অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

কাউখালীতে বাবা দিবসে ১৫ বাবা সংবর্ধিত

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ॥
বাবা ছোট্ট দুটি শব্দ। এ দুটি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া মমতা-আদর আহ্লাদ প্রেম-ভালবাসা সবকিছু। জন্মের পর বাবার হাত ধরে আমরা দিনে দিনে বেড়ে উঠেছি। বাবা দিবসকে সামানে রেখে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদে্যুৎসাহী সমাজসেবক সাদামনের মানুষ হিসেবে সর্বাধিক পরিচিত আঃ লতিফ খসরু বেড় হয়েছিলেন হতদরিদ্র সুবিধাবঞ্চিত বাবাদের খোঁজে। অবশেষে পেয়ে গেলেন কাঙ্খিত তার বাবাদের। বাবা দিবস উপলক্ষে রবিবার সকালে কাউখালী প্রতিবন্ধী স্কুলের চত্বরে ১৫ জন বাবার সংবর্ধনার আয়োজন করেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু। যে সকল বাবাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন পিরোজপুরের কাউখালী উপজেলার বলভদ্রপুর গ্রামের বিমল বিশ্বাসের একশত দশ বছর বয়সী বাবা ডাঃ নগেন্দ্র নাথ বিশ্বাস (১১০), উপজেলার বলভদ্রপুর গ্রামের শতবছর বয়সী মনীন্দ্র নাথ কর্মকার (১০০), উপজেলার আসপর্দ্দি গ্রামের বাবা কুব্বত আলী (৮০), আমরাজুরী ইউনিয়নের আবাসান প্রকল্পে বসবাসরত হতদরিদ্র চার বাকপ্রতিবন্ধী সন্তানের বাক প্রতিবন্ধী বাবা আশ্রাব আলী (৮০) একই আবাসনের বুদ্ধি প্রতিবন্ধী জাহিদের বাবা শেখ মনিরুজ্জামান (৭০), শারীরিক প্রতিবন্ধী তানজিলার বাবা আকাব্বর আলী (৭০), শারীরিক প্রতিবন্ধী শান্তার বাবা দেলোয়ার হোসেন (৭০), আবাসন প্রকল্পের প্রতিবন্ধী নয়ন দাসের বাবা ননী গোপাল দাস (৬০), কেউন্দিয়া গ্রামের শ্রমজীবি মজলু মৃধা (৬০), আমরাজুরী গ্রামের শ্রমজীবি আঃ জব্বার (৬০), উপজেলা দাশেরকাঠী গ্রামের শ্রমজীবি বাবা ছরোয়ার হোসেন (৮০), নেছারাবাদ উপজেলার শ্রমজীবি হানিফ মাঝি (৯০), কচুয়াকাঠী গ্রামের আবুয়ালের শ্রমজীবি ছেলে আঃ কুদ্দুস (৬০)। এই দিনে সংবর্ধিত বাবাদের মালা পরিয়ে সংবর্ধিত করা হয়। প্রত্যেক বাবার হাতে কেজি করে আম তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, ৩ নং সদর ইউনিয়নের ইউপি মেম্বর জেপি নেতা নেপাল চন্দ্র দে, মোঃ জাকির হোসেন, মোঃ হেমায়েত উদ্দিন প্রমুখ।

উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, বাবার হাড়ভাঙ্গা পরিশ্রম, বুকভরা ভালবাসা ও নিঃস্বার্থ ভালবাসায় আমরা একজন পরিপূর্ন মানুষ হয়ে গড়ে উঠি। যারা বাবা হারিয়েছেন তাদের জন্যই এই দিনটি সমান গুরুত্বপূর্ন। আজকের এই দিবসটি শুধু বাবারই জন্য। বাবা আমাদের জন্য আদর্শ, কারও কাছে বাবা অনুপ্রেরণা, কারও কাছে গর্ব। সব মিলিয়ে আামাদের জীবনের সব জায়গা জুড়ে থাকেন বাবা। আমার বাবা নেই। আমাদের যাদের বাবা বেঁচে আছেন তাদের জন্য উৎসর্গ করি নিজেকে। তাদের প্রতি হই যত্মবান। আর আমাদের যাদের বাবা বেঁচে ন্ইে সেই বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করি। বাবা তোমার প্রতিক্ষায় রাত জাগি। তাই এ বছর বাবা দিবসে পৃথিবীর সব বাবার জন্য রইল শুভেচ্ছা। কোন কিছু চাওয়া ও পাওয়ার জন্য আমি এ কাজটি করিনি। গভীর এক দায়বোধ থেকে এই কাজটি করেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

