পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ডেমরায় মধু মাসের ফলে সরগরম হাট-বাজার

মাহবুব মনি,ডেমরা: ডেমরার বিভিন্ন গ্রামাঞ্চলের বাজারসহ এলাকার সকল বাজারগুলোতে এখন মৌসুমি ফলে সরগরম হয়ে উঠছে। বিশেষ করে অত্র এলাকার নিম্ন আয়ের অনেক মানুষ এখন মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে সরাসরিও জড়িয়ে পড়েছে। ঋতুগত পরিবর্তন এবং আবহওয়ার কারণে এ সময় আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, লেবু, পেঁপে, আনারস, পেয়ারা, জামরুল,চিনাল, ডেউয়া, বেলসহ আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ হিসেবে সম্পৃক্ত হয়। এখন ডেমরার রাস্তাঘাট, হাটবাজার ও ফুটপাত সবখানে ফলের সমাহারে সরগরম ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আম, জাম, আনারস, কাঁঠাল, লিচু, জামরুল, আতাসহ বিভিন্ন রসালো ফলমূল গাছে গাছে হাটবাজারে যে দিকে চোখ যাচ্ছে সেদিকে চোখে পড়ছে। আর বাতাসে ভেসে আসছে মৌসুমী এসব রসালো ফলের মৌ-মৌ সুগন্ধ। পাকা ফলের সুগন্ধে জিহ্বায় পানি এসে ফল খাওয়ার জন্য মনকে জাগিয়ে তুলছে। এদিকে ডেমরার হাট বাজারেও জমে উঠেছে মৌসুমী রসালো ফলের বাজার। বাহারী মৌসুমী ফলে সয়লাব ডেমরার হাটবাজারগুলো। তবে দাম এখনো চড়া হওয়ায় নি¤œ আয়ের সাধারণ মানুষগুলো চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারছে না। জানা যায়, অনেকে ফলের বাগান করা ছাড়াও বসত ভিটায় ফলের গাছ রোপণ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে। এছাড়া বিক্রেতারা রাজধানীর ফলের আরত থেকে দেশি বিদেশি ফল সংগ্রহ করে ডেমরার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে বিধায় ক্রেতারা খুব সহজে ক্রয় করতে পারে। বিশেষ করে এ অঞ্চলের গাছের আম ক্রেতার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। ডেমরার সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, দেইল্লা, ডগাইর, কোনাপাড়া, বড়ভাঙ্গাসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় এবার ৩৫ রকমারী স্বাদ, গন্ধ, রস ও জাতের আম পাওয়া যাচ্ছে। এদের মধ্যে রূপালী, লক্ষ্মি, বাটার, হিমসাগর, রাজশাহী, গোপালভোগ, মালভোগ, ল্যাংড়া, সুন্দরী, ভবানী, বৈশাখী, সিঁদুরকোটা, বউভোলানি, কাজলী, কলাবতী ইত্যাদি নামের আম উল্লেখযোগ্য। এখন বাজারে মৌসুমী ফলমূল আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, খেজুর, জামরুল, বেল, আতাসহ বিভিন্ন মৌসুমী ফলে বাজার সয়লাভ। এসব মৌসুমী ফল ক্রয়ে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। বাজার ঘুরে দেখা গেছে প্রতি শ’ দেশীয় লিচু বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকা, চায়না-২ চায়না-৩ ও রাজশাহী প্রতি শ’ লিচু ২০০-৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট সাইজের প্রতিটি কাঁঠাল ৬০-৮০ টাকা, মাঝারি সাইজের প্রতিটি কাঁঠাল ১০০-১৫০ টাকা, বড় সাইজের প্রতিটি কাঁঠাল ২০০-৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশীয় আম প্রতি কেজি ৪৫-৬০ টাকা, রূপালী, লক্ষ্মি, বাটার, গোপালভোগ, মোহনভোগ, রাজশাহীসহ বিভিন্ন প্রজাতের আম ৭০-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফল ক্রেতা নূর আলম বলেন, বছরের ফল হিসেবে ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ক্রয় করছি। দাম বেশি হওয়ায় চাহিদামত ক্রয় করতে পারছি না। বিক্রেতা শাহালম বলেন, দাম বেশি হলেও বিক্রি ভাল হচ্ছে। তবে কিছুদিন পর দাম কমবে তখন বেচা-বিক্রি আরো ভাল হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ডেমরায় মধু মাসের ফলে সরগরম হাট-বাজার

