পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

সাগরে ভাসছে ফ্রান্স ও রোমানিয়ার সোয়া ২ লাখ টন নিম্ন মানের গম

চট্টগ্রাম : ব্রাজিলের গম নিয়ে বিতর্ক শেষ না হতেই আবারও নিম্ন মানের গম এনে বিপাকে পড়েছে খাদ্য অধিদফতর। ফ্রান্স ও রোমানিয়া থেকে আমদানি করা ওই গম পরীক্ষা করে দেখা গেছে, তা মানসম্মত নয়।

তাই বিতর্কের ভয়ে তা খালাস করা হচ্ছে না। ফলে দুই মাস ধরে প্রায় সোয়া দুই লাখ টন গম পড়ে আছে চট্টগ্রাম আর কুতুবদিয়া বন্দরের বহির্নোঙরে।

আমদানি করা গম নিয়ে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। ব্রাজিল থেকে আনা গম নিয়ে যখন চরম সমালোচনার মুখে সরকার ঠিক সেময় ফ্রান্স ও রোমানিয়া থেকে ৫টি জাহাজে প্রায় সোয়া দুই লাখ টন গম এসে পৌঁছেছে কুতুবদিয়া বন্দরে।

এর মধ্যে কোনো কোনোটি তো দেড় থেকে দু’মাস ধরে বহির্নোঙ্গরে রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে সেগুলো খালাস করা হচ্ছে না।

বন্দর সূত্রে জানা গেছে, এম ভি স্পার ক্যানিস একটি জাহাজ ৫১ হাজার ৩৪৭ মেট্রিক টন গম নিয়ে গত ২ জুন থেকে কুতুবদিয়ায় অবস্থান করছে। ১৪ জুন একই জায়গায় ৫০ হাজার ১৪৮ টন গম নিয়ে বহির্নোঙ্গর করেন এম ভি জিন ইয়াও। এর ১২ দিন পর সেখানে ভেড়ে এম ভি ওয়েস্টার্ন টেক্সাস। যাতে ৫২ হাজার টন গম রয়েছে। আর এম ভি কে পি আলবাট্রস ৫২ হাজার টন গম নিয়ে পৌঁছায় ৯ জুলাই। এর আগে গত ৩০ জুন এম ভি পিনটেইল ৫ হাজার সাত শত ৯৭ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এরমধ্যে কেপি অ্যালবাট্রসে আনা গমের নমুনা পরীক্ষা করে খাদ্য অধিদপ্তর। কিন্তু নিম্নমানের হওয়ায় তা নিতে রাজি হয়নি সংস্থাটি।

তবে ৭ জুলাই পিনটেইল থেকে বন্দরে আনার জন্য ১ হাজার ৯০০ টন গম লাইটার জাহাজে তোলা হয়। কিন্তু নিম্নমানের হওয়ায় শেষ পর্যন্ত সেগুলোও নিতে অস্বীকৃতি জানায় খাদ্য অধিদপ্তর। এখন লাইটার জাহাজগুলো অলস পড়ে আছে কর্ণফুলী নদীর মোহনায়।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, জাহাজগুলো দিনের পর দিন বহির্নোঙ্গরে পড়ে থাকায় সরকারকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

তবে এ নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাতে তিনি রাজি হননি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ব্যক্তিগত সহকারির মাধ্যমে জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

সাগরে ভাসছে ফ্রান্স ও রোমানিয়ার সোয়া ২ লাখ টন নিম্ন মানের গম

আপডেট টাইম : ০৭:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫

চট্টগ্রাম : ব্রাজিলের গম নিয়ে বিতর্ক শেষ না হতেই আবারও নিম্ন মানের গম এনে বিপাকে পড়েছে খাদ্য অধিদফতর। ফ্রান্স ও রোমানিয়া থেকে আমদানি করা ওই গম পরীক্ষা করে দেখা গেছে, তা মানসম্মত নয়।

তাই বিতর্কের ভয়ে তা খালাস করা হচ্ছে না। ফলে দুই মাস ধরে প্রায় সোয়া দুই লাখ টন গম পড়ে আছে চট্টগ্রাম আর কুতুবদিয়া বন্দরের বহির্নোঙরে।

আমদানি করা গম নিয়ে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। ব্রাজিল থেকে আনা গম নিয়ে যখন চরম সমালোচনার মুখে সরকার ঠিক সেময় ফ্রান্স ও রোমানিয়া থেকে ৫টি জাহাজে প্রায় সোয়া দুই লাখ টন গম এসে পৌঁছেছে কুতুবদিয়া বন্দরে।

এর মধ্যে কোনো কোনোটি তো দেড় থেকে দু’মাস ধরে বহির্নোঙ্গরে রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে সেগুলো খালাস করা হচ্ছে না।

বন্দর সূত্রে জানা গেছে, এম ভি স্পার ক্যানিস একটি জাহাজ ৫১ হাজার ৩৪৭ মেট্রিক টন গম নিয়ে গত ২ জুন থেকে কুতুবদিয়ায় অবস্থান করছে। ১৪ জুন একই জায়গায় ৫০ হাজার ১৪৮ টন গম নিয়ে বহির্নোঙ্গর করেন এম ভি জিন ইয়াও। এর ১২ দিন পর সেখানে ভেড়ে এম ভি ওয়েস্টার্ন টেক্সাস। যাতে ৫২ হাজার টন গম রয়েছে। আর এম ভি কে পি আলবাট্রস ৫২ হাজার টন গম নিয়ে পৌঁছায় ৯ জুলাই। এর আগে গত ৩০ জুন এম ভি পিনটেইল ৫ হাজার সাত শত ৯৭ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এরমধ্যে কেপি অ্যালবাট্রসে আনা গমের নমুনা পরীক্ষা করে খাদ্য অধিদপ্তর। কিন্তু নিম্নমানের হওয়ায় তা নিতে রাজি হয়নি সংস্থাটি।

তবে ৭ জুলাই পিনটেইল থেকে বন্দরে আনার জন্য ১ হাজার ৯০০ টন গম লাইটার জাহাজে তোলা হয়। কিন্তু নিম্নমানের হওয়ায় শেষ পর্যন্ত সেগুলোও নিতে অস্বীকৃতি জানায় খাদ্য অধিদপ্তর। এখন লাইটার জাহাজগুলো অলস পড়ে আছে কর্ণফুলী নদীর মোহনায়।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, জাহাজগুলো দিনের পর দিন বহির্নোঙ্গরে পড়ে থাকায় সরকারকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

তবে এ নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাতে তিনি রাজি হননি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ব্যক্তিগত সহকারির মাধ্যমে জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই।