পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত Logo স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা- আ’লীগের আর্দশের প্রতীক ছিলেন হাবিবুর রহমান মোল্লা Logo বাউফলে বিদ্যালয় প্রধানের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ! Logo যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার Logo ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করে চমক দেখালেন পুলিশ সদস্য ছামাদ Logo এপ্রিলে ৬৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩২ : বিআরটিএ Logo বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার Logo বাউফলে গনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও স্কুল বির্তক অনুষ্ঠিত! Logo লালমনিরহাটে রেলপথের সংস্কার কাজের অনিয়ম, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক। Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

‘কুমারি’ নিয়ে যত বিপত্তি

বাংলার খবর২৪.কম: vidya_balan_2_hotহোমি আদাজানিয়া পরিচালিত ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে দীপিকা পাড়ুকোন একজন বিধবা। বিয়ের রাতে স্বামী মারা যায় তার। পরে সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে দীপিকাকে বলতে হয়, তিনি একজন কুমারি।

দীপিকার এই বক্তব্য নিয়ে অর্জুন কোনো আপত্তি তোলেননি, তবে বাধ সেধেছে ভারতের সেন্সর বোর্ড!

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু সিনেমায় দীপিকা নিজের কুমারিত্ব সংক্রান্ত বক্তব্যটি দেওয়ায় মুক্তি দিতে আপত্তি করছে সেন্সর বোর্ড।

তবে তাদের আপত্তির বিষয়টি আবার মেনে নিতে নারাজ পরিচালক হোমি আদাজানিয়া। মুক্তির আগ মুহূর্তে তাই ভীষণ টানাপোড়েন শুরু হয়েছে দীপিকা-অর্জুন জুটির ছবি ‘ফাইন্ডিং ফ্যানি’ নিয়ে।

এই ছবিতে দীপিকা একজন বিধবা। বিয়ের রাতেই মারা যায় তার স্বামী। বিধবা দীপিকার সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে দীপিকা অর্জুনকে বলে, আমি একজন কুমারি।

সেন্সর বোর্ডের মতে, এই সংলাপগুলো ছবিতে ‘অযৌক্তিক এবং প্রয়োজনহীন’। তাই এই ছবির জন্য সার্বজনীন ছাড়পত্র পেতে সংলাপটুকু ছেটেঁ ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

কিন্তু ‘ফাইন্ডিং ফ্যানি’র নির্মাতা হোমি উদাহরণ টেনে বলেন, এর আগে শাহরুখ খান আর প্রীতি জিনতা এমন প্রসঙ্গ নিয়ে আলাপ করেন ‘দিল সে’ ছবিতে। কদিন আগে মুক্তি পাওয়া ‘টু স্টেটস’ ছবিতেও আছে এমন প্রসঙ্গ। তাদের ছাড়পত্র পেতে সমস্যা হয়নি, আমার হবে কেন?

এদিকে অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডে এই সংলাপ নিয়ে যিনি আপত্তি তুলেছেন, সেই দীপক আসলে ক্ষমতাধর কেউ নন। তিনি ভারতের এই প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি মাত্র। দীপকের দাবি, তিনি একা নন আরও অনেকেই আপত্তি তুলেছেন।

তবে ছবিটির পরিচালক হোমি কি সিদ্ধান্ত নেবেন তা এখনো জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

‘কুমারি’ নিয়ে যত বিপত্তি

আপডেট টাইম : ০৮:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম: vidya_balan_2_hotহোমি আদাজানিয়া পরিচালিত ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে দীপিকা পাড়ুকোন একজন বিধবা। বিয়ের রাতে স্বামী মারা যায় তার। পরে সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে দীপিকাকে বলতে হয়, তিনি একজন কুমারি।

দীপিকার এই বক্তব্য নিয়ে অর্জুন কোনো আপত্তি তোলেননি, তবে বাধ সেধেছে ভারতের সেন্সর বোর্ড!

সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু সিনেমায় দীপিকা নিজের কুমারিত্ব সংক্রান্ত বক্তব্যটি দেওয়ায় মুক্তি দিতে আপত্তি করছে সেন্সর বোর্ড।

তবে তাদের আপত্তির বিষয়টি আবার মেনে নিতে নারাজ পরিচালক হোমি আদাজানিয়া। মুক্তির আগ মুহূর্তে তাই ভীষণ টানাপোড়েন শুরু হয়েছে দীপিকা-অর্জুন জুটির ছবি ‘ফাইন্ডিং ফ্যানি’ নিয়ে।

এই ছবিতে দীপিকা একজন বিধবা। বিয়ের রাতেই মারা যায় তার স্বামী। বিধবা দীপিকার সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে দীপিকা অর্জুনকে বলে, আমি একজন কুমারি।

সেন্সর বোর্ডের মতে, এই সংলাপগুলো ছবিতে ‘অযৌক্তিক এবং প্রয়োজনহীন’। তাই এই ছবির জন্য সার্বজনীন ছাড়পত্র পেতে সংলাপটুকু ছেটেঁ ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

কিন্তু ‘ফাইন্ডিং ফ্যানি’র নির্মাতা হোমি উদাহরণ টেনে বলেন, এর আগে শাহরুখ খান আর প্রীতি জিনতা এমন প্রসঙ্গ নিয়ে আলাপ করেন ‘দিল সে’ ছবিতে। কদিন আগে মুক্তি পাওয়া ‘টু স্টেটস’ ছবিতেও আছে এমন প্রসঙ্গ। তাদের ছাড়পত্র পেতে সমস্যা হয়নি, আমার হবে কেন?

এদিকে অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডে এই সংলাপ নিয়ে যিনি আপত্তি তুলেছেন, সেই দীপক আসলে ক্ষমতাধর কেউ নন। তিনি ভারতের এই প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি মাত্র। দীপকের দাবি, তিনি একা নন আরও অনেকেই আপত্তি তুলেছেন।

তবে ছবিটির পরিচালক হোমি কি সিদ্ধান্ত নেবেন তা এখনো জানা যায়নি।