অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

নির্জীব সংসদ হঠাৎ উত্তপ্ত

ঢাকা: রাস্তাঘাট সংস্কার-বিষয়ক প্রকল্পের টাকা ছাড় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে ‘নির্জীব’ সংসদ। মাগরিবের নামাজের আগে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এই প্রকল্পের টাকা ছাড় হয়েছে বলে বক্তব্য দিলে প্রায় সব সাংসদ এর প্রতিবাদ করেন।

এ নিয়ে মাগরিবের নামাজের পরও সংসদ বেশ সরগরম ছিল। শেষে অর্থমন্ত্রী কিছুটা নমনীয় হলে পরিস্থিতি শান্ত হয়।

প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে অর্থমন্ত্রী জবাব দিচ্ছিলেন। নারায়ণগঞ্জের সাংসদ এ কে এম শামীম ওসমানের বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তাপ শুরু হয়। ক্ষমতাসীন দলের এই সাংসদ অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকার রাস্তাঘাট সংস্কারের ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়নি। তাঁর এই বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ছাড় দেওয়া হয়েছে।

তখন সাংসদেরা চিৎকার করে বলতে থাকেন, তাঁরা টাকা পাননি। কিন্তু তখনো অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, তাঁর এলাকায় এই টাকায় কাজও শুরু হয়েছে। এ পর্যায়ে সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, অর্থমন্ত্রী বলেছেন এই টাকা দেওয়া হয়েছে। আসলে দেওয়া হয়নি। আবারও অর্থমন্ত্রী বলেন, ওই টাকা বাজেটে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। এ সময় পাশেই বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে কিছু একটা বলছিলেন। তখন অর্থমন্ত্রী বলেন, ‘না না না, প্রধানমন্ত্রী; স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠিও দিয়েছে কীভাবে এ প্রকল্প করা হবে…’

এ অবস্থায় মাগরিবের নামাজের বিরতি হয়। এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তিনি সুনির্দিষ্ট জায়গায় কথা বলেছেন। আসলে কেউ টাকা পায়নি। উনি (অর্থমন্ত্রী) নিজেও পাননি। উনি যদি পেয়েছেন বলে থাকেন, তাহলে সেটি সঠিক নয়। উনি হয়তো আগের ১৫ কোটি টাকা পেয়েছেন। এর পর অর্থমন্ত্রী আবার বলেন, ‘আমি বাজেটে বরাদ্দ দিয়েছি। এখন আর আমার করার কিছু নেই।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

নির্জীব সংসদ হঠাৎ উত্তপ্ত

আপডেট টাইম : ০৩:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫

ঢাকা: রাস্তাঘাট সংস্কার-বিষয়ক প্রকল্পের টাকা ছাড় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে ‘নির্জীব’ সংসদ। মাগরিবের নামাজের আগে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী এই প্রকল্পের টাকা ছাড় হয়েছে বলে বক্তব্য দিলে প্রায় সব সাংসদ এর প্রতিবাদ করেন।

এ নিয়ে মাগরিবের নামাজের পরও সংসদ বেশ সরগরম ছিল। শেষে অর্থমন্ত্রী কিছুটা নমনীয় হলে পরিস্থিতি শান্ত হয়।

প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে অর্থমন্ত্রী জবাব দিচ্ছিলেন। নারায়ণগঞ্জের সাংসদ এ কে এম শামীম ওসমানের বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তাপ শুরু হয়। ক্ষমতাসীন দলের এই সাংসদ অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকার রাস্তাঘাট সংস্কারের ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়নি। তাঁর এই বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ছাড় দেওয়া হয়েছে।

তখন সাংসদেরা চিৎকার করে বলতে থাকেন, তাঁরা টাকা পাননি। কিন্তু তখনো অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, তাঁর এলাকায় এই টাকায় কাজও শুরু হয়েছে। এ পর্যায়ে সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, অর্থমন্ত্রী বলেছেন এই টাকা দেওয়া হয়েছে। আসলে দেওয়া হয়নি। আবারও অর্থমন্ত্রী বলেন, ওই টাকা বাজেটে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। এ সময় পাশেই বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে কিছু একটা বলছিলেন। তখন অর্থমন্ত্রী বলেন, ‘না না না, প্রধানমন্ত্রী; স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠিও দিয়েছে কীভাবে এ প্রকল্প করা হবে…’

এ অবস্থায় মাগরিবের নামাজের বিরতি হয়। এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তিনি সুনির্দিষ্ট জায়গায় কথা বলেছেন। আসলে কেউ টাকা পায়নি। উনি (অর্থমন্ত্রী) নিজেও পাননি। উনি যদি পেয়েছেন বলে থাকেন, তাহলে সেটি সঠিক নয়। উনি হয়তো আগের ১৫ কোটি টাকা পেয়েছেন। এর পর অর্থমন্ত্রী আবার বলেন, ‘আমি বাজেটে বরাদ্দ দিয়েছি। এখন আর আমার করার কিছু নেই।