পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

অক্টোবরে কাউন্সিল করবে বিএনপি

ঢাকা : দলীয় নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত হলে দল গুছিয়ে আগামী অক্টোবরে কাউন্সিল করবে বিএনপি। সে লক্ষ্যে জুন মাসে পুরোদমে শুরু হচ্ছে সাংগঠনিক কার্যক্রম।

আন্দোলন ও সরকারের দমন-পীড়নে বিপর্যস্ত নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য গড়তে আপাতত রাজপথের কর্মসূচিতে যাচ্ছে না দলটি। এর বদলে সিটি নির্বাচনকে ঘিরে সরকারের ওপর যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে তা আরো বাড়াতে নানামুখী তৎপরতা থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ সফরও করতে পারেন।

সিটি নির্বাচনের পর আগামী দিনের পথচলা নিয়ে এখনো বিএনপি আনুষ্ঠানিক কোনো বৈঠক করেনি। তবে শীর্ষ নেতারা আন্দোলন কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছার কারণ অনুসন্ধান করছেন। একই সাথে তারা সিটি নির্বাচনে ব্যাপক অনিয়মের ঘটনায় দেশের ভেতরে-বাইরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা কাজে লাগানোর কথা চিন্তা করছেন।

বিএনপির হাইকমান্ড আন্দোলন লক্ষ্যে না পৌঁছার মূল কারণ হিসেবে প্রথমত সরকারের দমন-পীড়নকেই দায়ী করছে।

নেতারা বলছেন, গণতান্ত্রিক কোনো কর্মসূচির সুযোগ এ সরকার রাখেনি। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে নাশকতার প্রলেপ দিয়ে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দলের নেতাকর্মীদের ওপর স্টিমরোলার চালানো হয়েছে। নেতাকর্মীরা কোথাও জড়ো হয়ে একটি মিছিল করবে, সেই সুযোগটুকু পর্যন্ত দেয়া হয়নি। দেখামাত্র গুলি করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের সহায়তায় মামলা আর গণগ্রেফতার চালিয়ে তারা আন্দোলন দমন করেছে।

কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করেন, বিএনপির শীর্ষপর্যায়ের এমন এক নেতা বলেছেন, সরকারের এই দমন-পীড়ন সম্পর্কে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। আন্তর্জাতিক মহলও সোচ্চার। প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে খুবই অসন্তুষ্ট। তারা নানা ভাষায় এর প্রতিবাদই কেবল করছে না, কী করা উচিত তা-ও বলে দিচ্ছে। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। তিনি বলেন, বাহ্যিক দৃষ্টিতে সরকার কোনো চাপে নেই বললেও তারা খুবই অস্বস্তিতে দিন পার করছে এবং এই অস্বস্তি সামনের দিনগুলোতে আরো বাড়বে। বিএনপিও এ ক্ষেত্রে তৎপরতা চালিয়ে যাবে।

সরকারের দমন-পীড়নের পাশাপাশি দলটির সাংগঠনিক দুর্বলতার দিকটিও আন্দোলন সফল না হওয়ার কারণ হিসেবে তুলে আনছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এক্ষেত্রে আন্দোলন কতটা পরিকল্পিত ছিল, কে কী ভূমিকা রেখেছেন তা নিয়েও কাটাছেঁড়া চলছে।

বিএনপি হাইকমান্ডের মূল্যায়ন অনুযায়ী আন্দোলনের মাঠে, বিশেষ করে ঢাকায় এবারো সঙ্ঘবদ্ধ সাংগঠনিক তৎপরতা তেমন একটা ছিল না। ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারেনি। গত জানুয়ারিতে আন্দোলন শুরুর দিকে বেশির ভাগ জেলা কমিটি সক্রিয় থাকলেও পরে অনেক জেলায় আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। ১৫-২০টি জেলায় নিয়মিত কর্মসূচি পালিত হলেও বাকি জেলাগুলোতে নেতাকর্মীদের রাজপথে তেমন একটা দেখা যায়নি। কোনো কোনো জেলার নেতারা আন্দোলন শুরুর পর নিরাপদ স্থানে চলে যান। নেতাকর্মীদের সাথে এরা কোনো যোগাযোগই রাখেননি।

