অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

নতুন ইতিহাসের জন্ম দিলেন সিলেটের মেয়ে

সিলেট: ব্রিটেনে সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে নতুন ইতিহাসের জন্ম দিলেন সিলেটের মেয়ে রুশনারা আলী। নির্বাচনে প্রথমবারের মতো এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। তাও আবার ১২ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে ১০ জনই সিলেটের।

এর মধ্যে ব্রিটেনে প্রথম বাংলাদেশি হিসেবে এমপি হওয়া সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী পুনরায় নির্বাচিত হয়েছেন। ২৪ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা পেয়েছেন ৩২ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথ পেয়েছেন মাত্র ৮ হাজার ৭০ ভোট। বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের ৮০ হাজার ভোটারের ৬৩ দশমিক ৯ শতাংশ এবার ভোট দিয়েছেন।

গত নির্বাচনে সাড়ে ১১ হাজার ভোটে জয়ী রুশনারা এবার ব্যবধান দ্বিগুণ করলেন। লেবার পার্টি থেকে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে রুশানার আলীর। আর তা যদি হয়, তবে তিনিই হবেন ব্রিটেন সাম্রাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী (ছায়া মন্ত্রী)। এখন শুধু অপেক্ষার পালা।

এবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২ বাংলাদেশি বংশোদ্ভূত হচ্ছেন- লেবার পার্টির টিউলিপ রেজওয়ানা, রুশনারা আলী, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আমরান হোসাইন, ড. রূপা আশা হক, আলী আখলাকুল, ফয়সল চৌধুরী, মেরিনা আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আশুক আহমদ, প্রিন্স সাদিক আহমদ, মোহাম্মদ সুলতান ও কনজারভেটিভ পার্টির মিনা রহমান। তাদের মধ্যে টিউলিপ এবং মেরিনা ছাড়া বাকি সব প্রার্থীই সিলেটের।

এদের মধ্যে রুশনারা আলী ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন। ২০১০ সালে হাউস অব কমন্সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই রুশনারা। তিনি লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীও ছিলেন। ব্রিটেনের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে এবারও সবচেয়ে বেশি ভোট পেয়ে লেবার পার্টির হয়ে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে বিজয়ী হয়েছেন রুশনারা আলী।

১৯৭৫ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে জন্মগ্রহণকারী রুশনারা ৭ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান। ইরাকে সামরিক হামলায় লেবার পার্টি সমর্থন দেয়ায় ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে আলোচিত হন রুশনারা।

এদিকে রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়াতে সিলেটবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। কেউ কেউ ইতোমধ্যে মিষ্টি বিতরণ করেছেন। আবার কেউ কেউ গণমাধ্যমে বিবৃতি দিয়ে রুশনারাকে অভিনন্দনও জানাচ্ছেন।

রুশনারা বিজয় নিশ্চিত হওয়ার পর আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য ও আম্বরখানস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ এক বিবৃতিতে বলেন, ‘এ বিজয় আমাদের জন্য শুধু আনন্দ নয়, এটি আমাদের গৌরবেরও ব্যাপার। এ বিজয় প্রবাসী নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।’

তিনি বলেন, ‘রুশনারা আলীর বিজয় বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ বিজয়ে ব্রিটেন-বাংলাদেশের মধুর সম্পর্ক আরো দৃঢ় হবে।’

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

নতুন ইতিহাসের জন্ম দিলেন সিলেটের মেয়ে

আপডেট টাইম : ০৬:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫

সিলেট: ব্রিটেনে সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে নতুন ইতিহাসের জন্ম দিলেন সিলেটের মেয়ে রুশনারা আলী। নির্বাচনে প্রথমবারের মতো এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। তাও আবার ১২ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে ১০ জনই সিলেটের।

এর মধ্যে ব্রিটেনে প্রথম বাংলাদেশি হিসেবে এমপি হওয়া সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী পুনরায় নির্বাচিত হয়েছেন। ২৪ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা পেয়েছেন ৩২ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথ পেয়েছেন মাত্র ৮ হাজার ৭০ ভোট। বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের ৮০ হাজার ভোটারের ৬৩ দশমিক ৯ শতাংশ এবার ভোট দিয়েছেন।

গত নির্বাচনে সাড়ে ১১ হাজার ভোটে জয়ী রুশনারা এবার ব্যবধান দ্বিগুণ করলেন। লেবার পার্টি থেকে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে রুশানার আলীর। আর তা যদি হয়, তবে তিনিই হবেন ব্রিটেন সাম্রাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী (ছায়া মন্ত্রী)। এখন শুধু অপেক্ষার পালা।

এবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২ বাংলাদেশি বংশোদ্ভূত হচ্ছেন- লেবার পার্টির টিউলিপ রেজওয়ানা, রুশনারা আলী, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আমরান হোসাইন, ড. রূপা আশা হক, আলী আখলাকুল, ফয়সল চৌধুরী, মেরিনা আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আশুক আহমদ, প্রিন্স সাদিক আহমদ, মোহাম্মদ সুলতান ও কনজারভেটিভ পার্টির মিনা রহমান। তাদের মধ্যে টিউলিপ এবং মেরিনা ছাড়া বাকি সব প্রার্থীই সিলেটের।

এদের মধ্যে রুশনারা আলী ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন। ২০১০ সালে হাউস অব কমন্সে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই রুশনারা। তিনি লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীও ছিলেন। ব্রিটেনের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে এবারও সবচেয়ে বেশি ভোট পেয়ে লেবার পার্টির হয়ে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে বিজয়ী হয়েছেন রুশনারা আলী।

১৯৭৫ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে জন্মগ্রহণকারী রুশনারা ৭ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ব্রিটেনে পাড়ি জমান। ইরাকে সামরিক হামলায় লেবার পার্টি সমর্থন দেয়ায় ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে আলোচিত হন রুশনারা।

এদিকে রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়াতে সিলেটবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। কেউ কেউ ইতোমধ্যে মিষ্টি বিতরণ করেছেন। আবার কেউ কেউ গণমাধ্যমে বিবৃতি দিয়ে রুশনারাকে অভিনন্দনও জানাচ্ছেন।

রুশনারা বিজয় নিশ্চিত হওয়ার পর আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য ও আম্বরখানস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ এক বিবৃতিতে বলেন, ‘এ বিজয় আমাদের জন্য শুধু আনন্দ নয়, এটি আমাদের গৌরবেরও ব্যাপার। এ বিজয় প্রবাসী নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।’

তিনি বলেন, ‘রুশনারা আলীর বিজয় বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ বিজয়ে ব্রিটেন-বাংলাদেশের মধুর সম্পর্ক আরো দৃঢ় হবে।’