পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

রাজশাহীতে ইট ভাটার ধোঁয়ায় আমে পচন

রাজশাহী: ঝড়-শিলাবৃষ্টির পরও এবার রাজশাহীর আম বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে। এখন আগাম জাতের আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে আমে পচন দেখা দেয়ায় এ অঞ্চলের আম চাষি, বাগান মালিক ও ব্যবসায়িরা ক্ষতির শঙ্কায় পড়েছেন।

আম ব্যবসায় সংশ্লিষ্টরা জানান, জেলার ইটভাটা অধ্যুষিত এলাকাগুলোর আম বাগানগুলোতে দেখা দিয়েছে আমের পচন রোগ। জেলার পুঠিয়া, পবা এবং বাগমারার বিভিন্ন আম বাগান এই রোগ বেশী দেখা দিয়েছে। আর নামি-দামি কোম্পানীগুলোর প্রতিষেধকেও আমের পচন ঠেকানো যাচ্ছে না। আর আমের উপরের অংশ স্বাভাবিক থাকলেও নিচের কিছু অংশ কুচকে যাচ্ছে। পরে কালো রং ধারন করছে। এর কয়েক দিনের মধ্যেই নিচের অংশ থেকে আস্তে আস্তে পচন শুরু হচ্ছে। এরপর ফেটে গিয়ে ৭/৮ দিনের মধ্যে পুরো আম পচে গাছ থেকে ঝরে পড়ছে।

পুঠিয়ার বানেশ্বর এলাকার আম বাগান মালিক রেজাউল করিম ও শফিকুল ইসলাম জানান, তাদের প্রায় ৭ একর জমিতে আম বাগান রয়েছে। গত প্রায় ৫ বছর ধরে আম বাগানগুলো পচন রোগে আক্রান্ত হচ্ছে। আমের কুড়ি থেকে শুরু হয় এই রোগ। বাগানের একটি আম গাছে আক্রমন শুরু হলেই রাতারাতি বাগানের সকল আম গুলোতে পচন রোগ ছড়িয়ে পড়ছে।

ব্যবসায়ীর অভিযোগ করে বলছেন, কৃষি অফিসের নির্দেশনা মোতাবেক সঠিক পরিচর্যা এবং দেশী-বিদেশী বিভিন্ন প্রকার ঔষধ ৫/৬ দফা ব্যবহার করেও এর কোনো প্রকার সুফল মিলছে না। গত ৫ বছরে তাদের বাগানে প্রায় ১৫ লক্ষাধিক টাকার আম নষ্ট হয়ে গেছে। নিয়ম বর্হিভূতভাবে গড়ে ওঠা ইট ভাটার কালো ধোঁয়ায় আমে এ রোগের আক্রমণ হয়েছে।

পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মাসুদ রানা শীর্ষ নিউজকে জানান, ধারনা করা হচ্ছে এটি অ্যানথ্রাক্স ন্যুজ রোগ। সাধারণত ছত্রাকজনিত কারনে এ রোগটি হয়ে থাকে। ফলের ক্ষেত্রে এটি উপরের অংশে কালো দাগ পড়ে। দাগগুলো রেগুলার মনে হয়। প্রাথমিক অবস্থায় দাগগুলো কিছুটা ডোবা মনে হয় এবং দাগের মধ্যে এ ছত্রাকের ফ্রটিং থাকে। পরবর্তিতে দাগগুলো একত্রিত হয়ে অনেকটা বড় দাগের সৃষ্টি হয়। পরে ফলের আক্রান্ত অংশটি শক্ত হয়ে যায় এবং পচে যায়। ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে এ রোগটি দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী বলেন, ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইইড, কার্বন ডাই-অক্সাইডসহ ১৬টি ক্ষতিকর উপাদান রয়েছে। এতে আমসহ সব ধরনের ফল উৎপাদনে প্রভাব পড়তে পারে। ভাটার চিমনি অনুমোদিত উচ্চতায় থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।

প্রতি বছরই ইটভাটার কারণে ফলের ক্ষয়ক্ষতির অভিযোগ তারা পান, এবারো পেয়েছেন। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পরিবেশ অধিদফতরকে জানানো হয়েছে বলে জানান তিনি। তবে দেরিতে পাকা ফজলি ও আশ্বিনা আম বাগানগুলোতে প্রতি ১০ লিটার পানিতে ২০ থেকে ২৫ গ্রাম বোরন মিশিয়ে ¯েপ্র করলে পচন কিছুটা হলেও রোধ করা সম্ভব।

এদিকে, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম বলেন, যেসব ইটভাটার পাশে ফসলি জমি, বন ও ফলদ বাগান আছে, সেগুলোর মালিকদের আধুনিক পন্থায় ইট তৈরি করতে বলা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান বলেও জানান তিনি। এ ঘটনায় বাগমারা থেকে একটি অভিযোগ তারা পেয়েছেন। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিস জানায়, এ বছর রাজশাহীর ১৬ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমগাছ রয়েছে। আগামী দিনগুলোয় কোনো প্রকৃতিক দুর্যোগ না হলে এখান থেকে প্রায় আড়াই লাখ মেট্রিকটন আম উৎপাদন হবে। বাজারে এরই মধ্যে আম উঠতে শুরু করেছে।

বর্তমানে আসছে গোপালভোগ ও রানীপছন্দ জাতের আম। প্রায় সপ্তাখানেকের মধ্যেই আসবে লখনা, ক্ষিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ, দুধসর, মোহনভোগসহ বিভিন্ন জাতের আম। এর পরপরই আসবে মৌসুমের আকর্ষণীয় ফল ফজলি। সব শেষে বাজারে আসবে আশ্বিনা আম।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

রাজশাহীতে ইট ভাটার ধোঁয়ায় আমে পচন

আপডেট টাইম : ০৫:১১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫

রাজশাহী: ঝড়-শিলাবৃষ্টির পরও এবার রাজশাহীর আম বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে। এখন আগাম জাতের আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে আমে পচন দেখা দেয়ায় এ অঞ্চলের আম চাষি, বাগান মালিক ও ব্যবসায়িরা ক্ষতির শঙ্কায় পড়েছেন।

আম ব্যবসায় সংশ্লিষ্টরা জানান, জেলার ইটভাটা অধ্যুষিত এলাকাগুলোর আম বাগানগুলোতে দেখা দিয়েছে আমের পচন রোগ। জেলার পুঠিয়া, পবা এবং বাগমারার বিভিন্ন আম বাগান এই রোগ বেশী দেখা দিয়েছে। আর নামি-দামি কোম্পানীগুলোর প্রতিষেধকেও আমের পচন ঠেকানো যাচ্ছে না। আর আমের উপরের অংশ স্বাভাবিক থাকলেও নিচের কিছু অংশ কুচকে যাচ্ছে। পরে কালো রং ধারন করছে। এর কয়েক দিনের মধ্যেই নিচের অংশ থেকে আস্তে আস্তে পচন শুরু হচ্ছে। এরপর ফেটে গিয়ে ৭/৮ দিনের মধ্যে পুরো আম পচে গাছ থেকে ঝরে পড়ছে।

পুঠিয়ার বানেশ্বর এলাকার আম বাগান মালিক রেজাউল করিম ও শফিকুল ইসলাম জানান, তাদের প্রায় ৭ একর জমিতে আম বাগান রয়েছে। গত প্রায় ৫ বছর ধরে আম বাগানগুলো পচন রোগে আক্রান্ত হচ্ছে। আমের কুড়ি থেকে শুরু হয় এই রোগ। বাগানের একটি আম গাছে আক্রমন শুরু হলেই রাতারাতি বাগানের সকল আম গুলোতে পচন রোগ ছড়িয়ে পড়ছে।

ব্যবসায়ীর অভিযোগ করে বলছেন, কৃষি অফিসের নির্দেশনা মোতাবেক সঠিক পরিচর্যা এবং দেশী-বিদেশী বিভিন্ন প্রকার ঔষধ ৫/৬ দফা ব্যবহার করেও এর কোনো প্রকার সুফল মিলছে না। গত ৫ বছরে তাদের বাগানে প্রায় ১৫ লক্ষাধিক টাকার আম নষ্ট হয়ে গেছে। নিয়ম বর্হিভূতভাবে গড়ে ওঠা ইট ভাটার কালো ধোঁয়ায় আমে এ রোগের আক্রমণ হয়েছে।

পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মাসুদ রানা শীর্ষ নিউজকে জানান, ধারনা করা হচ্ছে এটি অ্যানথ্রাক্স ন্যুজ রোগ। সাধারণত ছত্রাকজনিত কারনে এ রোগটি হয়ে থাকে। ফলের ক্ষেত্রে এটি উপরের অংশে কালো দাগ পড়ে। দাগগুলো রেগুলার মনে হয়। প্রাথমিক অবস্থায় দাগগুলো কিছুটা ডোবা মনে হয় এবং দাগের মধ্যে এ ছত্রাকের ফ্রটিং থাকে। পরবর্তিতে দাগগুলো একত্রিত হয়ে অনেকটা বড় দাগের সৃষ্টি হয়। পরে ফলের আক্রান্ত অংশটি শক্ত হয়ে যায় এবং পচে যায়। ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে এ রোগটি দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী বলেন, ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইইড, কার্বন ডাই-অক্সাইডসহ ১৬টি ক্ষতিকর উপাদান রয়েছে। এতে আমসহ সব ধরনের ফল উৎপাদনে প্রভাব পড়তে পারে। ভাটার চিমনি অনুমোদিত উচ্চতায় থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।

প্রতি বছরই ইটভাটার কারণে ফলের ক্ষয়ক্ষতির অভিযোগ তারা পান, এবারো পেয়েছেন। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পরিবেশ অধিদফতরকে জানানো হয়েছে বলে জানান তিনি। তবে দেরিতে পাকা ফজলি ও আশ্বিনা আম বাগানগুলোতে প্রতি ১০ লিটার পানিতে ২০ থেকে ২৫ গ্রাম বোরন মিশিয়ে ¯েপ্র করলে পচন কিছুটা হলেও রোধ করা সম্ভব।

এদিকে, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম বলেন, যেসব ইটভাটার পাশে ফসলি জমি, বন ও ফলদ বাগান আছে, সেগুলোর মালিকদের আধুনিক পন্থায় ইট তৈরি করতে বলা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান বলেও জানান তিনি। এ ঘটনায় বাগমারা থেকে একটি অভিযোগ তারা পেয়েছেন। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিস জানায়, এ বছর রাজশাহীর ১৬ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমগাছ রয়েছে। আগামী দিনগুলোয় কোনো প্রকৃতিক দুর্যোগ না হলে এখান থেকে প্রায় আড়াই লাখ মেট্রিকটন আম উৎপাদন হবে। বাজারে এরই মধ্যে আম উঠতে শুরু করেছে।

বর্তমানে আসছে গোপালভোগ ও রানীপছন্দ জাতের আম। প্রায় সপ্তাখানেকের মধ্যেই আসবে লখনা, ক্ষিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ, দুধসর, মোহনভোগসহ বিভিন্ন জাতের আম। এর পরপরই আসবে মৌসুমের আকর্ষণীয় ফল ফজলি। সব শেষে বাজারে আসবে আশ্বিনা আম।