পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

বসুন্ধরা সিটিতে চোরাই মোবাইল বিক্রির দায়ে আটক ২

ঢাকা : রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের নিউ এশিয়ান টেলিকমে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেট বিক্রির অভিযোগে ৭১টি চোরাই মোবাইল সেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেলে এই অভিযান চালায় র‌্যাব। আটকরা হলেন- এম আর বশির (৪৪) ও মো. জামাল হোসেন (৩০)। র‌্যাব-২ এর সিও লেফট্যানেন্ট কর্ণেল এসএম মাসুদ রানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেজগাঁওয়ের পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের ১ম লেভেলের ব্লক-বি ১১ নম্বর দোকান নিউ এশিয়ান টেলিকমে অভিযান চালানো হয়। এ সময় আটকরা উদ্ধার করা মোবাইলগুলোর আইন সম্মত নথিপত্র দেখাতে সক্ষম হয়নি। ওই দোকানের মালিক সাইফুল ইসলাম সোহেল (৩৪) দোকানে না থাকায় তাকে আটক করা যায়নি। তাকে মোবাইলে কল করে আসতে বললেও সে আসেনি। আটক বশির সাইফুলের বড় ভাই ও জামাল ওই দোকানের কর্মচারি।

তিনি আরও বলেন, ২ ফেব্রুয়ারি মাহবুবুল হাসান নামে এক ব্যবসায়ী তার আইফোন-সিক্সপ্লাস ছিনতাইয়ের অভিযোগ র‌্যাবে দেন। র‌্যাব আইএমইআই নম্বর ট্রেস করে ও তদন্তের ভিত্তিতে জানতে পারে যে উইলিয়াম এইচ. ডেরেনজার নামে এক বিদেশী নাগরিকের কাছে ওই আইফোন-সিক্সপ্লাস মোবাইল সেটটি আছে। উইলিয়ামের কাছ থেকে জানা যায় সে নিউ এশিয়ান টেলিকম থেকে ৬৬ হাজার টাকা দিয়ে সেটটি কিনেছে। বিদেশী নাগরিকের কাছে মোবাইল সেটটি বিক্রির কথা নিউ এশিয়ান টেলিকমের কর্মচারিরাও স্বীকার করে।

মাসুদ রানা বলেন, বেশি লাভের আশায় নিউ এশিয়ান টেলিকমের মালিক চোরাই বা ছিনতাইয়ের মোবাইলের সেট অল্প দামে কিনত। সেটগুলোর প্যাকেটও হুবহু নকল করা হত। আইএমইআই নম্বরের নকল স্টিকার বানিয়ে তা প্যাকেটের গায়ে খচিত করে নতুন মোবাইল হিসেবে সাধারন ক্রেতাদের কাছে বিক্রি করত। মোবাইল সেটগুলো শো-রুমের থেকে কমদামের এবং আসল সেট হওয়ায় ক্রেতারা প্রলুব্ধ হয়ে কিনে ফেলত।

নাম প্রকাশে অনিচ্ছুক নিউ এশিয়ান টেলিকমের অন্য এক কর্মচারি জানান বলেন, দোকানের মালিক সাইফুলের বন্ধু টুটুলের কাছথেকে আইফোন-সিক্সপ্লাস মোবাইল সেটটি রাখা হয়। দুই সপ্তাহ আগে টুটুল এসে জানান যে আইফোন-সিক্সপ্লাস মোবাইল সেটটি চালাতে তার খুব সমস্যা হচ্ছে। এর অ্যাপস্ তার বুঝতে অসুবিধা হয়। তাই তিনি ওই সেটটি দিয়ে স্যামসং এর একটি সেট নিয়ে যান।

ঘটনা প্রসঙ্গে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডিন (স্কুল অব বিজনেস) উইলিয়াম এইচ. ডেরেনজার বলেন, আমি ১৭ মে নিউ এশিয়ান টেলিকম থেকে একটি মোবাইল সেট নিই। সেটটি আমার খুব পছন্দ হয়। মোবাইল সেটটি খুব ভাল চলছিল। রোববার আমার কাছে র‌্যাবের একটি কল আসে। তারা আমার কাছে জানতে চায় আমি কি কোন চোরাই সেট কিনেছি কি না। আমি তখন মোবাইল কেনার বৈধ কাগজপত্র তাদের দেখাই এবং নিউ এশিয়ান টেলিকম থেকে মোবাইল সেটটি কিনেছি সেটা জানাই।

নিউ এশিয়ান টেলিকমে চোরাই মোবাইল সেটগুলো একেবারে হুবহু আসল বক্সে করে বিক্রি করা হত। মোবাইল সেটের বক্সগুলো আসল বক্সের মত নকল করা, যা দেখে সাধারণ ক্রেতারা একদমই বুঝতে পারবে না। যারা বক্সে দেওয়া বার কোড সম্পর্কে জানে তারাই বুঝতে পারবে এটা আসল না নকল। মোবাইল সেটের একটি অ্যাপস্ এর মাধ্যমে আসল বক্সের বার কোড দেখা যায়। তবে নকল বক্সের বার কোড দেখা যায় না।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

