পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ছাত্রলীগের দখল, প্রশাসনের সিলগালা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয়টি গতকাল বুধবার দখল করে নেয় ছাত্রলীগ। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা নিজেদের ওই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই কার্যালয় সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রক্টরের দপ্তর ও চলচ্চিত্র সংসদ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নূর মোস্তফার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয় দখল করে নেয়। এ সময় কার্যালয়ে থাকা চলচ্চিত্র সংসদের কর্মীদের জোর করে বের করে দেয় তারা। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থিয়েটার ও চলচ্চিত্র সংসদ করা হয়। ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ও নূর মোস্তফা নিজেদের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ‘চলচ্চিত্র সংসদ একটি প্রগতিশীল সংগঠন। এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্পৃক্ত হবে, এটাই স্বাভাবিক ঘটনা। এ ছাড়া চলচ্চিত্র সংসদের কর্মীরা ক্যাম্পাসে নিয়মিত না আসায় এই কমিটি করা হয়েছে বলে আমি জানি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী নাসির উদ্দীন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তা সিলগালা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখব।’

চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দেবা শীষ বিশ্বাস বলেন, ছাত্রলীগ পরিচয়দানকারীরা আলমারির তালা ভেঙে চলচ্চিত্র সংসদের ফরম বিক্রির টাকা, একটি ক্যামেরাসহ সব গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তাই উপাচার্যকে লিখিত অভিযোগ দিয়েছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ছাত্রলীগের দখল, প্রশাসনের সিলগালা

আপডেট টাইম : ০২:৫৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয়টি গতকাল বুধবার দখল করে নেয় ছাত্রলীগ। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা নিজেদের ওই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই কার্যালয় সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রক্টরের দপ্তর ও চলচ্চিত্র সংসদ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নূর মোস্তফার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয় দখল করে নেয়। এ সময় কার্যালয়ে থাকা চলচ্চিত্র সংসদের কর্মীদের জোর করে বের করে দেয় তারা। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থিয়েটার ও চলচ্চিত্র সংসদ করা হয়। ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ও নূর মোস্তফা নিজেদের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ‘চলচ্চিত্র সংসদ একটি প্রগতিশীল সংগঠন। এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্পৃক্ত হবে, এটাই স্বাভাবিক ঘটনা। এ ছাড়া চলচ্চিত্র সংসদের কর্মীরা ক্যাম্পাসে নিয়মিত না আসায় এই কমিটি করা হয়েছে বলে আমি জানি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী নাসির উদ্দীন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তা সিলগালা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখব।’

চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দেবা শীষ বিশ্বাস বলেন, ছাত্রলীগ পরিচয়দানকারীরা আলমারির তালা ভেঙে চলচ্চিত্র সংসদের ফরম বিক্রির টাকা, একটি ক্যামেরাসহ সব গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তাই উপাচার্যকে লিখিত অভিযোগ দিয়েছি।