অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

অতিরিক্ত ডায়েট করতে গিয়ে মৃত্যুর দুয়ারে অভিনেত্রী রাচায়েল

মুটিয়ে যাওয়া থেকে রেহাই পেতে ও সুন্দর ফিগার ধরে রাখতে ডায়েট করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অভিনেত্রী রাচায়েল। এখন ওজন মাত্র ১৮ কেজি। বাঁচার আশায় সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার জন্য চেয়েছেন অর্থ সাহায্য। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রাচায়েল ফারকের শেষ আর্তি, ‘আমার নাম রাচায়েল। আমি আপনার সাহায্য চাই। আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন।’ জানা যায় শরীরে যাতে একটুও মেদ না থাকে, তাই শুরু করেছিলেন ডায়েট। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। না খাওয়াই শেষ পর্যন্ত কাল হয় রাচায়েলের জীবনে। এক দশকেরও বেশি সময় অতিবাহিত। দিনের পর দিন না খেয়ে, এখন আর কিছুই খেতে পারেন না প্রাক্তন এই অভিনেত্রী। ফলে এখন তিনি অ্যানোরেক্সিয়া রোগে আক্রান্ত। শরীরের ওজন এতটাই কম যে, দেশের কোনও হাসাপাতাল তাকে ভর্তি নিতে চাইছে না। চিকিৎসা নেওয়ার মতো শক্তি নেই শরীরে তার। rac চিকিৎসকরা জানিয়েছেন, না খেয়ে রাচায়েলের কিডনি, লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। হার্টের অবস্থাও শোচনীয়। যে কোনো সময় স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। চিকিৎসার বিপুল খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় আবেদনের পাশাপাশি GoFundMe নামে একটি পেজও ছবি তৈরি করেছেন রাচায়েল ও তাঁর স্বামী। সেই পেজেই বিশ্ববাসীর কাছে তাঁদের আর্জি, কিছু অর্থ সাহায্য করে অন্তত জীবনটা বাঁচাতে। চিকিৎসার পরিভাষায় এই রোগের পুরোনাম অ্যানোরেক্সিয়া নাভোর্সা। ইটিং ডিজঅর্ডার নামে পরিচিত। শুধু রাচায়েলই নয় বিশ্বে অনেক মডেল ও অভিনেত্রীর এই মরণরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখনও অনেকেই কোনোক্রমে বেঁচে রয়েছেন।চিকিৎসকরা জানাচ্ছেন, অতিমাত্রায় ডায়েট থেকেই অ্যানোরিক্সয়া হয়। ডায়েট করতে করতে একসময় মানসিকভাবেই এমন এক পর্যায়ে আসে,তখন আর কিছুই খেতে ইচ্ছে করে না। খিদেও পায় না। খাদ্যনালী শুকিয়ে যায়। খাবার পড়লেই বমি হয়ে যায়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইটিং ডিসঅর্ডার বিশেষজ্ঞ টিম ওয়ালসের কথায়, ‘ফারকের অবস্থা আশঙ্কাজনক। কিছু চিকিৎসা রয়েছে প্রতিরোধের তবে রাচায়েলের ক্ষেত্রে এটা কতটা কার্যকর হবে তা বোঝা যাচ্ছে না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

অতিরিক্ত ডায়েট করতে গিয়ে মৃত্যুর দুয়ারে অভিনেত্রী রাচায়েল

আপডেট টাইম : ০১:৪১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫

মুটিয়ে যাওয়া থেকে রেহাই পেতে ও সুন্দর ফিগার ধরে রাখতে ডায়েট করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অভিনেত্রী রাচায়েল। এখন ওজন মাত্র ১৮ কেজি। বাঁচার আশায় সোশ্যাল মিডিয়ায় চিকিৎসার জন্য চেয়েছেন অর্থ সাহায্য। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রাচায়েল ফারকের শেষ আর্তি, ‘আমার নাম রাচায়েল। আমি আপনার সাহায্য চাই। আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন।’ জানা যায় শরীরে যাতে একটুও মেদ না থাকে, তাই শুরু করেছিলেন ডায়েট। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। না খাওয়াই শেষ পর্যন্ত কাল হয় রাচায়েলের জীবনে। এক দশকেরও বেশি সময় অতিবাহিত। দিনের পর দিন না খেয়ে, এখন আর কিছুই খেতে পারেন না প্রাক্তন এই অভিনেত্রী। ফলে এখন তিনি অ্যানোরেক্সিয়া রোগে আক্রান্ত। শরীরের ওজন এতটাই কম যে, দেশের কোনও হাসাপাতাল তাকে ভর্তি নিতে চাইছে না। চিকিৎসা নেওয়ার মতো শক্তি নেই শরীরে তার। rac চিকিৎসকরা জানিয়েছেন, না খেয়ে রাচায়েলের কিডনি, লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। হার্টের অবস্থাও শোচনীয়। যে কোনো সময় স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। চিকিৎসার বিপুল খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় আবেদনের পাশাপাশি GoFundMe নামে একটি পেজও ছবি তৈরি করেছেন রাচায়েল ও তাঁর স্বামী। সেই পেজেই বিশ্ববাসীর কাছে তাঁদের আর্জি, কিছু অর্থ সাহায্য করে অন্তত জীবনটা বাঁচাতে। চিকিৎসার পরিভাষায় এই রোগের পুরোনাম অ্যানোরেক্সিয়া নাভোর্সা। ইটিং ডিজঅর্ডার নামে পরিচিত। শুধু রাচায়েলই নয় বিশ্বে অনেক মডেল ও অভিনেত্রীর এই মরণরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখনও অনেকেই কোনোক্রমে বেঁচে রয়েছেন।চিকিৎসকরা জানাচ্ছেন, অতিমাত্রায় ডায়েট থেকেই অ্যানোরিক্সয়া হয়। ডায়েট করতে করতে একসময় মানসিকভাবেই এমন এক পর্যায়ে আসে,তখন আর কিছুই খেতে ইচ্ছে করে না। খিদেও পায় না। খাদ্যনালী শুকিয়ে যায়। খাবার পড়লেই বমি হয়ে যায়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইটিং ডিসঅর্ডার বিশেষজ্ঞ টিম ওয়ালসের কথায়, ‘ফারকের অবস্থা আশঙ্কাজনক। কিছু চিকিৎসা রয়েছে প্রতিরোধের তবে রাচায়েলের ক্ষেত্রে এটা কতটা কার্যকর হবে তা বোঝা যাচ্ছে না।’