বসুন্ধরা সিটিতে চোরাই মোবাইল বিক্রির দায়ে আটক ২

আপডেট টাইম : ০৬:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০১৫

ঢাকা : রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের নিউ এশিয়ান টেলিকমে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেট বিক্রির অভিযোগে ৭১টি চোরাই মোবাইল সেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেলে এই অভিযান চালায় র‌্যাব। আটকরা হলেন- এম আর বশির (৪৪) ও মো. জামাল হোসেন (৩০)। র‌্যাব-২ এর সিও লেফট্যানেন্ট কর্ণেল এসএম মাসুদ রানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেজগাঁওয়ের পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের ১ম লেভেলের ব্লক-বি ১১ নম্বর দোকান নিউ এশিয়ান টেলিকমে অভিযান চালানো হয়। এ সময় আটকরা উদ্ধার করা মোবাইলগুলোর আইন সম্মত নথিপত্র দেখাতে সক্ষম হয়নি। ওই দোকানের মালিক সাইফুল ইসলাম সোহেল (৩৪) দোকানে না থাকায় তাকে আটক করা যায়নি। তাকে মোবাইলে কল করে আসতে বললেও সে আসেনি। আটক বশির সাইফুলের বড় ভাই ও জামাল ওই দোকানের কর্মচারি।

তিনি আরও বলেন, ২ ফেব্রুয়ারি মাহবুবুল হাসান নামে এক ব্যবসায়ী তার আইফোন-সিক্সপ্লাস ছিনতাইয়ের অভিযোগ র‌্যাবে দেন। র‌্যাব আইএমইআই নম্বর ট্রেস করে ও তদন্তের ভিত্তিতে জানতে পারে যে উইলিয়াম এইচ. ডেরেনজার নামে এক বিদেশী নাগরিকের কাছে ওই আইফোন-সিক্সপ্লাস মোবাইল সেটটি আছে। উইলিয়ামের কাছ থেকে জানা যায় সে নিউ এশিয়ান টেলিকম থেকে ৬৬ হাজার টাকা দিয়ে সেটটি কিনেছে। বিদেশী নাগরিকের কাছে মোবাইল সেটটি বিক্রির কথা নিউ এশিয়ান টেলিকমের কর্মচারিরাও স্বীকার করে।

মাসুদ রানা বলেন, বেশি লাভের আশায় নিউ এশিয়ান টেলিকমের মালিক চোরাই বা ছিনতাইয়ের মোবাইলের সেট অল্প দামে কিনত। সেটগুলোর প্যাকেটও হুবহু নকল করা হত। আইএমইআই নম্বরের নকল স্টিকার বানিয়ে তা প্যাকেটের গায়ে খচিত করে নতুন মোবাইল হিসেবে সাধারন ক্রেতাদের কাছে বিক্রি করত। মোবাইল সেটগুলো শো-রুমের থেকে কমদামের এবং আসল সেট হওয়ায় ক্রেতারা প্রলুব্ধ হয়ে কিনে ফেলত।

নাম প্রকাশে অনিচ্ছুক নিউ এশিয়ান টেলিকমের অন্য এক কর্মচারি জানান বলেন, দোকানের মালিক সাইফুলের বন্ধু টুটুলের কাছথেকে আইফোন-সিক্সপ্লাস মোবাইল সেটটি রাখা হয়। দুই সপ্তাহ আগে টুটুল এসে জানান যে আইফোন-সিক্সপ্লাস মোবাইল সেটটি চালাতে তার খুব সমস্যা হচ্ছে। এর অ্যাপস্ তার বুঝতে অসুবিধা হয়। তাই তিনি ওই সেটটি দিয়ে স্যামসং এর একটি সেট নিয়ে যান।

ঘটনা প্রসঙ্গে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডিন (স্কুল অব বিজনেস) উইলিয়াম এইচ. ডেরেনজার বলেন, আমি ১৭ মে নিউ এশিয়ান টেলিকম থেকে একটি মোবাইল সেট নিই। সেটটি আমার খুব পছন্দ হয়। মোবাইল সেটটি খুব ভাল চলছিল। রোববার আমার কাছে র‌্যাবের একটি কল আসে। তারা আমার কাছে জানতে চায় আমি কি কোন চোরাই সেট কিনেছি কি না। আমি তখন মোবাইল কেনার বৈধ কাগজপত্র তাদের দেখাই এবং নিউ এশিয়ান টেলিকম থেকে মোবাইল সেটটি কিনেছি সেটা জানাই।

নিউ এশিয়ান টেলিকমে চোরাই মোবাইল সেটগুলো একেবারে হুবহু আসল বক্সে করে বিক্রি করা হত। মোবাইল সেটের বক্সগুলো আসল বক্সের মত নকল করা, যা দেখে সাধারণ ক্রেতারা একদমই বুঝতে পারবে না। যারা বক্সে দেওয়া বার কোড সম্পর্কে জানে তারাই বুঝতে পারবে এটা আসল না নকল। মোবাইল সেটের একটি অ্যাপস্ এর মাধ্যমে আসল বক্সের বার কোড দেখা যায়। তবে নকল বক্সের বার কোড দেখা যায় না।