পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

সিটি নির্বাচনে দুই কেন্দ্রে ৯৯% ভোট পড়েছে!

ঢাকা : সিটি নির্বাচনে চট্টগ্রামের ১০টি কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে দুটি কেন্দ্রে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৭১৯টি ভোটকেন্দ্রের ফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

বিশ্লেষণে পাওয়া গেছে, একটি কেন্দ্রে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলম কোনো ভোটই পাননি। অন্য একটি কেন্দ্রে পেয়েছেন মাত্র সাত ভোট। আবার ২৪১টি কেন্দ্রে নাছিরের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে তালেবিয়া বিদ্যালয় ২ হাজার ৪৬২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৪৩৩টি ।

৩২টি কেন্দ্রে ৮০ থেকে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে। এসব কেন্দ্রে গোলযোগ, কারচুপি, ভোটকেন্দ্র দখলের মাধ্যমে জোর করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ রয়েছে। এই ৩২টি কেন্দ্রে আ জ ম নাছির পেয়েছেন ৪৯ হাজার ৭৩৩ ভোট। মনজুর আলম পান ১১ হাজার ৩২৭ ভোট। সে হিসেবে গড়ে দেড় মিনিটের কম সময়ে একটি ভোট পড়েছে। এই কেন্দ্রে বাতিল ভোট ১১৮টি ।

১০ কেন্দ্রে সর্বোচ্চ ভোট : ফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে ১০টি কেন্দ্রে। ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে এই ১০টি কেন্দ্রসহ কোনো কেন্দ্রেই ৯০ শতাংশের বেশি ভোট পড়েনি।

এবার আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ৮২ শতাংশ, জামালখানের সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯৮ দশমিক ৩৭ শতাংশ, দক্ষিণ কাট্টলি প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ দশমিক ৭৪ শতাংশ, নিউমুরিং এলাকায় আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ দশমিক ১৪ শতাংশ, দক্ষিণ কাট্টলি পিএইচ আমিন একাডেমি কেন্দ্রে ৯৫ দশমিক ৯৮ শতাংশ, পূর্ব নাছিরাবাদে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৪ দশমিক ৫৫ শতাংশ, বলিরহাট এলাকায় সানোয়ারা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯৪ দশমিক ৪৯ শতাংশ, বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ে ৯২ দশমিক ৬৪ শতাংশ, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯২ দশমিক ২৭ শতাংশ এবং পূর্ব ফিরোজ শাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে।

এ ছাড়া ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে ২২টি কেন্দ্রে। আর ৭০ থেকে ৭৯ শতাংশ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংখ্যা ৪৯টি।

অস্বাভাবিক কম ভোট: বেশি ভোট প্রদানের পাশাপাশি অস্বাভাবিক কম ভোট পড়ারও নজির আছে। ১৯টি কেন্দ্রে ২০ শতাংশের কম ভোট পড়েছে। এর মধ্যে নৌ-বাহিনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে, যা শতাংশের হিসাবে সবচেয়ে কম। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পরিচয়পত্র ও মেটাল ডিটেক্টর দিয়ে যাচাই করে ভোটারদের এই ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এখানে মোট ভোটার ৩ হাজার ৯০৫ জন। ভোট পড়ে ৩৩৯টি।

এ ছাড়া দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়ার হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এই কেন্দ্রে ৩ হাজার ৬৪২ ভোটের মধ্যে পড়েছে ৩৯২ ভোট। হালিশহর আহম্মদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৩৭ ভোটের মধ্যে পড়েছে ৩৬১ ভোট, যা মোট ভোটের ১১ দশমিক ১৫ শতাংশ। গোসাইলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৭৬। ভোট পড়েছে ৩৬২, যা মোট ভোটের ১৪ দশমিক ০৫ শতাংশ। বি এফ শাহীন কলেজ কেন্দ্রে ৩২৯টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার ২ হাজার ৬৪৩ জন।

এক কেন্দ্রে মনজুর ভোটই পাননি: হালিশহর মেহের আফজল উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্রের একটিতে শূন্য ভোট পান মনজুর আলম। এই কেন্দ্রে আ জ ম নাছির পান ৭৪৬ ভোট। এ ছাড়া মনজুর আলম সাত ভোট পান দক্ষিণ পাহাড়তলী অলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নাছির পেয়েছেন ১৪২৩ ভোট।

এক কেন্দ্রে বাতিল ভোট বেশি: দক্ষিণ কাট্টলি প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ১ হাজার ৮৬২টি। বাতিল ভোট ২ হাজার ৪৬০টি, যা প্রদত্ত ভোটের প্রায় ৫৭ শতাংশ। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪ হাজার ৪২২। ভোট পড়েছে ৪ হাজার ৩২২।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

সিটি নির্বাচনে দুই কেন্দ্রে ৯৯% ভোট পড়েছে!

