পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

আন্তর্জাতিক প্রতারক চক্রের চার আফ্রিকার সদস্য আটক

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বলছে, প্রতারণার অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা সবাই আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। তাদের নাম- ওকেনুয়া নান্নু (ফ্রাইডে), আনায়ো ওকায়ে, ওকেসিকুয়া নাওয়াসিকু এবং ড্যান মোস্তফা।

সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সোমবার রাতে প্রথমে গুলশানে র‌্যাবের হাতে ধরা পড়েন ওকেনুয়া নান্নু ফ্রাইডে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই উত্তরা থেকে আনায়ো ওকায়ে ও ওকেসিকুয়া নাওয়াসিকুকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে প্রগতি সরণি এলাকা থেকে আটক করা হয় ড্যান মোস্তফাকে।

র‌্যাব জানায়, নান্নুর চক্রের হামেদ আহমেদ নামে এক সদস্য আফ্রিকার বারকানো ফ্যাশো থেকে প্রথমে ই-মেইলে বাংলাদেশের আক্তারুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেন। হামেদ নিজেকে আফ্রিকান উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেন। ইমেইলে আক্তারকে তিনি লেখেন, ওই ব্যাংকে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল আছে, যার মালিক মৃত এবং তার কোনো উত্তরাধিকারীও নেই।

হামেদ আক্তারুজ্জামানকে আরো জানান, তিনি ওই ব্যাংকের কর্মকর্তা হওয়ায় বিষয়টি জানেন। হামেদের দেখানো নির্দেশনা অনুযায়ী কিছু কাজ করলেই তহবিলের ৪০ শতাংশ আকতারুজ্জামান পেতে পারেন।

এরপর আকতারুজ্জামান টাকা নিতে আগ্রহ দেখালে তাকে ই-মেইলে একটি আবেদনপত্র পূরণ করতে বলা হয়। এভাবে আবেদনপত্রের নামে বেশকিছু কাগজপত্র আদান-প্রদানের পর হামেদ আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরবর্তী পর্যায়ে আইনজীবীর সম্মানি বাবদ তার কাছে ১৪ হাজার ইউরো দাবি করে বসে প্রতারক চক্র। এই টাকা দিকে আক্তারুজ্জামান অপারগতা প্রকাশ করে।

এরপর চক্রটি আক্তারুজ্জামানকে জানায়, তারা নিজেদের কাছ থেকে এ পর্যন্ত ৮ হাজার ইউরো পরিশোধ করেছে। মূল টাকা পেতে হলে আকতারুজ্জামানকে আইনজীবী বাকি টাকা পরিশোধ করতে হবে। এজন্য ৮ হাজার ইউরো মানি রিসিটের একটি কপি ই-মেইলে পাঠায় তারা।

সকল কার্যক্রম শেষ হওয়ার পর তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কথা জানায়।
কিছুদিন পর প্রতারক চক্রের সদস্যরা বলে টাকার অংক বেশি হওয়ায় তা ব্যাংকে পাঠানো সম্ভব হবে না। ওই টাকা ঢাকায় একজন কূটনীতিক ব্যাগে করে নিয়ে যাবেন।

এরপর থেকে বাংলাদেশে অবস্থানরত ওকেনুয়া নান্নু (ফ্রাইডে) আকতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি আক্তারুজ্জামানকে জানান, তিনি আজকে সকালেই বাংলাদেশে এসেছেন। আসার পর আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এয়ারপোর্টের কিছু চার্জ বাবদ ৩ হাজার ইউরো নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে সাড়ে ৫ মিলিয়ন মার্কিন ডলার ভর্তি ব্রিফকেস বুঝে নেয়ার জন্য অনুরোধ জানান।

র‌্যাব অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রথমে ফ্রাইডেকে আটক করে এবং পরে তার দুই সহযোগীকে আটক করে। এর আগে ২০১৪ সালের জুনে ওকেনুয়া নান্নুকে (ফ্রাইডে) অবৈধভাবে বাংলাদেশে বসবাস এবং প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ আটক করেছিল। এরপর এক মাস জেলে থাকার পর ছাড়া পান তিনি।

