পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

নববর্ষে যৌন হয়রানি জবি-জাবিতে ছাত্রলীগ, ঢাবিতে কারা?

ঢাকা : নববর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রীকে উত্ত্যক্ত এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার সঙ্গে ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগের পর ইতিমধ্যে ছাত্রলীগের কয়েক কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। কিন্তু প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তরুণীকে বিবস্ত্র ও নারীদের যৌন হয়রানির সঙ্গে জড়িত এই চক্রটি কারা। এদের পরিচয় কি?

মঙ্গলবার নববর্ষ উদযাপনের সময় দেশের সেরা কয়েকটি বিদ্যাপীঠসহ বিভিন্ন এলাকায় যৌনহয়ারনি ও নিপীড়নের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) যৌনহয়রানির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় জবি ছাত্রলীগের এক কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই ছাত্র সংগঠনটি।

বুধবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় বাসে ফেরার সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে ছাত্রলীগকর্মী নাজমুল। এই সময় নাজমুল গণধোলাইয়ের শিকার হয়। তাই বুধবার সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ এনে তাকে জবি শাখা ছাত্রলীগের কর্মী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এদিকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৩ ব্যাচের আদিবাসী ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জাবি শাখা ছাত্রলীগ। সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হল- জাবি শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয়, শহীদ সালাম বরকত হল শাখা প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ, কর্মী আবদুর রহমান ইফতি, রাকিব হাসান, নুরুল কবীর। বিজ্ঞপ্তিতে দোষীদের জন্য প্রশাসন কর্তৃক শাস্তিও দাবি করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে শহীদ সালাম বরকত হলের ৫ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ করেন।

ইফতি, বিকাশ, অর্ণপ, রাকিব ও নুরন্নবীর নামে অভিযোগ করলেও ছাত্রলীগ সদস্য বিজয় ও হল প্রচার সম্পাদক নাফিজের বিরুদ্ধেও অভিযোগ থাকায় ওই দুজনকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ।

এই দুই বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেলেও ঘটনার দুইদিন পরও জানা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণীকে বিবস্ত্র ও শ্লীলতাহানির সঙ্গে কারা জড়িত। অথচ তাদের ভিডিও ফুটেজ ও ছবি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তারপরও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দী ঢাবি এলাকায় ওই ঘটনার বর্ণনা দিয়ে জানান, প্রথমে এক তরুণীকে বিবস্ত্র করে বখাটেরা। এরপর আরো কয়েক নারীকে শ্লীলতাহানি করে তারা।

তখন পুলিশকে হাতজোড় করে বলেছি, প্লিজ এই নারীদের রক্ষা করুন। কিন্তু তারা কোন ভূমিকা পালন করেনি। নীরব দর্শকের মতোই তারা এই অসভ্য তা-ব দেখেছে।

এমনকি ঢাবি প্রক্টর অধ্যাপক এ এম আমজাদকে ফোনে বিষয়টি জানিয়ে সাহায্য চেয়েছিলেন লিটন নন্দী। কিন্তু প্রক্টর তাকে হতাশ করে বলেছেন, ‘আমার কি করার আছে? পুলিশ তো আমার কথা শুনে না।’

লিটন নন্দী জানান, তারা পাঁচজন বখাটেকে আটক করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। কিন্তু ঘটনার পর খোঁজ নিলে পুলিশ জানায়, তাদের ছেড়ে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া শাহবাগ থানার উপপরিদর্শক আশরাফুল ইসলামসহ টিএসসি এলাকায় তিনটি স্থানে অবস্থান করছিল পুলিশ। তবে এ বিষয়ে তারা কোন মন্তব্য করেনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশের কাছে সোপর্দের পর বখাটেদের ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দায়ী হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বখাটে ও নির্যাতনের শিকার কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলের পাশে সিসি ক্যামেরা ছিল।

যৌন হয়রানির ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নববর্ষে যৌন হয়রানি জবি-জাবিতে ছাত্রলীগ, ঢাবিতে কারা?

