পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

রূপগঞ্জে বিদ্যুতের লুকোচুরি

মিয়াজান মিয়া ঃ একে তো রমজান মাস, তার ওপর তাপদাহ। দিনভর সিয়াম সাধনার উদ্দেশে মানুষ সেহরী, তারাবি ও ইফতারের প্রস্তুতি নেয়, ঠিক তখনই নেই বিদ্যুৎ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রমজানের শুরু থেকেই বিদ্যুতের এ লুকোচুরি খেলা চলছে। রোববার সেহরীর সময় লোডশেডিং দেয়া হয়। সকাল ৮টায় বিদ্যুত আসে। আবার ১০ টায় লোডশেডিং। দুপুর ১ টা ২০ মিনিটে আসে। প্রথম রমজান থেকেই বিদ্যুতের এ লুকোচুরি খেলা চলে আসছে।
তারাবি, সেহরি, ইফতারের গুরুত্বপূর্ণ এ তিনটি সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও রমজানের শুরুতেই তা কোনো ক্রমেই রক্ষা করতে পারলো না নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি। রোজা হলেও তীব্র গরমে আবারও স্বরূপে অবস্থান নিয়েছে নাগরিক যন্ত্রণার ‘লোডশেডিং’।
খোঁজ নিয়ে জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, আধুরিয়া, ভায়েলা, হোড়গাঁও, ডহরগাঁও, বলাইখা, আউখাবো, মুড়াপাড়া, রূপগঞ্জ সদর, মঙ্গলখালী, জাঙ্গীর, ভক্তবাড়ি, দাউদপুর, কাঞ্চন, বিরাব, আতলাপুর, ইছাপুরা, বাগবের, খাস দাউদপুর, শিমুলিয়া, ইছাখালী, কায়েতপাড়া, চনপাড়া, ব্রাহ্মণখালী, গন্ধর্বপুর, রূপসী, তারাবো, নোয়াপাড়া, দিঘী বরাব, কামালনগর, বরপা, মৈকুলী, আড়িয়াবো, মাঝিপাড়া, মর্তুজাবাদ, সোনাব, মাছুমাবাদ, হাটাবো এলাকায় দিনে-রাতে সময়ে-অসময়ে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
বিদ্যুতের গোলযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভুলতা এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, রমজানের শুরু থেকে তারাবির নামাজ, সেহরি ও ইফতারিতে বিদ্যুৎ চলে যায়। তিন বারে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখা হয়। এতে তীব্র গরমে তারাবিতে নামাজ আদায় কষ্ট হচ্ছে আর গভীর রাতে অন্ধকার পরিবেশে খেতে হচ্ছে সেহরি। বিদ্যুৎ না থাকায় আযানও শুনতে পারছে না মুসল্লিরা।
তবে রমজানে কোনো লোডশেডিং নেই দাবি করে রূপগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসরাম সিরাজ বলেন, প্রথম রমজান থেকেই আমার বদলী হয়েছে। নতুন ডিজিএম রোববার পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি। তবে তারাবি, ইফতার এবং সেহরির সময় লোডশেডিংয়ের প্রশ্নই ওঠে না। অথচ রোববার সেহরীর সময় এক ঘন্টার জন্য লোডশেডিং দেয়া হয়।
তিনি আরো জানান, তাপমাত্রা বেড়ে গেলে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। তখন লোডশেডিং দেয়া না হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

রূপগঞ্জে বিদ্যুতের লুকোচুরি

আপডেট টাইম : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫

মিয়াজান মিয়া ঃ একে তো রমজান মাস, তার ওপর তাপদাহ। দিনভর সিয়াম সাধনার উদ্দেশে মানুষ সেহরী, তারাবি ও ইফতারের প্রস্তুতি নেয়, ঠিক তখনই নেই বিদ্যুৎ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রমজানের শুরু থেকেই বিদ্যুতের এ লুকোচুরি খেলা চলছে। রোববার সেহরীর সময় লোডশেডিং দেয়া হয়। সকাল ৮টায় বিদ্যুত আসে। আবার ১০ টায় লোডশেডিং। দুপুর ১ টা ২০ মিনিটে আসে। প্রথম রমজান থেকেই বিদ্যুতের এ লুকোচুরি খেলা চলে আসছে।
তারাবি, সেহরি, ইফতারের গুরুত্বপূর্ণ এ তিনটি সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও রমজানের শুরুতেই তা কোনো ক্রমেই রক্ষা করতে পারলো না নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি। রোজা হলেও তীব্র গরমে আবারও স্বরূপে অবস্থান নিয়েছে নাগরিক যন্ত্রণার ‘লোডশেডিং’।
খোঁজ নিয়ে জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, আধুরিয়া, ভায়েলা, হোড়গাঁও, ডহরগাঁও, বলাইখা, আউখাবো, মুড়াপাড়া, রূপগঞ্জ সদর, মঙ্গলখালী, জাঙ্গীর, ভক্তবাড়ি, দাউদপুর, কাঞ্চন, বিরাব, আতলাপুর, ইছাপুরা, বাগবের, খাস দাউদপুর, শিমুলিয়া, ইছাখালী, কায়েতপাড়া, চনপাড়া, ব্রাহ্মণখালী, গন্ধর্বপুর, রূপসী, তারাবো, নোয়াপাড়া, দিঘী বরাব, কামালনগর, বরপা, মৈকুলী, আড়িয়াবো, মাঝিপাড়া, মর্তুজাবাদ, সোনাব, মাছুমাবাদ, হাটাবো এলাকায় দিনে-রাতে সময়ে-অসময়ে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
বিদ্যুতের গোলযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভুলতা এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, রমজানের শুরু থেকে তারাবির নামাজ, সেহরি ও ইফতারিতে বিদ্যুৎ চলে যায়। তিন বারে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখা হয়। এতে তীব্র গরমে তারাবিতে নামাজ আদায় কষ্ট হচ্ছে আর গভীর রাতে অন্ধকার পরিবেশে খেতে হচ্ছে সেহরি। বিদ্যুৎ না থাকায় আযানও শুনতে পারছে না মুসল্লিরা।
তবে রমজানে কোনো লোডশেডিং নেই দাবি করে রূপগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসরাম সিরাজ বলেন, প্রথম রমজান থেকেই আমার বদলী হয়েছে। নতুন ডিজিএম রোববার পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি। তবে তারাবি, ইফতার এবং সেহরির সময় লোডশেডিংয়ের প্রশ্নই ওঠে না। অথচ রোববার সেহরীর সময় এক ঘন্টার জন্য লোডশেডিং দেয়া হয়।
তিনি আরো জানান, তাপমাত্রা বেড়ে গেলে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। তখন লোডশেডিং দেয়া না হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।