্র জানায়, সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলার শুরুর পর এই প্রথম তারা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালাল। এর একদিন আগে নিরাপত্তাজনিত কারণে সানা থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে তারা তিনটি বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পান এবং যুদ্ধবিমান থেকে ছোড়া বিশাল অগ্নিশিখা দেখতে পান। এক সেনা কর্মকর্তা জানান, বিমান হামলায় ১৫ ইয়েমেনি বিদ্রোহী মারা গেছে। সানায় একটি সামরিক হাসপাতালের এক চিকিৎসক জানান, অভিযানের পর হাসপাতালে ১২ সেনার মৃতদেহ এবং ১৮ সেনাকে আহতাবস্থায় আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের অংশ হিসেবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত হুডাইডা বিমান ঘাঁটিও নজরে রাখা হয়েছে। বিমান হামলার পরিকল্পনায় রয়েছে দেশটির উত্তরাঞ্চলে হুথি নিয়ন্ত্রিত এলাকায় আরেকটি ঘাঁটি।
এদিকে ইমেয়েনে তাদের কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে আনতে একটি বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে পাকিস্তান। নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে দেয়ার নামে বুধবার সন্ধ্যা থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবসহ গালফভুক্ত পাঁচটি দেশ এবং আরও কয়েকটি মিত্র দেশের সামরিক জোট। রোববার পর্যন্ত সৌদি জোটের অভিযানে ৬২ জনের মারা যাওয়ার খবর জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে, আরব লীগের সম্মেলনে যৌথ আরব সেনাবাহিনী গঠন করার বিষয়ে রোববার একমত হয়েছে সদস্য দেশগুলো। মিসরের শার্ম আল-শেখে দুদিনব্যাপী আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইয়েমেন সংকট নিয়ে আলোচনা হয়। আরব সেনাবাহিনী গঠনের পর তা ইয়েমেন মোতায়েন করা হবে কিনা এ বিষয়টি স্পষ্ট হয়নি সম্মেলনে। খবর বিবিসির।
আরব লীগের সদস্য দেশগুলো ৪০ হাজার চৌকস সেনার সমন্বয়ে একটি যৌথ বাহিনী তৈরি করতে যাচ্ছে। এ বাহিনীর সঙ্গে যুদ্ধবিমান ও আধুনিক যুদ্ধজাহাজ থাকবে। মিসর কর্তৃপক্ষ এসব জানিয়েছেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, আরব নেতারা একটি যৌথ আরব সেনাবাহিনী গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। যৌথ আরব সেনাবাহিনীর প্রধান কাজ কি হবে সে বিষয়টি ঠিক করা হচ্ছে। আরব লীগ এই সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে। সদস্য দেশগুলোর সৈন্যরা এ বাহিনীর প্রতিনিধিত্ব করবেন। এই বাহিনী স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে কাজ করে যাবে। আরব বিশ্লেষকরা বলছেন, সদস্য দেশগুলোর এই বাহিনীতে সৈন্য পাঠানোর সম্ভাবনা খুবই কম। আরব লীগের প্রধান নাবিল আল-আরাবি বলেন, ইয়েমেনের হুথিরা আÍসমর্পণ না করা পর্যন্ত সৌদি জোট বাহিনী তাদের ওপর আক্রমণ চালিয়ে যাবে।