অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার কবির বাজারে এ হত্যার ঘটনা ঘটে।

জহির উদ্দিন (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতহাজেরা গ্রামের মুন্সি ব্যাপারী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও একজন কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে।

সূত্রমতে, রাতে কবির বাজারের আবুল কালাম ডেকারেটরে বসে কথা বলছিলেন জহির। এসময় ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে জহির গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে জহিরের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জহিরের পরিবারের লোকজন জানান, দুই মাস আগ পর্যন্ত কবির বাজারে জহিরের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ওই সময় স্থানীয় কিছু সন্ত্রাসী দোকানে এসে মাদক নিতে চাইলে জহির তাদের বাধা দিত। এনিয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময় বাকবিতণ্ডা হয়। এর জের ধরে হামলা হতে পারে।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক ভাবে নিহতের শরীরের বিভিন্ন অংশে কোপানোর জখম ও গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার কবির বাজারে এ হত্যার ঘটনা ঘটে।

জহির উদ্দিন (২৮) উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতহাজেরা গ্রামের মুন্সি ব্যাপারী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও একজন কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে।

সূত্রমতে, রাতে কবির বাজারের আবুল কালাম ডেকারেটরে বসে কথা বলছিলেন জহির। এসময় ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে জহির গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে জহিরের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জহিরের পরিবারের লোকজন জানান, দুই মাস আগ পর্যন্ত কবির বাজারে জহিরের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ওই সময় স্থানীয় কিছু সন্ত্রাসী দোকানে এসে মাদক নিতে চাইলে জহির তাদের বাধা দিত। এনিয়ে তাদের সঙ্গে বিভিন্ন সময় বাকবিতণ্ডা হয়। এর জের ধরে হামলা হতে পারে।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক ভাবে নিহতের শরীরের বিভিন্ন অংশে কোপানোর জখম ও গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।