আপডেট টাইম : ০৩:১৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫

ঢাকা : নববর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রীকে উত্ত্যক্ত এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার সঙ্গে ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগের পর ইতিমধ্যে ছাত্রলীগের কয়েক কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। কিন্তু প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তরুণীকে বিবস্ত্র ও নারীদের যৌন হয়রানির সঙ্গে জড়িত এই চক্রটি কারা। এদের পরিচয় কি?

মঙ্গলবার নববর্ষ উদযাপনের সময় দেশের সেরা কয়েকটি বিদ্যাপীঠসহ বিভিন্ন এলাকায় যৌনহয়ারনি ও নিপীড়নের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাবি) যৌনহয়রানির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় জবি ছাত্রলীগের এক কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই ছাত্র সংগঠনটি।

বুধবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় বাসে ফেরার সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে ছাত্রলীগকর্মী নাজমুল। এই সময় নাজমুল গণধোলাইয়ের শিকার হয়। তাই বুধবার সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ এনে তাকে জবি শাখা ছাত্রলীগের কর্মী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এদিকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৩ ব্যাচের আদিবাসী ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জাবি শাখা ছাত্রলীগ। সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হল- জাবি শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয়, শহীদ সালাম বরকত হল শাখা প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ, কর্মী আবদুর রহমান ইফতি, রাকিব হাসান, নুরুল কবীর। বিজ্ঞপ্তিতে দোষীদের জন্য প্রশাসন কর্তৃক শাস্তিও দাবি করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে শহীদ সালাম বরকত হলের ৫ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ করেন।

ইফতি, বিকাশ, অর্ণপ, রাকিব ও নুরন্নবীর নামে অভিযোগ করলেও ছাত্রলীগ সদস্য বিজয় ও হল প্রচার সম্পাদক নাফিজের বিরুদ্ধেও অভিযোগ থাকায় ওই দুজনকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ।

এই দুই বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেলেও ঘটনার দুইদিন পরও জানা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণীকে বিবস্ত্র ও শ্লীলতাহানির সঙ্গে কারা জড়িত। অথচ তাদের ভিডিও ফুটেজ ও ছবি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তারপরও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দী ঢাবি এলাকায় ওই ঘটনার বর্ণনা দিয়ে জানান, প্রথমে এক তরুণীকে বিবস্ত্র করে বখাটেরা। এরপর আরো কয়েক নারীকে শ্লীলতাহানি করে তারা।

তখন পুলিশকে হাতজোড় করে বলেছি, প্লিজ এই নারীদের রক্ষা করুন। কিন্তু তারা কোন ভূমিকা পালন করেনি। নীরব দর্শকের মতোই তারা এই অসভ্য তা-ব দেখেছে।

এমনকি ঢাবি প্রক্টর অধ্যাপক এ এম আমজাদকে ফোনে বিষয়টি জানিয়ে সাহায্য চেয়েছিলেন লিটন নন্দী। কিন্তু প্রক্টর তাকে হতাশ করে বলেছেন, ‘আমার কি করার আছে? পুলিশ তো আমার কথা শুনে না।’

লিটন নন্দী জানান, তারা পাঁচজন বখাটেকে আটক করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। কিন্তু ঘটনার পর খোঁজ নিলে পুলিশ জানায়, তাদের ছেড়ে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া শাহবাগ থানার উপপরিদর্শক আশরাফুল ইসলামসহ টিএসসি এলাকায় তিনটি স্থানে অবস্থান করছিল পুলিশ। তবে এ বিষয়ে তারা কোন মন্তব্য করেনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশের কাছে সোপর্দের পর বখাটেদের ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দায়ী হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বখাটে ও নির্যাতনের শিকার কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলের পাশে সিসি ক্যামেরা ছিল।

যৌন হয়রানির ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।