জানা গেছে, বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার সবটিতেই কমিটি মেয়াদোত্তীর্ণ। ৫ জানুয়ারির নির্বাচনের পর জেলা কমিটি পুনর্গঠন শুরু হয়েছিল। ফের আন্দোলনে নামার কথা চিন্তা করে তখন ১২টি জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের পর এ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এখন আবারো দাবি উঠেছে, জেলা কমিটিগুলো ঢেলে সাজানোর যোগ্যদের দিয়ে কমিটি গঠনের। একই সাথে অন্য অঙ্গসংগঠনগুলোর নিষ্ক্রিয়তা কাটাতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি উঠেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে আগামী কয়েক মাস নানামুখী উদ্যোগ নেবে দলটি। বাধ্য না হলে আপাতত কঠোর কোনো কর্মসূচি নয়। রমজান থেকে শুরু করে কোরবানি পর্যন্ত সংগঠন গোছানো হবে। এরপর অক্টোবরে হতে পারে দলের ষষ্ঠ কাউন্সিল। কাউন্সিল হলে স্থায়ী কমিটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হবে।

বিএনপি স্থায়ী কমিটির মাহবুবুর রহমান বলেন, সাংগঠনিক পুনর্গঠন দলের নিয়মিত কাজের অংশ। তবে এ মুহূর্তে সংগঠনকে গতিশীল করাকে অধিক গুরুত্বসহকারে ভাবা হচ্ছে। শীর্ষ থেকে তৃণমূল সব জায়গায় পরিবর্তন আনতে হবে। দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেয়া হবে। যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা না হলে কেউ ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করবে না। অতীতে এর প্রমাণ মিলেছে। তাই দল পুনর্গঠনে এবার এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি অনেক মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে। সাংগঠনিক দুর্বলতা কিছুটা থাকলেও মামলা-হামলা-গ্রেফতার চালিয়ে সরকার বিএনপির গণতান্ত্রিক কোনো কর্মসূচি সফল হতে দিচ্ছে না

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

অক্টোবরে কাউন্সিল করবে বিএনপি

আপডেট টাইম : ০২:৪৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০১৫

ঢাকা : দলীয় নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত হলে দল গুছিয়ে আগামী অক্টোবরে কাউন্সিল করবে বিএনপি। সে লক্ষ্যে জুন মাসে পুরোদমে শুরু হচ্ছে সাংগঠনিক কার্যক্রম।

আন্দোলন ও সরকারের দমন-পীড়নে বিপর্যস্ত নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য গড়তে আপাতত রাজপথের কর্মসূচিতে যাচ্ছে না দলটি। এর বদলে সিটি নির্বাচনকে ঘিরে সরকারের ওপর যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে তা আরো বাড়াতে নানামুখী তৎপরতা থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ সফরও করতে পারেন।

সিটি নির্বাচনের পর আগামী দিনের পথচলা নিয়ে এখনো বিএনপি আনুষ্ঠানিক কোনো বৈঠক করেনি। তবে শীর্ষ নেতারা আন্দোলন কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছার কারণ অনুসন্ধান করছেন। একই সাথে তারা সিটি নির্বাচনে ব্যাপক অনিয়মের ঘটনায় দেশের ভেতরে-বাইরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা কাজে লাগানোর কথা চিন্তা করছেন।

বিএনপির হাইকমান্ড আন্দোলন লক্ষ্যে না পৌঁছার মূল কারণ হিসেবে প্রথমত সরকারের দমন-পীড়নকেই দায়ী করছে।

নেতারা বলছেন, গণতান্ত্রিক কোনো কর্মসূচির সুযোগ এ সরকার রাখেনি। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে নাশকতার প্রলেপ দিয়ে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দলের নেতাকর্মীদের ওপর স্টিমরোলার চালানো হয়েছে। নেতাকর্মীরা কোথাও জড়ো হয়ে একটি মিছিল করবে, সেই সুযোগটুকু পর্যন্ত দেয়া হয়নি। দেখামাত্র গুলি করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের সহায়তায় মামলা আর গণগ্রেফতার চালিয়ে তারা আন্দোলন দমন করেছে।

কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করেন, বিএনপির শীর্ষপর্যায়ের এমন এক নেতা বলেছেন, সরকারের এই দমন-পীড়ন সম্পর্কে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। আন্তর্জাতিক মহলও সোচ্চার। প্রভাবশালী দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে খুবই অসন্তুষ্ট। তারা নানা ভাষায় এর প্রতিবাদই কেবল করছে না, কী করা উচিত তা-ও বলে দিচ্ছে। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। তিনি বলেন, বাহ্যিক দৃষ্টিতে সরকার কোনো চাপে নেই বললেও তারা খুবই অস্বস্তিতে দিন পার করছে এবং এই অস্বস্তি সামনের দিনগুলোতে আরো বাড়বে। বিএনপিও এ ক্ষেত্রে তৎপরতা চালিয়ে যাবে।

সরকারের দমন-পীড়নের পাশাপাশি দলটির সাংগঠনিক দুর্বলতার দিকটিও আন্দোলন সফল না হওয়ার কারণ হিসেবে তুলে আনছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এক্ষেত্রে আন্দোলন কতটা পরিকল্পিত ছিল, কে কী ভূমিকা রেখেছেন তা নিয়েও কাটাছেঁড়া চলছে।

বিএনপি হাইকমান্ডের মূল্যায়ন অনুযায়ী আন্দোলনের মাঠে, বিশেষ করে ঢাকায় এবারো সঙ্ঘবদ্ধ সাংগঠনিক তৎপরতা তেমন একটা ছিল না। ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারেনি। গত জানুয়ারিতে আন্দোলন শুরুর দিকে বেশির ভাগ জেলা কমিটি সক্রিয় থাকলেও পরে অনেক জেলায় আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। ১৫-২০টি জেলায় নিয়মিত কর্মসূচি পালিত হলেও বাকি জেলাগুলোতে নেতাকর্মীদের রাজপথে তেমন একটা দেখা যায়নি। কোনো কোনো জেলার নেতারা আন্দোলন শুরুর পর নিরাপদ স্থানে চলে যান। নেতাকর্মীদের সাথে এরা কোনো যোগাযোগই রাখেননি।

জানা গেছে, বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার সবটিতেই কমিটি মেয়াদোত্তীর্ণ। ৫ জানুয়ারির নির্বাচনের পর জেলা কমিটি পুনর্গঠন শুরু হয়েছিল। ফের আন্দোলনে নামার কথা চিন্তা করে তখন ১২টি জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের পর এ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। এখন আবারো দাবি উঠেছে, জেলা কমিটিগুলো ঢেলে সাজানোর যোগ্যদের দিয়ে কমিটি গঠনের। একই সাথে অন্য অঙ্গসংগঠনগুলোর নিষ্ক্রিয়তা কাটাতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি উঠেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে আগামী কয়েক মাস নানামুখী উদ্যোগ নেবে দলটি। বাধ্য না হলে আপাতত কঠোর কোনো কর্মসূচি নয়। রমজান থেকে শুরু করে কোরবানি পর্যন্ত সংগঠন গোছানো হবে। এরপর অক্টোবরে হতে পারে দলের ষষ্ঠ কাউন্সিল। কাউন্সিল হলে স্থায়ী কমিটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হবে।

বিএনপি স্থায়ী কমিটির মাহবুবুর রহমান বলেন, সাংগঠনিক পুনর্গঠন দলের নিয়মিত কাজের অংশ। তবে এ মুহূর্তে সংগঠনকে গতিশীল করাকে অধিক গুরুত্বসহকারে ভাবা হচ্ছে। শীর্ষ থেকে তৃণমূল সব জায়গায় পরিবর্তন আনতে হবে। দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেয়া হবে। যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা না হলে কেউ ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করবে না। অতীতে এর প্রমাণ মিলেছে। তাই দল পুনর্গঠনে এবার এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি অনেক মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে। সাংগঠনিক দুর্বলতা কিছুটা থাকলেও মামলা-হামলা-গ্রেফতার চালিয়ে সরকার বিএনপির গণতান্ত্রিক কোনো কর্মসূচি সফল হতে দিচ্ছে না