পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

ডিসকো বারে দেখা মিললো শাকিব-অপু’র!

বিনোদন ডেস্ক : বিএফডিসির ৩ নাম্বার ফ্লোরে মঙ্গলবার থেকে শুরু হলো মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির শুটিং।

ডিসকো ডান্স দিয়ে শুরু হওয়া এই চলচ্চিত্রের শ্যুটিং স্পট ঘুরে এসে লিখেছেন সুদীপ্ত সাইদ খান। ছবি ও ভিডিও ধারণ করেছেন লয়েড তুহিন হালদার।

বিএফডিসির ৩ নাম্বার ফ্লোরের সামনে বিশাল জটলা, সাংবাদিক, ফটো-সাংবাদিক আর ইউনিটের লোকজনে গমগম করছে পুরো এলাকা। সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনের প্রশ্নের জবাব দিয়ে ভেতরে ঢুকতেই দেখা মিললো ডিসকো বার থেকে নেমে আসছেন অপু বিশ্বাস। মঞ্চ থেকে নেমেই ওড়না খুঁজলেন তিনি।কারণ শর্ট পোশাক পরে নাচলেও লোকজনের সামনে দাড়িয়ে একটু লজ্জাই পাচ্ছিলেন যেন।গায়ে ওড়না জড়িয়ে হাঁটা শুরু করলেন তিনি। মুখোমুখি হতেই কুশল বিনিময়। জিজ্ঞাসা করলাম শুটিং শেষ নাকি? হেসেই জবাব দিলেন, ‘না, লাঞ্চ বিরতি। একটু পরেই আবারো শুটিং শুরু করবো।’

বলেই পরিচালক রাজের পাশে গিয়ে বসলেন। দেখতে চাইলেন এতক্ষণ শুট হওয়া দৃশ্যের ফুটেজ। বিন্দুমাত্র দেরি না করে মনিটরে ভেসে উঠলো নাচের দৃশ্য। ‘এ সম্রাট এ সম্রাট, এ সম্রাট বলে যা, নইলে তোর বাজাবে বারোটা’-এমনই গানে সহ-শিল্পীদের নিয়ে ডিসকোবারে নাচছেন অপু। দৃশ্যের ঘটনা জানতে চাইতেই অপু জানালেন ‘এটা গল্পের একটা অবস্থানে এসে ডিসকো বারে নাচতে হচ্ছে আমাকে। বুঝতেই পারছেন কোন সিচুয়েশনে নায়িকা এসে ডিসকো বারে নাচেন। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা দেখতে হবে সিনেমা মুক্তির পর।’

পরিচালক রাজ জানালেন, ‘গানটা লিখেছে জনি হক আর গেয়েছে অপার বাংলার শত্রুজিত। সুর করেছে ডাব্বু। নির্দেশনায় দিচ্ছেন শিবরাম।’

ফুটেজ দেখা শেষ করেই অপু ছুটলেন লাঞ্চ করার জন্য। ৩ নাম্বার ফ্লোর থেকে বেরিয়েই দাঁড়িয়ে থাকা একটা লাল গাড়িতে উঠে বসলেন অপু। গাড়িটা তারই। ওঠার আগে বললেন ‘লাঞ্চ শেষ করেই আপনাদের ফটোশুটের জন্য সময় দিবো। বিস্তারিত আলাপ তখনই হবে। দশ মিনিট পর মেকআপ রুমে চলে আসেন।’

অপু লাঞ্চ করতে চলে গেছে। এই অবসরে আপনাদের জানিয়ে রাখি-মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে নায়ক থাকছেন দুজন। একজন শাকিব খান আরেকজন কলকাতার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। দেশের বাইরে কোন নায়কের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছেন অপু। ‘সম্রাট’ ছবির গল্প গড়ে ওঠেছে আন্ডারওয়াল্ড জগতকে কেন্দ্র করে। বিএফডিসিতে শুটিং চলবে আরও কয়েকদিন। ছবিটির চিত্রগ্রহণ করছেন চন্দন চৌধুরী। কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন রামীম রাজ। শিল্প নির্দেশনায় আছেন সামুরাই মারুফ। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া।

লাঞ্চ শেষ করেই ছবি তোলার জন্য সময় দিলেন অপু। মাত্র কয়েকমিনিটের সেই ফটোশুটে মন ভরলো না আলোকচিত্রীদের। তাই অপুর পেছন পেছন আবারো ডিসকো বারের সেটে। এবার দেখা মিললো সম্রাট চবির সম্রাট শাকিব খানের। আরেক পরিচালক সাফি উদ্দীন সাফি’র সঙ্গে আলাপে ব্যস্ত। চিকিৎসা শেষ করে গতকালই ফিরেছেন দেশে।

আগের চেয়ে কিছুটা দুর্বল দেখো গেলেও চিরাচরিত সেই হাসি দিয়েই কুশল বিনিময় করলেন। জানালেন, ‘সিঙ্গাপুর থেকে ফিরেছি গতকাল, শরীরটা এখন ভাল। আশা করছি খুব শীঘ্রই পুরোপুরি সেরে উঠবো।’ উঠলো ছবির প্রসঙ্গও, বললেন, ‘আজ থেকে শুটিং শুরু করলাম। ছবির গল্প নিয়ে কিছু বলতে চাই না, তবে এতটুকু বলবো দর্শক এক ভিন্ন শাকিব খানকে দেখবে।’

কথা শেষ হতে না হতেই ডাক পড়লো শাকিব খানের। শর্ট রেডি। আর এর আগে সাংবাদিকদেরও সময় দিবেন ছবি তোলার জন্য।শাকিব-অপু এবার দাড়িয়ে গেলেন ডিসকোবারের মঞ্চে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

ডিসকো বারে দেখা মিললো শাকিব-অপু’র!

