অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে তিন সিটির নগরবাসী

সিরাজগঞ্জ : আন্দোলনে সব হারিয়ে খালেদা জিয়া এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। কথিত আন্দোলনের নামে তিনি মানুষের রক্ত ঝরিয়েছেন সে কথা নিশ্চয় তিন সিটির নাগরিকরা ভুলে যায়নি। তারা মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করে অবশ্যই সরকারের উন্নয়নের মূল্যায়ন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকেই বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম।

সোমবার সন্ধ্যায় তার নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে ৩’শ পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে হাটশিরা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জনগণ মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করে অবশ্যই সরকারের উন্নয়নের মূল্যায়ন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকেই ভোট দেবেন। নগরবাসী গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, গ্রামে গ্রামে বিদ্যুতের বাতি জ্বলছে। কৃষকের ঘরে সময় মতো সার ও বীজ পৌঁছে দেয়া হচ্ছে। উত্তরাঞ্চলে এখন আর মঙ্গা নেই। দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশেকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা হযেছে। অথচ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশী প্রভুদের উপর ভর করে নানা ষড়যন্ত্র করছেন।

স্থানীয় চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সাফিউল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করবে তিন সিটির নগরবাসী

আপডেট টাইম : ০৪:১২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫

সিরাজগঞ্জ : আন্দোলনে সব হারিয়ে খালেদা জিয়া এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। কথিত আন্দোলনের নামে তিনি মানুষের রক্ত ঝরিয়েছেন সে কথা নিশ্চয় তিন সিটির নাগরিকরা ভুলে যায়নি। তারা মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করে অবশ্যই সরকারের উন্নয়নের মূল্যায়ন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকেই বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম।

সোমবার সন্ধ্যায় তার নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে ৩’শ পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে হাটশিরা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জনগণ মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করে অবশ্যই সরকারের উন্নয়নের মূল্যায়ন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকেই ভোট দেবেন। নগরবাসী গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, গ্রামে গ্রামে বিদ্যুতের বাতি জ্বলছে। কৃষকের ঘরে সময় মতো সার ও বীজ পৌঁছে দেয়া হচ্ছে। উত্তরাঞ্চলে এখন আর মঙ্গা নেই। দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশেকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা হযেছে। অথচ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশী প্রভুদের উপর ভর করে নানা ষড়যন্ত্র করছেন।

স্থানীয় চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সাফিউল ইসলাম প্রমুখ।