অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

দামি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বেহালদশা

ডেস্ক ছুটি কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের। ফ্লোরিডার দামি রিসোর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ। শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হলো? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার। ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার। দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল। ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের। ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি। সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬টি কামড়ের দাগ। অন্যজনের শরীরে ১০৫টি। কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি। কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে। ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও। রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এ রকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন। তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশই ভর্তি থাকে। এ রকমটি কখনও হয়নি। অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দুইবার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে। স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে। কিন্তু কী আশ্চর্য, স্টেট ইন্সপেক্টররা নাকি কোনোবারই একটিও ছারপোকা খুঁজে পাননি। স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

দামি রিসোর্টে ছুটি কাটাতে গিয়ে বেহালদশা

আপডেট টাইম : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫

ডেস্ক ছুটি কাটাতে গিয়ে হোটেলবাস নরকযন্ত্রণা হয়ে উঠল এক পরিবারের। ফ্লোরিডার দামি রিসোর্টে রাত কাটানোর পর বাড়ির দুই মেয়ের গায়ে দেখা মিলল অসংখ্য লাল লাল দাগ। শৌখিন হোটেলে এমন অবস্থা কী করে হলো? খোঁজ করতে গিয়ে তোষকের তলা থেকে দেখা মিলল অসংখ্যা ছারপোকার। ছুটির আনন্দ যে এমন করে ছারপোকার কামড়ে ছারখার হয়ে যাবে ভাবেননি স্ট্রেবল পরিবার। দুই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে তাঁরা উঠেছিলেন ফ্লোরিডার এক নামী হোটেল। ওক গাছে ঘেরা এ হোটেল পর্যটকদের বেশ পছন্দের। ছুটির দিনগুলো যাতে মাঠে মারা না যায়, তাই এই হোটেলটিকেই বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সে গুড়ে বালি। সকালে এক মেয়ের শরীরে দেখা গেল ২০৬টি কামড়ের দাগ। অন্যজনের শরীরে ১০৫টি। কী থেকে এমন হতে পারে প্রথমেই ভেবেই পাচ্ছিলেন না স্ট্রেবল দম্পতি। কিন্তু বিছানার তোষকটা ওল্টাতেই তাঁদের চক্ষু চড়কগাছ। অসংখ্য ছারপোকা গিজগিজ করছে সেখানে। ছিমছাম হোটেলের এহেন পরিষেবায় ক্ষুব্ধ দম্পতি তখনই হোটেলের নামে বিজনেস ও প্রফেশনাল রেগুলেশন বিভাগে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ পেয়ে হতবাক হোটেল কর্তৃপক্ষও। রিসর্টের মুখপাত্র গ্রেস ভেলেজ জানিয়েছেন, এ রকম অভিযোগ তাঁরা এই প্রথম পেলেন। তাঁদের ২৪২ ঘরের মধ্যে ৯৬ শতাংশই ভর্তি থাকে। এ রকমটি কখনও হয়নি। অবশ্য রেকর্ড বলছে ২০১৩ সাল থেকে আরও দুইবার নাকি এই হোটেলের বিরুদ্ধেই একই অভিযোগ উঠেছে। স্টেট রেকর্ডে তা নথিবদ্ধও আছে। কিন্তু কী আশ্চর্য, স্টেট ইন্সপেক্টররা নাকি কোনোবারই একটিও ছারপোকা খুঁজে পাননি। স্ট্রেবল কন্যাদের শরীরে লাল দাগে এবার তাঁদের চোখ খোলে কি না, সেটাই দেখার।