আপডেট টাইম : ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫

বিনোদন ডেস্ক : বিএফডিসির ৩ নাম্বার ফ্লোরে মঙ্গলবার থেকে শুরু হলো মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির শুটিং।

ডিসকো ডান্স দিয়ে শুরু হওয়া এই চলচ্চিত্রের শ্যুটিং স্পট ঘুরে এসে লিখেছেন সুদীপ্ত সাইদ খান। ছবি ও ভিডিও ধারণ করেছেন লয়েড তুহিন হালদার।

বিএফডিসির ৩ নাম্বার ফ্লোরের সামনে বিশাল জটলা, সাংবাদিক, ফটো-সাংবাদিক আর ইউনিটের লোকজনে গমগম করছে পুরো এলাকা। সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনের প্রশ্নের জবাব দিয়ে ভেতরে ঢুকতেই দেখা মিললো ডিসকো বার থেকে নেমে আসছেন অপু বিশ্বাস। মঞ্চ থেকে নেমেই ওড়না খুঁজলেন তিনি।কারণ শর্ট পোশাক পরে নাচলেও লোকজনের সামনে দাড়িয়ে একটু লজ্জাই পাচ্ছিলেন যেন।গায়ে ওড়না জড়িয়ে হাঁটা শুরু করলেন তিনি। মুখোমুখি হতেই কুশল বিনিময়। জিজ্ঞাসা করলাম শুটিং শেষ নাকি? হেসেই জবাব দিলেন, ‘না, লাঞ্চ বিরতি। একটু পরেই আবারো শুটিং শুরু করবো।’

বলেই পরিচালক রাজের পাশে গিয়ে বসলেন। দেখতে চাইলেন এতক্ষণ শুট হওয়া দৃশ্যের ফুটেজ। বিন্দুমাত্র দেরি না করে মনিটরে ভেসে উঠলো নাচের দৃশ্য। ‘এ সম্রাট এ সম্রাট, এ সম্রাট বলে যা, নইলে তোর বাজাবে বারোটা’-এমনই গানে সহ-শিল্পীদের নিয়ে ডিসকোবারে নাচছেন অপু। দৃশ্যের ঘটনা জানতে চাইতেই অপু জানালেন ‘এটা গল্পের একটা অবস্থানে এসে ডিসকো বারে নাচতে হচ্ছে আমাকে। বুঝতেই পারছেন কোন সিচুয়েশনে নায়িকা এসে ডিসকো বারে নাচেন। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা দেখতে হবে সিনেমা মুক্তির পর।’

পরিচালক রাজ জানালেন, ‘গানটা লিখেছে জনি হক আর গেয়েছে অপার বাংলার শত্রুজিত। সুর করেছে ডাব্বু। নির্দেশনায় দিচ্ছেন শিবরাম।’

ফুটেজ দেখা শেষ করেই অপু ছুটলেন লাঞ্চ করার জন্য। ৩ নাম্বার ফ্লোর থেকে বেরিয়েই দাঁড়িয়ে থাকা একটা লাল গাড়িতে উঠে বসলেন অপু। গাড়িটা তারই। ওঠার আগে বললেন ‘লাঞ্চ শেষ করেই আপনাদের ফটোশুটের জন্য সময় দিবো। বিস্তারিত আলাপ তখনই হবে। দশ মিনিট পর মেকআপ রুমে চলে আসেন।’

অপু লাঞ্চ করতে চলে গেছে। এই অবসরে আপনাদের জানিয়ে রাখি-মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে নায়ক থাকছেন দুজন। একজন শাকিব খান আরেকজন কলকাতার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। দেশের বাইরে কোন নায়কের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছেন অপু। ‘সম্রাট’ ছবির গল্প গড়ে ওঠেছে আন্ডারওয়াল্ড জগতকে কেন্দ্র করে। বিএফডিসিতে শুটিং চলবে আরও কয়েকদিন। ছবিটির চিত্রগ্রহণ করছেন চন্দন চৌধুরী। কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন রামীম রাজ। শিল্প নির্দেশনায় আছেন সামুরাই মারুফ। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া।

লাঞ্চ শেষ করেই ছবি তোলার জন্য সময় দিলেন অপু। মাত্র কয়েকমিনিটের সেই ফটোশুটে মন ভরলো না আলোকচিত্রীদের। তাই অপুর পেছন পেছন আবারো ডিসকো বারের সেটে। এবার দেখা মিললো সম্রাট চবির সম্রাট শাকিব খানের। আরেক পরিচালক সাফি উদ্দীন সাফি’র সঙ্গে আলাপে ব্যস্ত। চিকিৎসা শেষ করে গতকালই ফিরেছেন দেশে।

আগের চেয়ে কিছুটা দুর্বল দেখো গেলেও চিরাচরিত সেই হাসি দিয়েই কুশল বিনিময় করলেন। জানালেন, ‘সিঙ্গাপুর থেকে ফিরেছি গতকাল, শরীরটা এখন ভাল। আশা করছি খুব শীঘ্রই পুরোপুরি সেরে উঠবো।’ উঠলো ছবির প্রসঙ্গও, বললেন, ‘আজ থেকে শুটিং শুরু করলাম। ছবির গল্প নিয়ে কিছু বলতে চাই না, তবে এতটুকু বলবো দর্শক এক ভিন্ন শাকিব খানকে দেখবে।’

কথা শেষ হতে না হতেই ডাক পড়লো শাকিব খানের। শর্ট রেডি। আর এর আগে সাংবাদিকদেরও সময় দিবেন ছবি তোলার জন্য।শাকিব-অপু এবার দাড়িয়ে গেলেন ডিসকোবারের মঞ্চে।