কাউখালীতে বাবা দিবসে ১৫ বাবা সংবর্ধিত

আপডেট টাইম : ০৪:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ॥
বাবা ছোট্ট দুটি শব্দ। এ দুটি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া মমতা-আদর আহ্লাদ প্রেম-ভালবাসা সবকিছু। জন্মের পর বাবার হাত ধরে আমরা দিনে দিনে বেড়ে উঠেছি। বাবা দিবসকে সামানে রেখে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদে্যুৎসাহী সমাজসেবক সাদামনের মানুষ হিসেবে সর্বাধিক পরিচিত আঃ লতিফ খসরু বেড় হয়েছিলেন হতদরিদ্র সুবিধাবঞ্চিত বাবাদের খোঁজে। অবশেষে পেয়ে গেলেন কাঙ্খিত তার বাবাদের। বাবা দিবস উপলক্ষে রবিবার সকালে কাউখালী প্রতিবন্ধী স্কুলের চত্বরে ১৫ জন বাবার সংবর্ধনার আয়োজন করেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু। যে সকল বাবাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন পিরোজপুরের কাউখালী উপজেলার বলভদ্রপুর গ্রামের বিমল বিশ্বাসের একশত দশ বছর বয়সী বাবা ডাঃ নগেন্দ্র নাথ বিশ্বাস (১১০), উপজেলার বলভদ্রপুর গ্রামের শতবছর বয়সী মনীন্দ্র নাথ কর্মকার (১০০), উপজেলার আসপর্দ্দি গ্রামের বাবা কুব্বত আলী (৮০), আমরাজুরী ইউনিয়নের আবাসান প্রকল্পে বসবাসরত হতদরিদ্র চার বাকপ্রতিবন্ধী সন্তানের বাক প্রতিবন্ধী বাবা আশ্রাব আলী (৮০) একই আবাসনের বুদ্ধি প্রতিবন্ধী জাহিদের বাবা শেখ মনিরুজ্জামান (৭০), শারীরিক প্রতিবন্ধী তানজিলার বাবা আকাব্বর আলী (৭০), শারীরিক প্রতিবন্ধী শান্তার বাবা দেলোয়ার হোসেন (৭০), আবাসন প্রকল্পের প্রতিবন্ধী নয়ন দাসের বাবা ননী গোপাল দাস (৬০), কেউন্দিয়া গ্রামের শ্রমজীবি মজলু মৃধা (৬০), আমরাজুরী গ্রামের শ্রমজীবি আঃ জব্বার (৬০), উপজেলা দাশেরকাঠী গ্রামের শ্রমজীবি বাবা ছরোয়ার হোসেন (৮০), নেছারাবাদ উপজেলার শ্রমজীবি হানিফ মাঝি (৯০), কচুয়াকাঠী গ্রামের আবুয়ালের শ্রমজীবি ছেলে আঃ কুদ্দুস (৬০)। এই দিনে সংবর্ধিত বাবাদের মালা পরিয়ে সংবর্ধিত করা হয়। প্রত্যেক বাবার হাতে কেজি করে আম তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, ৩ নং সদর ইউনিয়নের ইউপি মেম্বর জেপি নেতা নেপাল চন্দ্র দে, মোঃ জাকির হোসেন, মোঃ হেমায়েত উদ্দিন প্রমুখ।

উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, বাবার হাড়ভাঙ্গা পরিশ্রম, বুকভরা ভালবাসা ও নিঃস্বার্থ ভালবাসায় আমরা একজন পরিপূর্ন মানুষ হয়ে গড়ে উঠি। যারা বাবা হারিয়েছেন তাদের জন্যই এই দিনটি সমান গুরুত্বপূর্ন। আজকের এই দিবসটি শুধু বাবারই জন্য। বাবা আমাদের জন্য আদর্শ, কারও কাছে বাবা অনুপ্রেরণা, কারও কাছে গর্ব। সব মিলিয়ে আামাদের জীবনের সব জায়গা জুড়ে থাকেন বাবা। আমার বাবা নেই। আমাদের যাদের বাবা বেঁচে আছেন তাদের জন্য উৎসর্গ করি নিজেকে। তাদের প্রতি হই যত্মবান। আর আমাদের যাদের বাবা বেঁচে ন্ইে সেই বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করি। বাবা তোমার প্রতিক্ষায় রাত জাগি। তাই এ বছর বাবা দিবসে পৃথিবীর সব বাবার জন্য রইল শুভেচ্ছা। কোন কিছু চাওয়া ও পাওয়ার জন্য আমি এ কাজটি করিনি। গভীর এক দায়বোধ থেকে এই কাজটি করেছি।