এদিকে অপর একটি প্রতারক চক্র ফেসবুকের মাধ্যমে আফ্রিকার বারকানো ফ্যাশো থেকে ব্যবসায়ী জহিরুল ইসলামকে জানায়, তাদের কাছে সাড়ে ৭ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে এবং ওই টাকা ব্যবসায়ী কাজে বাংলাদেশে বিনিয়োগ করবে। তারা জহিরুল ইসলামকে ব্যবসায়ী অংশীদার করতে চায়। ফেসবুকের মাধ্যমে এইভাবে এক মাস আলোচনা চলার তারা নিশ্চিত করে ওই টাকা একটি ব্যাগে করে ঢাকায় আসছে। এখন ব্যাগটি বিমান বন্দর কাস্টমসে আছে। ওই টাকার ব্যাগ ছাড়ানোর জন্য ২৫০০ ডলার কাস্টমসে দিতে হবে অন্যথায় কাস্টম কর্তৃপক্ষ ব্যাগটি খুলে দেখবেন।

এরপর সোমবার রাত থেকে বাংলাদেশের একটি মোবাইল নম্বর থেকে জহিরুল ইলসামের সঙ্গে ড্যান মোস্তফা যোগাযোগ শুরু করেন এবং বিকেলে ওই ডলার নেয়ার জন্য প্রগতি সরণির নর্থ অ্যান্ড কফি শপে আসেন। সেখানেই র‌্যাব তাকে আটক করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক রুম্মান মাহমুদ বলেন, ‘এসব বিদেশি নাগরিকরা সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য। প্রতারণা করার জন্য তারা বেছে নিয়েছে ইন্টারনেট। ই-মেইল পাঠিয়ে বা ফেসবুকের মাধ্যমে বাংলাদেশিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। র‌্যাবব গোপন সংবাদের ভিত্তিতে তাদের আইনের আওতায় নিয়ে এসেছে।’

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

আন্তর্জাতিক প্রতারক চক্রের চার আফ্রিকার সদস্য আটক

আপডেট টাইম : ০৬:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বলছে, প্রতারণার অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা সবাই আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। তাদের নাম- ওকেনুয়া নান্নু (ফ্রাইডে), আনায়ো ওকায়ে, ওকেসিকুয়া নাওয়াসিকু এবং ড্যান মোস্তফা।

সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সোমবার রাতে প্রথমে গুলশানে র‌্যাবের হাতে ধরা পড়েন ওকেনুয়া নান্নু ফ্রাইডে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই উত্তরা থেকে আনায়ো ওকায়ে ও ওকেসিকুয়া নাওয়াসিকুকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে প্রগতি সরণি এলাকা থেকে আটক করা হয় ড্যান মোস্তফাকে।

র‌্যাব জানায়, নান্নুর চক্রের হামেদ আহমেদ নামে এক সদস্য আফ্রিকার বারকানো ফ্যাশো থেকে প্রথমে ই-মেইলে বাংলাদেশের আক্তারুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেন। হামেদ নিজেকে আফ্রিকান উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেন। ইমেইলে আক্তারকে তিনি লেখেন, ওই ব্যাংকে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল আছে, যার মালিক মৃত এবং তার কোনো উত্তরাধিকারীও নেই।

হামেদ আক্তারুজ্জামানকে আরো জানান, তিনি ওই ব্যাংকের কর্মকর্তা হওয়ায় বিষয়টি জানেন। হামেদের দেখানো নির্দেশনা অনুযায়ী কিছু কাজ করলেই তহবিলের ৪০ শতাংশ আকতারুজ্জামান পেতে পারেন।

এরপর আকতারুজ্জামান টাকা নিতে আগ্রহ দেখালে তাকে ই-মেইলে একটি আবেদনপত্র পূরণ করতে বলা হয়। এভাবে আবেদনপত্রের নামে বেশকিছু কাগজপত্র আদান-প্রদানের পর হামেদ আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরবর্তী পর্যায়ে আইনজীবীর সম্মানি বাবদ তার কাছে ১৪ হাজার ইউরো দাবি করে বসে প্রতারক চক্র। এই টাকা দিকে আক্তারুজ্জামান অপারগতা প্রকাশ করে।

