অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

সম্প্রচার আইনে টিভির মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন কমবে: ইনু

ডেস্ক : বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতি ঘণ্টায় কতটা সময় বিজ্ঞাপন প্রচার করা যাবে সে বিষয়টি নির্ধারণ করে আগামী ছয় মাসের মধ্যেই সম্প্রচার আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিবিসির বাংলাদেশ সংলাপে তথ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সম্প্রচার নীতিমালা হয়েছে এবং তার আলোকেই সম্প্রচার আইন করা হবে। এ আইনের অধীনে একটি সম্প্রচার কমিশন থাকবে বলে জানান মি: ইনু।

অনুষ্ঠানে এই প্রসঙ্গ ছাড়াও আলোচনা হয় বিএনপিকে ভাঙ্গার অভিযোগ, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশের করণীয় এবং শিশু সামিউল হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থতা নিয়ে।

একজন দর্শক ফারাহ দীবা দীপ্তি প্রশ্ন করেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে দর্শকরা ভারতের চ্যানেল নির্ভর হয়ে যাচ্ছে। সেজন্য টেলিভিশনে বিজ্ঞাপন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেয়া যায় কিনা।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে এখন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান চলছে।

আরেকজন প্যানেলিস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ড: রওনক জাহান হাফিজ উদ্দিন আহমেদের সাথে একমত পোষণ করেন।

তিনি বলেন, “দর্শক হিসেবে যখনই বাংলাদেশের কোন চ্যানেল দেখি তখন শুধুই বিজ্ঞাপন দেখা যায়।”

অনুষ্ঠানের আরেক প্যানেলিস্ট সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, শুধু বিজ্ঞাপনের কারণেই বাংলাদেশের দর্শকরা ভারতীয় চ্যানেলমুখী হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে।

মি: কবির মনে করেন, একটি চ্যানেল কতক্ষণ বিজ্ঞাপন দেখাতে পারবে তার একটি নীতিমালা থাকা দরকার। একই সাথে টেলিভিশন চ্যানেলগুলোর মান উন্নত করার দিকে নজর দিতে হবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, বিজ্ঞাপনের বিষয়ে চূড়ান্ত বিধান করতে টেলিভিশনের মালিকপক্ষ রাজি নয়। তিনি বলেন ব্রিটেনে এগার শতাংশের বেশি বিজ্ঞাপন প্রচার করা হয়না। কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বিজ্ঞাপন প্রচার করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞাপন প্রচার করার একটা নিয়ম আছে। কিন্তু বিজ্ঞাপন প্রচারের সঠিক নিয়ম বাংলাদেশে পালন করা হয় না। সেজন্য সম্প্রচার আইনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের নিয়ম নির্ধারণ করে দেয়া হবে।

কোন টেলিভিশন চ্যানেল নীতিমালা ভঙ্গ করছে কিনা সেটি দেখভাল করবে সম্প্রচার কমিশন। মি: ইনু আরও বলেন কেউ নীতিমালা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আন্তঃনদী সংযোগ প্রকল্প

এম আলিমুল হায়দার নামে একজন দর্শক প্রশ্ন করেন “ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প আবারো চালু করতে চাইছে বলে সেদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। শুধু আপত্তি জানানো ছাড়া বাংলাদেশ এখন এ ব্যাপারে আর কী করতে পারে?”

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন এই প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ভারত যদি আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে কী ধরণের ক্ষতি হবে সেটি জানতে অনেক গবেষণা করা দরকার। একই সাথে এই প্রকল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত বাংলাদেশের পক্ষে আনার জন্য প্রচারণা করা দরকার।

বিএনপি নেতা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ভারত ব্রহ্মপুত্র নদীর পানি গঙ্গায় নেবার চেষ্টা করছে। অথচ বাংলাদেশে নদীগুলোতে যে পানি আসে তার ৬৫% আসে ব্রহ্মপুত্র নদী থেকে। সুতরাং, এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে মরুকরণ হবে বলে বিএনপির এ নেতা সতর্ক করে দেন।

রওনক জাহানের সাথে মি: আহমেদ একমত পোষণ করে বলেন ভারতের এ প্রকল্পের বিরুদ্ধে বিশ্বজনমতকে বাংলাদেশের পক্ষে আনতে হবে। একজন দর্শক মন্তব্য করেন, “ভারত সূক্ষ্ম কৌশলের আশ্রয় নিয়েছে। তাঁরা ছিটমহল সমস্যার সমাধান করে এখন আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে।”

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয়ভাবে কাজ না হলে প্রয়োজনে জাতিসংঘে যেতে হবে।

কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৯৭৭ সালে গঙ্গার পানির জন্য তৎকালীন জিয়াউর রহমান সরকার বিষয়টি জাতিসংঘে নিয়েছিলেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। সেজন্য এ ব্যপারে ভেবেচিন্তে এগুতে হবে বলে তথ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন বাংলাদেশের দিক থেকে ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ এ ব্যাপারে কোন ছাড় দেবে না।

বিএনপিকে ভাঙ্গার গুঞ্জন

অনুষ্ঠানে সেলিনা আক্তার নামে একজন দর্শক প্রশ্ন করেন “বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন হলো, বিএনপির মতো একটি দল ভাঙ্গার চেষ্টা হলে তা বাংলাদেশের রাজনীতিতে কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে?”

বিএনপিকে ভাঙ্গার অভিযোগ নাকচ করে দিয়ে দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন বিএনপিকে ভাঙ্গার কোন কারন নেই। বরং তার ভাষায় ভুল রাজনীতির কারনেই বিএনপি নিজেই বিভক্তির মুখে পড়েছে।

তবে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন বর্তমান সরকারের জনসমর্থন না থাকার কারনেই তারা বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করতে পারে।

মি: ইনু বলেন , “বেগম খালেদা জিয়া নিজেই এমন একটা ভুল রাজনীতি করেছেন তার ছেলেকে নিয়ে, সেজন্য তিনি নিজেই রাজনীতির বাইরে চলে যাচ্ছেন। এ কারনে দল ভাঙার কথাটা এসেছে। এর জন্য আমরা কেউ দায়ী না।”এটা বিএনপি নেতৃবৃন্দকেই উত্তর দিতে হবে।

সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন , “যা রটে তার কিছু না কিছু বটে।” তিনি বলেন বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা উপলব্ধি করেন যে তাঁদের যথেষ্ট জনসমর্থন নেই। সেকারণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করতে পারে।

মি: আহমেদ বলেন , “বহুল আলোচিত দল জামায়াতে ইসলামের লোকজন এখন দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। সুতরাং দল ভাঙার প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে। জামায়াতে ইসলামকে ভাঙার চেষ্টা হচ্ছে, এরপর হয়তো বিএনপিকে ভাঙার চেষ্টা হবে।”

তবে তথ্যমন্ত্রী বলেন দল ভাঙার ঘটনা পঁচাত্তরের পরে সামরিক শাসকরা করেছে। এরপরে দল ভাঙার ঘটনা গণতান্ত্রিক রাজনীতিতে নেই বলেও তিনি উল্লেখ করেন। মি: ইনু বলেন, “আমরা ঐক্য করতে পারি, আমরা আরেকটা দল ভাঙাব কেন?”

রাষ্ট্রবিজ্ঞানী ড: রওনক জাহান বলেন সরকার আসলেই বিএনপিকে ভাঙতে চায় কিনা সেটি স্পষ্ট নয়। তবে সে ধরনের চেষ্টা হলে তা দীর্ঘমেয়াদে সরকারের জন্য ভালো কোন ফল দেবে না। তিনি বলেন রাজনীতিবিদেরা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে কিভাবে টিকে থাকতে হবে সেই অনুযায়ী নীতি নির্ধারণ করছেন।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন , “বাংলাদেশে এমন কথা (দল ভাঙা) আমরা আগেও শুনেছি। কিন্তু তার কোন ইতিবাচক ফল আসেনি।”

শিশু সামিউল হত্যাকাণ্ড

মো: ওমর ফারুক নামে এক দর্শক প্রশ্ন করেন “সামিউলের নির্মম হত্যাকাণ্ড কি এটা প্রমাণ করে যে অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যর্থ?”

হাফিজ উদ্দিন আহমেদ বলেন “দেশে এখন খুনের মহোৎসব চলছে। এই ঘটনা প্রমাণ করে দেশে কোন আইনের শাসন নেই।

রওনক জাহানও বলেন অনেক সময় অপরাধের বিচার হয়না এবং অপরাধীরা পার পেয়ে যায়। সেজন্য এ ধরণের ঘটনা ঘটে।

হুমায়ুন কবিরও বলেন একদিকে সামাজিক মূল্যবোধের অভাব এবং অন্যদিকে অপরাধ করে পার পেয়ে যাবার যে সংস্কৃতি তৈরি হবার কারনেই এধরণের ঘটনা ঘটছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তাঁর সরকার অপরাধীদের ছাড় দেয়না। তিনি বলেন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের শাস্তি নিশ্চিত করা হবে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ।

সম্প্রচার আইনে টিভির মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন কমবে: ইনু

আপডেট টাইম : ০৩:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫

ডেস্ক : বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতি ঘণ্টায় কতটা সময় বিজ্ঞাপন প্রচার করা যাবে সে বিষয়টি নির্ধারণ করে আগামী ছয় মাসের মধ্যেই সম্প্রচার আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিবিসির বাংলাদেশ সংলাপে তথ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সম্প্রচার নীতিমালা হয়েছে এবং তার আলোকেই সম্প্রচার আইন করা হবে। এ আইনের অধীনে একটি সম্প্রচার কমিশন থাকবে বলে জানান মি: ইনু।

অনুষ্ঠানে এই প্রসঙ্গ ছাড়াও আলোচনা হয় বিএনপিকে ভাঙ্গার অভিযোগ, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশের করণীয় এবং শিশু সামিউল হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থতা নিয়ে।

একজন দর্শক ফারাহ দীবা দীপ্তি প্রশ্ন করেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে দর্শকরা ভারতের চ্যানেল নির্ভর হয়ে যাচ্ছে। সেজন্য টেলিভিশনে বিজ্ঞাপন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেয়া যায় কিনা।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে এখন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান চলছে।

আরেকজন প্যানেলিস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ড: রওনক জাহান হাফিজ উদ্দিন আহমেদের সাথে একমত পোষণ করেন।

তিনি বলেন, “দর্শক হিসেবে যখনই বাংলাদেশের কোন চ্যানেল দেখি তখন শুধুই বিজ্ঞাপন দেখা যায়।”

অনুষ্ঠানের আরেক প্যানেলিস্ট সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, শুধু বিজ্ঞাপনের কারণেই বাংলাদেশের দর্শকরা ভারতীয় চ্যানেলমুখী হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে।

মি: কবির মনে করেন, একটি চ্যানেল কতক্ষণ বিজ্ঞাপন দেখাতে পারবে তার একটি নীতিমালা থাকা দরকার। একই সাথে টেলিভিশন চ্যানেলগুলোর মান উন্নত করার দিকে নজর দিতে হবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে তথ্যমন্ত্রী জানান, বিজ্ঞাপনের বিষয়ে চূড়ান্ত বিধান করতে টেলিভিশনের মালিকপক্ষ রাজি নয়। তিনি বলেন ব্রিটেনে এগার শতাংশের বেশি বিজ্ঞাপন প্রচার করা হয়না। কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বিজ্ঞাপন প্রচার করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞাপন প্রচার করার একটা নিয়ম আছে। কিন্তু বিজ্ঞাপন প্রচারের সঠিক নিয়ম বাংলাদেশে পালন করা হয় না। সেজন্য সম্প্রচার আইনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের নিয়ম নির্ধারণ করে দেয়া হবে।

কোন টেলিভিশন চ্যানেল নীতিমালা ভঙ্গ করছে কিনা সেটি দেখভাল করবে সম্প্রচার কমিশন। মি: ইনু আরও বলেন কেউ নীতিমালা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আন্তঃনদী সংযোগ প্রকল্প

এম আলিমুল হায়দার নামে একজন দর্শক প্রশ্ন করেন “ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প আবারো চালু করতে চাইছে বলে সেদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। শুধু আপত্তি জানানো ছাড়া বাংলাদেশ এখন এ ব্যাপারে আর কী করতে পারে?”

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন এই প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে।

রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ভারত যদি আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে কী ধরণের ক্ষতি হবে সেটি জানতে অনেক গবেষণা করা দরকার। একই সাথে এই প্রকল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত বাংলাদেশের পক্ষে আনার জন্য প্রচারণা করা দরকার।

বিএনপি নেতা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ভারত ব্রহ্মপুত্র নদীর পানি গঙ্গায় নেবার চেষ্টা করছে। অথচ বাংলাদেশে নদীগুলোতে যে পানি আসে তার ৬৫% আসে ব্রহ্মপুত্র নদী থেকে। সুতরাং, এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে মরুকরণ হবে বলে বিএনপির এ নেতা সতর্ক করে দেন।

রওনক জাহানের সাথে মি: আহমেদ একমত পোষণ করে বলেন ভারতের এ প্রকল্পের বিরুদ্ধে বিশ্বজনমতকে বাংলাদেশের পক্ষে আনতে হবে। একজন দর্শক মন্তব্য করেন, “ভারত সূক্ষ্ম কৌশলের আশ্রয় নিয়েছে। তাঁরা ছিটমহল সমস্যার সমাধান করে এখন আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে।”

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয়ভাবে কাজ না হলে প্রয়োজনে জাতিসংঘে যেতে হবে।

কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৯৭৭ সালে গঙ্গার পানির জন্য তৎকালীন জিয়াউর রহমান সরকার বিষয়টি জাতিসংঘে নিয়েছিলেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। সেজন্য এ ব্যপারে ভেবেচিন্তে এগুতে হবে বলে তথ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন বাংলাদেশের দিক থেকে ভারতের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ এ ব্যাপারে কোন ছাড় দেবে না।

বিএনপিকে ভাঙ্গার গুঞ্জন

অনুষ্ঠানে সেলিনা আক্তার নামে একজন দর্শক প্রশ্ন করেন “বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন হলো, বিএনপির মতো একটি দল ভাঙ্গার চেষ্টা হলে তা বাংলাদেশের রাজনীতিতে কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে?”

বিএনপিকে ভাঙ্গার অভিযোগ নাকচ করে দিয়ে দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন বিএনপিকে ভাঙ্গার কোন কারন নেই। বরং তার ভাষায় ভুল রাজনীতির কারনেই বিএনপি নিজেই বিভক্তির মুখে পড়েছে।

তবে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন বর্তমান সরকারের জনসমর্থন না থাকার কারনেই তারা বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করতে পারে।

মি: ইনু বলেন , “বেগম খালেদা জিয়া নিজেই এমন একটা ভুল রাজনীতি করেছেন তার ছেলেকে নিয়ে, সেজন্য তিনি নিজেই রাজনীতির বাইরে চলে যাচ্ছেন। এ কারনে দল ভাঙার কথাটা এসেছে। এর জন্য আমরা কেউ দায়ী না।”এটা বিএনপি নেতৃবৃন্দকেই উত্তর দিতে হবে।

সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন , “যা রটে তার কিছু না কিছু বটে।” তিনি বলেন বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা উপলব্ধি করেন যে তাঁদের যথেষ্ট জনসমর্থন নেই। সেকারণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করতে পারে।

মি: আহমেদ বলেন , “বহুল আলোচিত দল জামায়াতে ইসলামের লোকজন এখন দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। সুতরাং দল ভাঙার প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে। জামায়াতে ইসলামকে ভাঙার চেষ্টা হচ্ছে, এরপর হয়তো বিএনপিকে ভাঙার চেষ্টা হবে।”

তবে তথ্যমন্ত্রী বলেন দল ভাঙার ঘটনা পঁচাত্তরের পরে সামরিক শাসকরা করেছে। এরপরে দল ভাঙার ঘটনা গণতান্ত্রিক রাজনীতিতে নেই বলেও তিনি উল্লেখ করেন। মি: ইনু বলেন, “আমরা ঐক্য করতে পারি, আমরা আরেকটা দল ভাঙাব কেন?”

রাষ্ট্রবিজ্ঞানী ড: রওনক জাহান বলেন সরকার আসলেই বিএনপিকে ভাঙতে চায় কিনা সেটি স্পষ্ট নয়। তবে সে ধরনের চেষ্টা হলে তা দীর্ঘমেয়াদে সরকারের জন্য ভালো কোন ফল দেবে না। তিনি বলেন রাজনীতিবিদেরা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে কিভাবে টিকে থাকতে হবে সেই অনুযায়ী নীতি নির্ধারণ করছেন।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন , “বাংলাদেশে এমন কথা (দল ভাঙা) আমরা আগেও শুনেছি। কিন্তু তার কোন ইতিবাচক ফল আসেনি।”

শিশু সামিউল হত্যাকাণ্ড

মো: ওমর ফারুক নামে এক দর্শক প্রশ্ন করেন “সামিউলের নির্মম হত্যাকাণ্ড কি এটা প্রমাণ করে যে অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যর্থ?”

হাফিজ উদ্দিন আহমেদ বলেন “দেশে এখন খুনের মহোৎসব চলছে। এই ঘটনা প্রমাণ করে দেশে কোন আইনের শাসন নেই।

রওনক জাহানও বলেন অনেক সময় অপরাধের বিচার হয়না এবং অপরাধীরা পার পেয়ে যায়। সেজন্য এ ধরণের ঘটনা ঘটে।

হুমায়ুন কবিরও বলেন একদিকে সামাজিক মূল্যবোধের অভাব এবং অন্যদিকে অপরাধ করে পার পেয়ে যাবার যে সংস্কৃতি তৈরি হবার কারনেই এধরণের ঘটনা ঘটছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তাঁর সরকার অপরাধীদের ছাড় দেয়না। তিনি বলেন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের শাস্তি নিশ্চিত করা হবে।

সূত্র : বিবিসি