পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বাংলার খবর২৪.কম500x350_2bdc4794be59762c36fea8f10983d28b_4t1xq8y2: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার করেছে র‌্যাব।
বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী বোর্ডবাজার থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব-১। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকেও আটক করা হয়।
র‌্যাব জানায় মেডিকেল কলেজ হাসপাতালের আয়া পারভীনের কাছ থেকে রহিমা নামের এক নারী ৪০ হাজার টাকা দিয়ে শিশুটিকে কেনেন।
র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এসময় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে প্রসবব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বেডে ভর্তি হন রত্না। এর দুই ঘণ্টা পর যমজ সন্তানের (ছেলে) মা হন তিনি।
গত বুধবার ভোরে ভদ্রবেশী অচেনা এক নারী ওই ওয়ার্ডে এসে রত্নার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়। এসময় ওই নারী রত্না ও তার পরিবারের লোকজনকে বলেন, ‘হাসপাতালের এসি কেবিনে তার ভাবিরও যমজ তিন শিশু হয়েছে।’ এই বলে ওই নারী রাতে রত্না ও তার পরিবারের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ হয়। রত্নাকে সেবা যত্ন করতে থাকে। দুই শিশুকে কোলে নিয়ে আদর করে। এক শিশুকে কোলে নিয়ে ওই নারী মধু খাওয়ায়। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই নবজাতক জমজের একটিকে নিয়ে পালিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_2bdc4794be59762c36fea8f10983d28b_4t1xq8y2: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার করেছে র‌্যাব।
বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী বোর্ডবাজার থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব-১। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকেও আটক করা হয়।
র‌্যাব জানায় মেডিকেল কলেজ হাসপাতালের আয়া পারভীনের কাছ থেকে রহিমা নামের এক নারী ৪০ হাজার টাকা দিয়ে শিশুটিকে কেনেন।
র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এসময় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে প্রসবব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বেডে ভর্তি হন রত্না। এর দুই ঘণ্টা পর যমজ সন্তানের (ছেলে) মা হন তিনি।
গত বুধবার ভোরে ভদ্রবেশী অচেনা এক নারী ওই ওয়ার্ডে এসে রত্নার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়। এসময় ওই নারী রত্না ও তার পরিবারের লোকজনকে বলেন, ‘হাসপাতালের এসি কেবিনে তার ভাবিরও যমজ তিন শিশু হয়েছে।’ এই বলে ওই নারী রাতে রত্না ও তার পরিবারের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ হয়। রত্নাকে সেবা যত্ন করতে থাকে। দুই শিশুকে কোলে নিয়ে আদর করে। এক শিশুকে কোলে নিয়ে ওই নারী মধু খাওয়ায়। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই নবজাতক জমজের একটিকে নিয়ে পালিয়ে যায়।