এরপর চক্রটি আক্তারুজ্জামানকে জানায়, তারা নিজেদের কাছ থেকে এ পর্যন্ত ৮ হাজার ইউরো পরিশোধ করেছে। মূল টাকা পেতে হলে আকতারুজ্জামানকে আইনজীবী বাকি টাকা পরিশোধ করতে হবে। এজন্য ৮ হাজার ইউরো মানি রিসিটের একটি কপি ই-মেইলে পাঠায় তারা।

সকল কার্যক্রম শেষ হওয়ার পর তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর কথা জানায়।
কিছুদিন পর প্রতারক চক্রের সদস্যরা বলে টাকার অংক বেশি হওয়ায় তা ব্যাংকে পাঠানো সম্ভব হবে না। ওই টাকা ঢাকায় একজন কূটনীতিক ব্যাগে করে নিয়ে যাবেন।

এরপর থেকে বাংলাদেশে অবস্থানরত ওকেনুয়া নান্নু (ফ্রাইডে) আকতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি আক্তারুজ্জামানকে জানান, তিনি আজকে সকালেই বাংলাদেশে এসেছেন। আসার পর আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এয়ারপোর্টের কিছু চার্জ বাবদ ৩ হাজার ইউরো নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে সাড়ে ৫ মিলিয়ন মার্কিন ডলার ভর্তি ব্রিফকেস বুঝে নেয়ার জন্য অনুরোধ জানান।

র‌্যাব অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রথমে ফ্রাইডেকে আটক করে এবং পরে তার দুই সহযোগীকে আটক করে। এর আগে ২০১৪ সালের জুনে ওকেনুয়া নান্নুকে (ফ্রাইডে) অবৈধভাবে বাংলাদেশে বসবাস এবং প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ আটক করেছিল। এরপর এক মাস জেলে থাকার পর ছাড়া পান তিনি।

এদিকে অপর একটি প্রতারক চক্র ফেসবুকের মাধ্যমে আফ্রিকার বারকানো ফ্যাশো থেকে ব্যবসায়ী জহিরুল ইসলামকে জানায়, তাদের কাছে সাড়ে ৭ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে এবং ওই টাকা ব্যবসায়ী কাজে বাংলাদেশে বিনিয়োগ করবে। তারা জহিরুল ইসলামকে ব্যবসায়ী অংশীদার করতে চায়। ফেসবুকের মাধ্যমে এইভাবে এক মাস আলোচনা চলার তারা নিশ্চিত করে ওই টাকা একটি ব্যাগে করে ঢাকায় আসছে। এখন ব্যাগটি বিমান বন্দর কাস্টমসে আছে। ওই টাকার ব্যাগ ছাড়ানোর জন্য ২৫০০ ডলার কাস্টমসে দিতে হবে অন্যথায় কাস্টম কর্তৃপক্ষ ব্যাগটি খুলে দেখবেন।

এরপর সোমবার রাত থেকে বাংলাদেশের একটি মোবাইল নম্বর থেকে জহিরুল ইলসামের সঙ্গে ড্যান মোস্তফা যোগাযোগ শুরু করেন এবং বিকেলে ওই ডলার নেয়ার জন্য প্রগতি সরণির নর্থ অ্যান্ড কফি শপে আসেন। সেখানেই র‌্যাব তাকে আটক করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক রুম্মান মাহমুদ বলেন, ‘এসব বিদেশি নাগরিকরা সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য। প্রতারণা করার জন্য তারা বেছে নিয়েছে ইন্টারনেট। ই-মেইল পাঠিয়ে বা ফেসবুকের মাধ্যমে বাংলাদেশিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। র‌্যাবব গোপন সংবাদের ভিত্তিতে তাদের আইনের আওতায় নিয়ে এসেছে।’