পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

কোটি টাকা আত্মসাৎ: স্বীকারোক্তিতে সোনালী ব্যাংক রাজশাহী শাখার জিএম-ডিজিএমের নাম

রাজশাহী : রাজশাহীর তানোরে সোনালী ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের ঘটনায় ধরা পড়ছেন রাঘববোয়ালরা। এরই মধ্যে র‌্যাবের হাতে আটক হয়েছেন টাকা আত্মসাতের হোতা তানোর সোনালী ব্যাংকের আইটি শাখা কর্মকর্তা নজির হোসেন সোহেলসহ তিনজন। এ নিয়ে স্বীকারক্তিসহ র‌্যাবের কাছে তিনি জবানবন্দীও দিয়েছেন। আর তাতেই একে একে বেরিয়ে আসছে এর সঙ্গে জড়িত অনেকেরই নাম।

বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব রাজশাহী-৫ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে এসব চাঞ্চল্যকর তথ্য দেন সোহেল।

এর আগে স্ত্রী সালমা জাহান লিমার দেয়া তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে প্রথমে সোহেলকে আটক করে র‌্যাব। এরপর রাতে আলাদা অভিযানে আটক হন তার স্ত্রী লিমা ও বন্ধু এস এম মাসুদ হাসান। সোহেলকে মাসুদ অপহরণ করে রেখেছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ওই অভিযানে নামে। পরে আটককৃতদের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার দেখানো হয়।

সোহেলের ভাষ্য, সোনালী ব্যাংক তানোর শাখার অভ্যন্তরীণ হিসেব থেকে লভ্যাংশের মোট ১ কোটি ১৮ হাজার টাকা সরিয়েছেন তিনি। তবে ওই টাকা তিনি একাই নেননি। এরমধ্যে ১৫ লাখ টাকা সোনালী ব্যাংক রাজশাহীর শাখার মহাব্যবস্থাপককে, ১০ লাখ টাকা উপ মহাব্যবস্থাপককে, তিনটি অডিট দলকে ৫ লাখ এবং ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান মোহাম্মদ খালিদুলকেও কয়েক লাখ টাকা দিয়েছেন।

সোহেল আরও জানান, তানোর শাখায় হিসাব নম্বর খুলে টাকা সরিয়ে নেন সোহেল। এরপর পর্যায়ক্রমে তার স্ত্রী ও বাবার হিসাবনম্বরের মাধ্যমে তা উত্তোলন করেন। পরে ওই টাকা দিয়ে মাসুদের সহযোগিতায় নাচোলে প্রায় তিন শ বিঘা জমি লিজ নিয়ে ধানসহ ফলের বাগান গড়ে তুলেছেন সোহেল। এছাড়া দুইটি ট্রাক ও একটি মাইক্রোবাসও কিনেছেন তিনি।

এ সময় র‌্যাবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর পরিচালক লে. কর্নেল মাহাবুব আলম।

তিনি সাংবাদিকদের বলেন, আটক সোহেল এক কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় জড়িত প্রত্যেকের নামই স্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে তা জানাতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রয়াত্ত সোনালী ব্যাংক লিমিটেডে রাজশাহীর তানোর শাখা থেকে এক কোটি ১৮ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ওই শাখার তথ্য প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা নাজির হোসেন সোহেল তা কৌশলে সরিয়ে নেন। গত ২৪ মে ব্যাংকের অভ্যান্তরীণ তদন্তে অর্থ আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে। এরপর ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান মোহাম্মদ খালিদুল ও সোহেলকে সাময়িকভাবে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে গ্রেফতার এড়াতে ছুটির দরখাস্ত দিয়ে আত্মগোপনে চলে যান সোহেল।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

কোটি টাকা আত্মসাৎ: স্বীকারোক্তিতে সোনালী ব্যাংক রাজশাহী শাখার জিএম-ডিজিএমের নাম

আপডেট টাইম : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০১৫

রাজশাহী : রাজশাহীর তানোরে সোনালী ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের ঘটনায় ধরা পড়ছেন রাঘববোয়ালরা। এরই মধ্যে র‌্যাবের হাতে আটক হয়েছেন টাকা আত্মসাতের হোতা তানোর সোনালী ব্যাংকের আইটি শাখা কর্মকর্তা নজির হোসেন সোহেলসহ তিনজন। এ নিয়ে স্বীকারক্তিসহ র‌্যাবের কাছে তিনি জবানবন্দীও দিয়েছেন। আর তাতেই একে একে বেরিয়ে আসছে এর সঙ্গে জড়িত অনেকেরই নাম।

বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব রাজশাহী-৫ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে এসব চাঞ্চল্যকর তথ্য দেন সোহেল।

এর আগে স্ত্রী সালমা জাহান লিমার দেয়া তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে প্রথমে সোহেলকে আটক করে র‌্যাব। এরপর রাতে আলাদা অভিযানে আটক হন তার স্ত্রী লিমা ও বন্ধু এস এম মাসুদ হাসান। সোহেলকে মাসুদ অপহরণ করে রেখেছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ওই অভিযানে নামে। পরে আটককৃতদের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার দেখানো হয়।

সোহেলের ভাষ্য, সোনালী ব্যাংক তানোর শাখার অভ্যন্তরীণ হিসেব থেকে লভ্যাংশের মোট ১ কোটি ১৮ হাজার টাকা সরিয়েছেন তিনি। তবে ওই টাকা তিনি একাই নেননি। এরমধ্যে ১৫ লাখ টাকা সোনালী ব্যাংক রাজশাহীর শাখার মহাব্যবস্থাপককে, ১০ লাখ টাকা উপ মহাব্যবস্থাপককে, তিনটি অডিট দলকে ৫ লাখ এবং ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান মোহাম্মদ খালিদুলকেও কয়েক লাখ টাকা দিয়েছেন।

সোহেল আরও জানান, তানোর শাখায় হিসাব নম্বর খুলে টাকা সরিয়ে নেন সোহেল। এরপর পর্যায়ক্রমে তার স্ত্রী ও বাবার হিসাবনম্বরের মাধ্যমে তা উত্তোলন করেন। পরে ওই টাকা দিয়ে মাসুদের সহযোগিতায় নাচোলে প্রায় তিন শ বিঘা জমি লিজ নিয়ে ধানসহ ফলের বাগান গড়ে তুলেছেন সোহেল। এছাড়া দুইটি ট্রাক ও একটি মাইক্রোবাসও কিনেছেন তিনি।

এ সময় র‌্যাবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর পরিচালক লে. কর্নেল মাহাবুব আলম।

তিনি সাংবাদিকদের বলেন, আটক সোহেল এক কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় জড়িত প্রত্যেকের নামই স্বীকার করেছেন। তবে তদন্তের স্বার্থে তা জানাতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রয়াত্ত সোনালী ব্যাংক লিমিটেডে রাজশাহীর তানোর শাখা থেকে এক কোটি ১৮ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ওই শাখার তথ্য প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা নাজির হোসেন সোহেল তা কৌশলে সরিয়ে নেন। গত ২৪ মে ব্যাংকের অভ্যান্তরীণ তদন্তে অর্থ আত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে। এরপর ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান মোহাম্মদ খালিদুল ও সোহেলকে সাময়িকভাবে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে গ্রেফতার এড়াতে ছুটির দরখাস্ত দিয়ে আত্মগোপনে চলে যান সোহেল।