অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

গাজীপুরে নারী আইনজীবী আটক

গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির গাড়ি থেকে দিলারা সুলতানা সেতু (২৮) নামে ১ নারী আইনজীবীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। তিনি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক নির্বাহী সদস্য এবং গাজীপুর মহানগরের ভোগড়ার দেলোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আদালত চলাকালে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির ১টি টিম আদালতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় অ্যাডভোকেট সেতুকে ঘিরে ফেলে। আটক হতে পারেন আশংকায় অ্যাডভোকেট সেতু আদালতের শরণাপন্ন হন। এসময় সংবাদ পেয়ে গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মনির হোসেন চিফ জুডিশিয়াল আদালতে যান।

বিষয়টি বিচারকের দৃষ্টিগোচর করলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল সাদ জগলুল হোসেন পুলিশের কাছে অ্যাডভোকেট সেতুর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চান। পুলিশ আটকের সপক্ষে তথ্য-প্রমাণাদি উপস্থাপন করতে পারেনি। এসময় বিচারক মামলা ছাড়া সেতুকে আটক না করতে পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক আদালত শেষে অ্যাডভোকেট সেতুকে বাড়ি পৌঁছে দেয়ার জন্য আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেন।

তারা আরো জানান, সেতুকে আটকের সময় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডিবি পুলিশ গাড়িচালক জাকিরকে মারধর করে। জাকির হোসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে আইনজীবী আটকের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে পুলিশের আক্রমণের শিকার হন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন। তিনি জানান, ডিবি পুলিশ ছবি তোলার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ সেগুলো ফেরত দেয়। তবে ক্যামেরা থেকে ছবিগুলো ডিলিট করে দেয় ডিবি পুলিশ।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আ. মমিন জানান, মামলার আসামি হিসেবে ১ জন নারী আইনজীবী আটক হয়েছেন। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনার আগে অ্যাডভোকেট সেতুর বাবা দেলোয়ার হোসেন জমি সংক্রান্ত ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে গাজীপুরের পুলিশ সুপার ও সদর থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে ১টি রিট মামলা দায়ের করেন। হাইকোর্ট রিটের জবাব দিতে ১৪ জুন ওই ২ পুলিশ কর্মকর্তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

গাজীপুরে নারী আইনজীবী আটক

আপডেট টাইম : ০৪:২৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫

গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির গাড়ি থেকে দিলারা সুলতানা সেতু (২৮) নামে ১ নারী আইনজীবীকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। তিনি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক নির্বাহী সদস্য এবং গাজীপুর মহানগরের ভোগড়ার দেলোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আদালত চলাকালে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির ১টি টিম আদালতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় অ্যাডভোকেট সেতুকে ঘিরে ফেলে। আটক হতে পারেন আশংকায় অ্যাডভোকেট সেতু আদালতের শরণাপন্ন হন। এসময় সংবাদ পেয়ে গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মনির হোসেন চিফ জুডিশিয়াল আদালতে যান।

বিষয়টি বিচারকের দৃষ্টিগোচর করলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল সাদ জগলুল হোসেন পুলিশের কাছে অ্যাডভোকেট সেতুর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চান। পুলিশ আটকের সপক্ষে তথ্য-প্রমাণাদি উপস্থাপন করতে পারেনি। এসময় বিচারক মামলা ছাড়া সেতুকে আটক না করতে পুলিশকে নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক আদালত শেষে অ্যাডভোকেট সেতুকে বাড়ি পৌঁছে দেয়ার জন্য আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেন।

তারা আরো জানান, সেতুকে আটকের সময় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডিবি পুলিশ গাড়িচালক জাকিরকে মারধর করে। জাকির হোসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে আইনজীবী আটকের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে পুলিশের আক্রমণের শিকার হন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন। তিনি জানান, ডিবি পুলিশ ছবি তোলার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ সেগুলো ফেরত দেয়। তবে ক্যামেরা থেকে ছবিগুলো ডিলিট করে দেয় ডিবি পুলিশ।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আ. মমিন জানান, মামলার আসামি হিসেবে ১ জন নারী আইনজীবী আটক হয়েছেন। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এ ঘটনার আগে অ্যাডভোকেট সেতুর বাবা দেলোয়ার হোসেন জমি সংক্রান্ত ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে গাজীপুরের পুলিশ সুপার ও সদর থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে ১টি রিট মামলা দায়ের করেন। হাইকোর্ট রিটের জবাব দিতে ১৪ জুন ওই ২ পুলিশ কর্মকর্তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।