পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

রাবি উপাচার্যকে হুমকি দিলেন এমপি ওমর ফারুক

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভূক্ত শাহ মখদুম বেসরকারি মেডিকেল কলেজের একাডেমিক কাজে অনিয়মের কারণে ২৫ লাখ টাকা জরিমানা করায় রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনকে হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাবি উপচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, একজন সংসদ সদস্য হিসাবে তার অসৌজন্যমূলক আচরণে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ‘আমি অপমানিতবোধ করেছি।’ জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

উপাচার্য দফতর সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনকে ফোন দিয়ে সাক্ষাৎ করতে চান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসারদের পদোন্নতির মনোয়ন বোর্ডে থাকায় তার সঙ্গে পরে সাক্ষাৎ করবেন বলে জানান। এতে সংসদ সদস্য ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে তাকে বলেন বোর্ড বাদ দিয়ে এখনই সাক্ষাৎ করতে হবে। অন্যথায় তাকে দেখে নেয়ার হুমকি দেন তিনি।

এর কিছুক্ষণ পর দুপুর সোয়া ১টার দিকে সংসদ সদস্য ওমর ফারুক তার ব্যক্তিগত সহকারীসহ চারজনকে সঙ্গে নিয়ে উপাচার্য দফতরের অপেক্ষমান কক্ষে প্রবেশ করেন। এসময় উপাচার্য দ্রুত বোর্ডে অফিসারদের সাক্ষাৎকার শেষ করেন। অপেক্ষমান কক্ষে ৫ মিনিট থাকার পর সংসদ সদস্য ওমর ফারুক তার সহযোগিদের নিয়ে উপাচার্য দফতরে প্রবেশ করেন। তিনি দফতরে ঢুকেই টেবিল চাপড়িয়ে অশালীন ভাষায় উপাচার্যকে হুমকি দিতে শুরু করেন। এসময় তিনি শাহ মখদুম মেডিকেল কলেজ নামের বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত একটি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে জরিমানা করায় ভিসিকে ধমক দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগসহ বিভিন্ন বিষয়ে নিজের অসন্তুষ্টির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংসদ সদস্য উপাচার্যকে পদ থেকে সরিয়ে দেয়ার হুমকি দেন। এসময় সংসদ সদস্য ওমর ফারুকের ব্যক্তিগত সহকারীরও ভিসিকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক কথা বলেন।

এসময় ভিসি দফতরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও বিশ্ববিদ্যারয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম বাদল।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘উনি (সংসদ সদস্য) যখন ফোন দেন তখন আমি নিয়োগ বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছিলাম তাই ওই মুহুর্তে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয় জানিয়ে পরে সাক্ষাতের কথা বলেছিলাম। উনি তখনই আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে তিনি দফতরে লোকজন নিয়ে এসে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন এবং পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তার ব্যক্তিগত সহকারী দীপায়ন সরকার দ্বীপ বলেন, ‘শাহ মখদুম মেডিকেল কলেজকে একটি কারণে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে এমপি স্যার কথা বলতে গেলে, সেখানে বাকবিতন্ডার ঘটনা ঘটে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

রাবি উপাচার্যকে হুমকি দিলেন এমপি ওমর ফারুক

আপডেট টাইম : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভূক্ত শাহ মখদুম বেসরকারি মেডিকেল কলেজের একাডেমিক কাজে অনিয়মের কারণে ২৫ লাখ টাকা জরিমানা করায় রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনকে হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাবি উপচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, একজন সংসদ সদস্য হিসাবে তার অসৌজন্যমূলক আচরণে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ‘আমি অপমানিতবোধ করেছি।’ জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

উপাচার্য দফতর সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনকে ফোন দিয়ে সাক্ষাৎ করতে চান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসারদের পদোন্নতির মনোয়ন বোর্ডে থাকায় তার সঙ্গে পরে সাক্ষাৎ করবেন বলে জানান। এতে সংসদ সদস্য ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে তাকে বলেন বোর্ড বাদ দিয়ে এখনই সাক্ষাৎ করতে হবে। অন্যথায় তাকে দেখে নেয়ার হুমকি দেন তিনি।

এর কিছুক্ষণ পর দুপুর সোয়া ১টার দিকে সংসদ সদস্য ওমর ফারুক তার ব্যক্তিগত সহকারীসহ চারজনকে সঙ্গে নিয়ে উপাচার্য দফতরের অপেক্ষমান কক্ষে প্রবেশ করেন। এসময় উপাচার্য দ্রুত বোর্ডে অফিসারদের সাক্ষাৎকার শেষ করেন। অপেক্ষমান কক্ষে ৫ মিনিট থাকার পর সংসদ সদস্য ওমর ফারুক তার সহযোগিদের নিয়ে উপাচার্য দফতরে প্রবেশ করেন। তিনি দফতরে ঢুকেই টেবিল চাপড়িয়ে অশালীন ভাষায় উপাচার্যকে হুমকি দিতে শুরু করেন। এসময় তিনি শাহ মখদুম মেডিকেল কলেজ নামের বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত একটি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে জরিমানা করায় ভিসিকে ধমক দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগসহ বিভিন্ন বিষয়ে নিজের অসন্তুষ্টির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংসদ সদস্য উপাচার্যকে পদ থেকে সরিয়ে দেয়ার হুমকি দেন। এসময় সংসদ সদস্য ওমর ফারুকের ব্যক্তিগত সহকারীরও ভিসিকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক কথা বলেন।

এসময় ভিসি দফতরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও বিশ্ববিদ্যারয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম বাদল।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘উনি (সংসদ সদস্য) যখন ফোন দেন তখন আমি নিয়োগ বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছিলাম তাই ওই মুহুর্তে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয় জানিয়ে পরে সাক্ষাতের কথা বলেছিলাম। উনি তখনই আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে তিনি দফতরে লোকজন নিয়ে এসে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন এবং পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তার ব্যক্তিগত সহকারী দীপায়ন সরকার দ্বীপ বলেন, ‘শাহ মখদুম মেডিকেল কলেজকে একটি কারণে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে এমপি স্যার কথা বলতে গেলে, সেখানে বাকবিতন্ডার ঘটনা ঘটে।’