আপডেট টাইম : ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০১৫

ঢাকা : সিটি নির্বাচনে চট্টগ্রামের ১০টি কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে দুটি কেন্দ্রে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৭১৯টি ভোটকেন্দ্রের ফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

বিশ্লেষণে পাওয়া গেছে, একটি কেন্দ্রে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলম কোনো ভোটই পাননি। অন্য একটি কেন্দ্রে পেয়েছেন মাত্র সাত ভোট। আবার ২৪১টি কেন্দ্রে নাছিরের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে তালেবিয়া বিদ্যালয় ২ হাজার ৪৬২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৪৩৩টি ।

৩২টি কেন্দ্রে ৮০ থেকে প্রায় ৯৯ শতাংশ ভোট পড়েছে। এসব কেন্দ্রে গোলযোগ, কারচুপি, ভোটকেন্দ্র দখলের মাধ্যমে জোর করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ রয়েছে। এই ৩২টি কেন্দ্রে আ জ ম নাছির পেয়েছেন ৪৯ হাজার ৭৩৩ ভোট। মনজুর আলম পান ১১ হাজার ৩২৭ ভোট। সে হিসেবে গড়ে দেড় মিনিটের কম সময়ে একটি ভোট পড়েছে। এই কেন্দ্রে বাতিল ভোট ১১৮টি ।

১০ কেন্দ্রে সর্বোচ্চ ভোট : ফল বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে ১০টি কেন্দ্রে। ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে এই ১০টি কেন্দ্রসহ কোনো কেন্দ্রেই ৯০ শতাংশের বেশি ভোট পড়েনি।

এবার আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ৮২ শতাংশ, জামালখানের সলিমা সিরাজ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯৮ দশমিক ৩৭ শতাংশ, দক্ষিণ কাট্টলি প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ দশমিক ৭৪ শতাংশ, নিউমুরিং এলাকায় আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ দশমিক ১৪ শতাংশ, দক্ষিণ কাট্টলি পিএইচ আমিন একাডেমি কেন্দ্রে ৯৫ দশমিক ৯৮ শতাংশ, পূর্ব নাছিরাবাদে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৪ দশমিক ৫৫ শতাংশ, বলিরহাট এলাকায় সানোয়ারা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯৪ দশমিক ৪৯ শতাংশ, বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ে ৯২ দশমিক ৬৪ শতাংশ, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯২ দশমিক ২৭ শতাংশ এবং পূর্ব ফিরোজ শাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে।

এ ছাড়া ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে ২২টি কেন্দ্রে। আর ৭০ থেকে ৭৯ শতাংশ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংখ্যা ৪৯টি।

অস্বাভাবিক কম ভোট: বেশি ভোট প্রদানের পাশাপাশি অস্বাভাবিক কম ভোট পড়ারও নজির আছে। ১৯টি কেন্দ্রে ২০ শতাংশের কম ভোট পড়েছে। এর মধ্যে নৌ-বাহিনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে, যা শতাংশের হিসাবে সবচেয়ে কম। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পরিচয়পত্র ও মেটাল ডিটেক্টর দিয়ে যাচাই করে ভোটারদের এই ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এখানে মোট ভোটার ৩ হাজার ৯০৫ জন। ভোট পড়ে ৩৩৯টি।

এ ছাড়া দক্ষিণ হালিশহর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়ার হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এই কেন্দ্রে ৩ হাজার ৬৪২ ভোটের মধ্যে পড়েছে ৩৯২ ভোট। হালিশহর আহম্মদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৩৭ ভোটের মধ্যে পড়েছে ৩৬১ ভোট, যা মোট ভোটের ১১ দশমিক ১৫ শতাংশ। গোসাইলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৭৬। ভোট পড়েছে ৩৬২, যা মোট ভোটের ১৪ দশমিক ০৫ শতাংশ। বি এফ শাহীন কলেজ কেন্দ্রে ৩২৯টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার ২ হাজার ৬৪৩ জন।

এক কেন্দ্রে মনজুর ভোটই পাননি: হালিশহর মেহের আফজল উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্রের একটিতে শূন্য ভোট পান মনজুর আলম। এই কেন্দ্রে আ জ ম নাছির পান ৭৪৬ ভোট। এ ছাড়া মনজুর আলম সাত ভোট পান দক্ষিণ পাহাড়তলী অলি আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নাছির পেয়েছেন ১৪২৩ ভোট।

এক কেন্দ্রে বাতিল ভোট বেশি: দক্ষিণ কাট্টলি প্রাণহরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৈধ ভোট পড়েছে ১ হাজার ৮৬২টি। বাতিল ভোট ২ হাজার ৪৬০টি, যা প্রদত্ত ভোটের প্রায় ৫৭ শতাংশ। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪ হাজার ৪২২। ভোট পড়েছে ৪ হাজার ৩২২।