পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

আন্দোলনে যাচ্ছেন মেডিকেল শিক্ষার্থীরা!

ঢাকা : ‘ক্যারি অন’ প্রথা চালু রাখার দাবিতে আন্দোলনে যাচ্ছেন মেডিকেলের শিক্ষার্থীরা। আগামী শনিবার দুপুর ১২টায় সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে শুরু হবে তাঁদের এই আন্দোলন।

বাংলাদেশ সম্মিলিত মেডিকেল শিক্ষার্থী-বৃন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারার প্রথাকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন’ বলা হয়। ২০০২ সালে প্রণীত কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার পরপরই দ্বিতীয় পেশাগত পরীক্ষার যাবতীয় ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুমোদন প্রাপ্ত হতো। এই কারিকুলামে পেশাগত পরীক্ষা ছিল তিনটি এবং একজন শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ না হলেও প্রথম পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারিতে (৬ মাস পর অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ) কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ত না। কিন্তু ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলামে এই প্রথা বাতিল করা হয়েছে। এতে একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য হলে সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এ ক্ষেত্রে পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা নতুন কারিকুলামে নেই।

শিক্ষার্থীদের দাবি, এই প্রথা চালু হলে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। কারণ দুটি চলমান ব্যাচের মাঝে নতুন একটি ব্যাচের শিক্ষাকার্যক্রম পরিচালনা দুরূহ হয়ে দাঁড়াবে। এর পেছনে রয়েছে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত অপ্রতুলতা ও পর্যাপ্ত শিক্ষকের অভাব। অন্য দিকে এই নতুন পদ্ধতির কারণে সরকারি মেডিকেল কলেজ ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দেবে এবং সরকারের ব্যয়ও বাড়বে। অন্যদিকে বেসরকারি মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বিশাল অংশ আর্থিক বাধার সম্মুখীন হবে। কারণ এ অতিরিক্ত সময়ের শিক্ষা ব্যয় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মূল চালিকাশক্তি হলো শিক্ষানবিশ চিকিৎসক। প্রবর্তিত নতুন এ পদ্ধতির ফলে প্রতি বছর মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় দুই হাজার শিক্ষানবিশ চিকিৎসক সংকট দেখা দেবে। অন্যদিকে সময়মতো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় চিকিৎসক সংকটে পড়বে দেশের মফস্বল এলাকা ও গ্রামাঞ্চল। তাই তাঁরা নতুন কারিকুলামে ‘ক্যারি অন’ সিস্টেম পুনর্বহাল চান!

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

আন্দোলনে যাচ্ছেন মেডিকেল শিক্ষার্থীরা!

আপডেট টাইম : ০৫:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫

ঢাকা : ‘ক্যারি অন’ প্রথা চালু রাখার দাবিতে আন্দোলনে যাচ্ছেন মেডিকেলের শিক্ষার্থীরা। আগামী শনিবার দুপুর ১২টায় সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে শুরু হবে তাঁদের এই আন্দোলন।

বাংলাদেশ সম্মিলিত মেডিকেল শিক্ষার্থী-বৃন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারার প্রথাকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন’ বলা হয়। ২০০২ সালে প্রণীত কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার পরপরই দ্বিতীয় পেশাগত পরীক্ষার যাবতীয় ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুমোদন প্রাপ্ত হতো। এই কারিকুলামে পেশাগত পরীক্ষা ছিল তিনটি এবং একজন শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ না হলেও প্রথম পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারিতে (৬ মাস পর অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ) কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ত না। কিন্তু ২০১২ সালে প্রণীত নতুন কারিকুলামে এই প্রথা বাতিল করা হয়েছে। এতে একজন শিক্ষার্থী প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য হলে সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। এ ক্ষেত্রে পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা নতুন কারিকুলামে নেই।

শিক্ষার্থীদের দাবি, এই প্রথা চালু হলে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। কারণ দুটি চলমান ব্যাচের মাঝে নতুন একটি ব্যাচের শিক্ষাকার্যক্রম পরিচালনা দুরূহ হয়ে দাঁড়াবে। এর পেছনে রয়েছে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত অপ্রতুলতা ও পর্যাপ্ত শিক্ষকের অভাব। অন্য দিকে এই নতুন পদ্ধতির কারণে সরকারি মেডিকেল কলেজ ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দেবে এবং সরকারের ব্যয়ও বাড়বে। অন্যদিকে বেসরকারি মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বিশাল অংশ আর্থিক বাধার সম্মুখীন হবে। কারণ এ অতিরিক্ত সময়ের শিক্ষা ব্যয় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মূল চালিকাশক্তি হলো শিক্ষানবিশ চিকিৎসক। প্রবর্তিত নতুন এ পদ্ধতির ফলে প্রতি বছর মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় দুই হাজার শিক্ষানবিশ চিকিৎসক সংকট দেখা দেবে। অন্যদিকে সময়মতো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় চিকিৎসক সংকটে পড়বে দেশের মফস্বল এলাকা ও গ্রামাঞ্চল। তাই তাঁরা নতুন কারিকুলামে ‘ক্যারি অন’ সিস্টেম পুনর্বহাল চান!