আপডেট টাইম : ০৪:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০১৫

মাহবুব মনি,ডেমরা: ডেমরার বিভিন্ন গ্রামাঞ্চলের বাজারসহ এলাকার সকল বাজারগুলোতে এখন মৌসুমি ফলে সরগরম হয়ে উঠছে। বিশেষ করে অত্র এলাকার নিম্ন আয়ের অনেক মানুষ এখন মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে সরাসরিও জড়িয়ে পড়েছে। ঋতুগত পরিবর্তন এবং আবহওয়ার কারণে এ সময় আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, লেবু, পেঁপে, আনারস, পেয়ারা, জামরুল,চিনাল, ডেউয়া, বেলসহ আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ হিসেবে সম্পৃক্ত হয়। এখন ডেমরার রাস্তাঘাট, হাটবাজার ও ফুটপাত সবখানে ফলের সমাহারে সরগরম ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আম, জাম, আনারস, কাঁঠাল, লিচু, জামরুল, আতাসহ বিভিন্ন রসালো ফলমূল গাছে গাছে হাটবাজারে যে দিকে চোখ যাচ্ছে সেদিকে চোখে পড়ছে। আর বাতাসে ভেসে আসছে মৌসুমী এসব রসালো ফলের মৌ-মৌ সুগন্ধ। পাকা ফলের সুগন্ধে জিহ্বায় পানি এসে ফল খাওয়ার জন্য মনকে জাগিয়ে তুলছে। এদিকে ডেমরার হাট বাজারেও জমে উঠেছে মৌসুমী রসালো ফলের বাজার। বাহারী মৌসুমী ফলে সয়লাব ডেমরার হাটবাজারগুলো। তবে দাম এখনো চড়া হওয়ায় নি¤œ আয়ের সাধারণ মানুষগুলো চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারছে না। জানা যায়, অনেকে ফলের বাগান করা ছাড়াও বসত ভিটায় ফলের গাছ রোপণ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে। এছাড়া বিক্রেতারা রাজধানীর ফলের আরত থেকে দেশি বিদেশি ফল সংগ্রহ করে ডেমরার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে বিধায় ক্রেতারা খুব সহজে ক্রয় করতে পারে। বিশেষ করে এ অঞ্চলের গাছের আম ক্রেতার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। ডেমরার সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, দেইল্লা, ডগাইর, কোনাপাড়া, বড়ভাঙ্গাসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় এবার ৩৫ রকমারী স্বাদ, গন্ধ, রস ও জাতের আম পাওয়া যাচ্ছে। এদের মধ্যে রূপালী, লক্ষ্মি, বাটার, হিমসাগর, রাজশাহী, গোপালভোগ, মালভোগ, ল্যাংড়া, সুন্দরী, ভবানী, বৈশাখী, সিঁদুরকোটা, বউভোলানি, কাজলী, কলাবতী ইত্যাদি নামের আম উল্লেখযোগ্য। এখন বাজারে মৌসুমী ফলমূল আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, খেজুর, জামরুল, বেল, আতাসহ বিভিন্ন মৌসুমী ফলে বাজার সয়লাভ। এসব মৌসুমী ফল ক্রয়ে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। বাজার ঘুরে দেখা গেছে প্রতি শ’ দেশীয় লিচু বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকা, চায়না-২ চায়না-৩ ও রাজশাহী প্রতি শ’ লিচু ২০০-৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট সাইজের প্রতিটি কাঁঠাল ৬০-৮০ টাকা, মাঝারি সাইজের প্রতিটি কাঁঠাল ১০০-১৫০ টাকা, বড় সাইজের প্রতিটি কাঁঠাল ২০০-৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশীয় আম প্রতি কেজি ৪৫-৬০ টাকা, রূপালী, লক্ষ্মি, বাটার, গোপালভোগ, মোহনভোগ, রাজশাহীসহ বিভিন্ন প্রজাতের আম ৭০-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফল ক্রেতা নূর আলম বলেন, বছরের ফল হিসেবে ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ক্রয় করছি। দাম বেশি হওয়ায় চাহিদামত ক্রয় করতে পারছি না। বিক্রেতা শাহালম বলেন, দাম বেশি হলেও বিক্রি ভাল হচ্ছে। তবে কিছুদিন পর দাম কমবে তখন বেচা-বিক্রি আরো ভাল হবে।