অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

জীবন সংহারী মহাসড়ক, আজও ঝরলো ২১ প্রাণ

ডেস্ক : আজ শুক্রবার রাজধানীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গাজীপুরে ও মাদারীপুরে পাঁচজন করে ১০জন, মির্জাপুরে দুইজন মারা গেছেন। আর রাজধানীতে পৃথক তিন স্থানে তিনজন মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর: গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকালে কভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৫ জন। নিহতরা হলেন- লেগুনার চালক সাইদুর রহমান (২০), গাজীপুর শহরের ভোগড়া বাইপাস সড়ক এলাকার তমির হোসেনের স্ত্রী মনি (২৫), পটুয়াখালীর গলাচিপা থানার ছোট শিবা এলাকার সোহেল (৩০) এবং মৌলভীবাজারের বড়লেখা এলাকার সেলিনা আক্তার (৩০)। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতরাও সবাই লেগুনার আরোহী ছিলেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাহারুল আলম জানান, সকাল ৭টর দিকে সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী যাত্রীবাহি একটি লেগুনার সাথে বিপরিত দিক থেকে আসা গাজীপুরগামী একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

মাদারীপুর: মাদারীপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাসটি মাদারীপুর থেকে বরিশাল যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি যাচ্ছিল বরিশাল থেকে কাওড়াকান্দিতে। পথিমধ্যে পাথুরিয়া পারে এলে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদারীপুরের কালকিনির পাথুরিয়া পার এলাকায় বাস ও মাইক্রোর সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

মির্জাপুর: বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- গাইবান্ধার জেলার শাহনুর বেগম (৩০) ও রোকনুজ্জামান (২৫)। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি মহাসড়কের সোহাগপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ও হাইওয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। পরে ভোরে কুমুদিনী হাসপাতালে শাহানুর ও রোকনুজ্জামান মারা যান। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, “নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এছাড়া বাসচাপায় সিলেটের বিশ্বনাথে মনিরুল ইসলাম (৫) নামে এক শিশু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেগম (৪০) নামে এক নারী, বরিশালের গৌরনদীতে নাসির উদ্দিন হাওলাদার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী ও কাঁচপুর ব্রিজে মুজিবর রহমান (৫৩) নামে আরো এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালক আইয়ুব আলী (২৭) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি মাইক্রোবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান বুলু (৫০) নামে এক পথচারী মারা গেছেন।

রাজধানীতেও আজ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরা হলেন- শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক, খিলক্ষেতে নাসরিন আক্তার (১৯) নামে এক গার্মেন্টসকর্মী ও কারওয়ানবাজারে সোহেল রানা (৩০) নামের এক পুলিশ সদস্য।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

জীবন সংহারী মহাসড়ক, আজও ঝরলো ২১ প্রাণ

আপডেট টাইম : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫

ডেস্ক : আজ শুক্রবার রাজধানীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গাজীপুরে ও মাদারীপুরে পাঁচজন করে ১০জন, মির্জাপুরে দুইজন মারা গেছেন। আর রাজধানীতে পৃথক তিন স্থানে তিনজন মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর: গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকালে কভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৫ জন। নিহতরা হলেন- লেগুনার চালক সাইদুর রহমান (২০), গাজীপুর শহরের ভোগড়া বাইপাস সড়ক এলাকার তমির হোসেনের স্ত্রী মনি (২৫), পটুয়াখালীর গলাচিপা থানার ছোট শিবা এলাকার সোহেল (৩০) এবং মৌলভীবাজারের বড়লেখা এলাকার সেলিনা আক্তার (৩০)। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতরাও সবাই লেগুনার আরোহী ছিলেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাহারুল আলম জানান, সকাল ৭টর দিকে সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী যাত্রীবাহি একটি লেগুনার সাথে বিপরিত দিক থেকে আসা গাজীপুরগামী একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

মাদারীপুর: মাদারীপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাসটি মাদারীপুর থেকে বরিশাল যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি যাচ্ছিল বরিশাল থেকে কাওড়াকান্দিতে। পথিমধ্যে পাথুরিয়া পারে এলে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদারীপুরের কালকিনির পাথুরিয়া পার এলাকায় বাস ও মাইক্রোর সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

মির্জাপুর: বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- গাইবান্ধার জেলার শাহনুর বেগম (৩০) ও রোকনুজ্জামান (২৫)। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি মহাসড়কের সোহাগপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ও হাইওয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। পরে ভোরে কুমুদিনী হাসপাতালে শাহানুর ও রোকনুজ্জামান মারা যান। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, “নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এছাড়া বাসচাপায় সিলেটের বিশ্বনাথে মনিরুল ইসলাম (৫) নামে এক শিশু, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেগম (৪০) নামে এক নারী, বরিশালের গৌরনদীতে নাসির উদ্দিন হাওলাদার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী ও কাঁচপুর ব্রিজে মুজিবর রহমান (৫৩) নামে আরো এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালক আইয়ুব আলী (২৭) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি মাইক্রোবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান বুলু (৫০) নামে এক পথচারী মারা গেছেন।

রাজধানীতেও আজ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরা হলেন- শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক, খিলক্ষেতে নাসরিন আক্তার (১৯) নামে এক গার্মেন্টসকর্মী ও কারওয়ানবাজারে সোহেল রানা (৩০) নামের এক পুলিশ সদস্য।