অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

৫ বাংলাদেশিসহ মানবপাচারকারী চক্রের ১৪ সদস্য গ্রেফতার

ডেস্ক: মানবপাচারের অভিযোগে পাচারকারী চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। গ্রেফতার হওয়া ১৪ জনের মধ্যে ৫ বাংলাদেশিও রয়েছে। এর মধ্যে রয়েছে ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি ও তার স্ত্রী চিউ চিউ (২৫)।

পুলিশ তথ্য তালাশ করে জানিয়েছে, ব্যাংকে এ দ¤পতির জমা রয়েছে ২৮৩৭৮৫ মার্কিন ডলার। রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার। দীর্ঘদিন ধরে এ চক্রটি বাংলাদেশ থেকে অবৈধ পথে শ্রমিক পাচার করে। চিউ ও তার বাংলাদেশি স্বামী এ পাচারকারী চক্রের মূল হোতা বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। তবে ওই বাংলাদেশীর নাম প্রকাশ করা হয় নি।

আজ এ খবর দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং পোস্ট।

পুলিশ সুপার চ্যান টিন-চু জানিয়েছেন, গত ৯ মাসে ২ শতাধিক বাংলাদেশিকে অবৈধপথে হংকং-এ পাচার করেছে এ চক্র। বিনিময়ে প্রতিজনের কাছ থেকে ৫ হাজার থেকে ৫০ হাজার হংকং ডলার নিয়েছে তারা। প্রথমে বাংলাদেশিদের বিমান পথে চীন নিয়ে যায় তারা। এরপর সেখানে থেকে নৌপথে হংকং নিয়ে যাওয়া হয়।

চ্যান বলেন, এ চক্র প্রথমে অবৈধ অভিবাসীদের চীনের ভ্রমন-ভিসা পেতে সাহায্য করে। এরপর সেখান থেকে কুনমিং ও গুয়াংঝো নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে হোটেলে রাখে পাচারচক্র। এরপর সেখান থেকেই ¯িপডবোটে করে হংকং-এ নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ধরা পড়লে হংকং-এ আশ্রয় প্রার্থনা করে অভিবাসীরা। তাদেরকে সাময়িকভাবে শহরে থাকতে অনুমতি দেয়া হয়। কিন্তু কাজের অনুমতি থাকে না। এ সময় ওই পাচারকারী চক্র তাদের জন্য বিভিন্ন গৃহস্থালির কাজ জোগাড় করে দেয়।

গত বছরের জুলাইয়ের পর থেকে পুলিশ প্রায় ২২০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। এদের সবাই পুরুষ। পুলিশের বিশ্বাস, তাদেরকে ওই পাচারচক্রই হংকং-এ নিয়ে গিয়েছে। অভিবাসন বিভাগের দেয়া তথ্য মোতাবেক, ২০১৩ সালে হংকং-এ অবৈধ বাংলাদেশি অভিবাসী ছিল ২৭৪ জন। পরের বছর সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪-এ। এ বছরের প্রথম চার মাসে ৯৫ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে। কয়েকমাস ধরে তদন্তের পর পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা ১২ পুরুষ ও ২ নারীর ওই পাচারকারী চক্রকে আটক করতে সক্ষম হয়। গতবার বেশ কয়েকটি অভিযানে তাদের আটক করা হয়।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

৫ বাংলাদেশিসহ মানবপাচারকারী চক্রের ১৪ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫

ডেস্ক: মানবপাচারের অভিযোগে পাচারকারী চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। গ্রেফতার হওয়া ১৪ জনের মধ্যে ৫ বাংলাদেশিও রয়েছে। এর মধ্যে রয়েছে ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি ও তার স্ত্রী চিউ চিউ (২৫)।

পুলিশ তথ্য তালাশ করে জানিয়েছে, ব্যাংকে এ দ¤পতির জমা রয়েছে ২৮৩৭৮৫ মার্কিন ডলার। রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার। দীর্ঘদিন ধরে এ চক্রটি বাংলাদেশ থেকে অবৈধ পথে শ্রমিক পাচার করে। চিউ ও তার বাংলাদেশি স্বামী এ পাচারকারী চক্রের মূল হোতা বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। তবে ওই বাংলাদেশীর নাম প্রকাশ করা হয় নি।

আজ এ খবর দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং পোস্ট।

পুলিশ সুপার চ্যান টিন-চু জানিয়েছেন, গত ৯ মাসে ২ শতাধিক বাংলাদেশিকে অবৈধপথে হংকং-এ পাচার করেছে এ চক্র। বিনিময়ে প্রতিজনের কাছ থেকে ৫ হাজার থেকে ৫০ হাজার হংকং ডলার নিয়েছে তারা। প্রথমে বাংলাদেশিদের বিমান পথে চীন নিয়ে যায় তারা। এরপর সেখানে থেকে নৌপথে হংকং নিয়ে যাওয়া হয়।

চ্যান বলেন, এ চক্র প্রথমে অবৈধ অভিবাসীদের চীনের ভ্রমন-ভিসা পেতে সাহায্য করে। এরপর সেখান থেকে কুনমিং ও গুয়াংঝো নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে হোটেলে রাখে পাচারচক্র। এরপর সেখান থেকেই ¯িপডবোটে করে হংকং-এ নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ধরা পড়লে হংকং-এ আশ্রয় প্রার্থনা করে অভিবাসীরা। তাদেরকে সাময়িকভাবে শহরে থাকতে অনুমতি দেয়া হয়। কিন্তু কাজের অনুমতি থাকে না। এ সময় ওই পাচারকারী চক্র তাদের জন্য বিভিন্ন গৃহস্থালির কাজ জোগাড় করে দেয়।

গত বছরের জুলাইয়ের পর থেকে পুলিশ প্রায় ২২০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। এদের সবাই পুরুষ। পুলিশের বিশ্বাস, তাদেরকে ওই পাচারচক্রই হংকং-এ নিয়ে গিয়েছে। অভিবাসন বিভাগের দেয়া তথ্য মোতাবেক, ২০১৩ সালে হংকং-এ অবৈধ বাংলাদেশি অভিবাসী ছিল ২৭৪ জন। পরের বছর সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪-এ। এ বছরের প্রথম চার মাসে ৯৫ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে। কয়েকমাস ধরে তদন্তের পর পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা ১২ পুরুষ ও ২ নারীর ওই পাচারকারী চক্রকে আটক করতে সক্ষম হয়। গতবার বেশ কয়েকটি অভিযানে তাদের আটক করা হয়।