পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

জাবিতে ৫ শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।

শনিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার গুরুতর আহত দর্শণ বিভাগের ৪৩ ব্যাচের ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও দর্শনের ফিরোজ, বিপ্লব (বাংলা) , অনিক (ইতিহাসে), জামি (নৃবিজ্ঞান) ও বাধন মেডিকেল সেন্টার থেকে ঔষধ নিয়ে ফজিলাতুন্নেসা হলের পাশ দিয়ে নিজেদের মধ্যে অশ্লীল ভাষায় কথোপোকথন করে হলের দিকে যাচ্ছিলেন। একই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ফজিলাতুন্নেসা হলের পার্শ¦বর্তী ও আলবেরুনি বর্ধিত ভবনের সামনে রাস্তা দিয়ে রিকশায় তার বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার বান্ধবীকে উদ্দেশ্যে করে কূটক্তি করার অভিযোগে রাজিবের নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। এদের মধ্যে ফিরোজকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এদিকে এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে শিক্ষার্থীরা।

আহতরা সাংবাদিকদের জানান, ‘আমরা নিজেদের মধ্যে বন্ধুরা কথা বলছিলাম। কাউকে উদ্দেশ্য করে কোন কূটক্তি করিনি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘আমি আমার কাজিনকে নিয়ে যাওয়ার সময় তারা কূটক্তি করে। তাই তাদেরকে মারধর করা হয়েছে।’

এ বিষয়ে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

জাবিতে ৫ শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।

শনিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার গুরুতর আহত দর্শণ বিভাগের ৪৩ ব্যাচের ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও দর্শনের ফিরোজ, বিপ্লব (বাংলা) , অনিক (ইতিহাসে), জামি (নৃবিজ্ঞান) ও বাধন মেডিকেল সেন্টার থেকে ঔষধ নিয়ে ফজিলাতুন্নেসা হলের পাশ দিয়ে নিজেদের মধ্যে অশ্লীল ভাষায় কথোপোকথন করে হলের দিকে যাচ্ছিলেন। একই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ফজিলাতুন্নেসা হলের পার্শ¦বর্তী ও আলবেরুনি বর্ধিত ভবনের সামনে রাস্তা দিয়ে রিকশায় তার বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার বান্ধবীকে উদ্দেশ্যে করে কূটক্তি করার অভিযোগে রাজিবের নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। এদের মধ্যে ফিরোজকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এদিকে এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে শিক্ষার্থীরা।

আহতরা সাংবাদিকদের জানান, ‘আমরা নিজেদের মধ্যে বন্ধুরা কথা বলছিলাম। কাউকে উদ্দেশ্য করে কোন কূটক্তি করিনি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘আমি আমার কাজিনকে নিয়ে যাওয়ার সময় তারা কূটক্তি করে। তাই তাদেরকে মারধর করা হয়েছে।’

এ বিষয়ে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।