অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

মহাসড়কে তিনচাকা বিশিষ্ট যান চলাচলে নিষেধাজ্ঞা

ফারুক আহমেদ সুজন : নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করে কয়েকটি যান আটক ও চালকদের জরিমানা করেছে।
মহাসড়কে কম গতির এসব যানকে দুর্ঘটনার জন্য দায়ী করে দীর্ঘদিন ধরে তাদের চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল বাস মালিক ও চালকরা।
গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যলো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি না চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অটোরিকশা ও নছিমন চালকদের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন হয়নি।
এরপর পহেলা অগাস্ট থেকে সারাদেশের মহাসড়কে অটোরিকশা, টেম্পোসহ অযান্ত্রিক সব যান নিষিদ্ধ করে গত ২৭ জুলাই সরকার ওই প্রজ্ঞাপন জারি করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলাচল নিষিদ্ধ যানবাহন আটক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইয়াকুব।
চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদ ও প্রত্যাহার দাবিতে মহাসড়কে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তা ও শিমরাইল এলাকায় বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালিত অটোরিশার চালক ও মালিকরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মহাসড়কে কয়েক দফা এসব অবরোধ হয়, যাতে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
সরকারের এই নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন দাবি করে জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি জামাল হোসেন বলেন, সিএনজি স্টেশনগুলো মহাসড়কের পাশে; তাই গ্যাস নিতে হলেও চালকদের মহাসড়কে উঠতে হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে অটোরিকশা
এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যেতে হলে বিকল্প পথ না থাকায় মহাসড়কে উঠতেই হয়। তাই সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।
একই মহাসড়কের ফেনী অংশের অটোরিকশা-টেম্পো চালকরাও একই অভিযোগ করেছেন। ফেনী অংশে প্রথম দিন অবাধে ধীরগতির তিন চাকার যানবাহন চলাচল করতেও দেখা যায়।
গাড়ি চালানোর জন্য পুলিশকে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করে মহাসড়কের লেমুয়া অংশে চালাচলকারী অটোরিকশা চালক জব্বার আলী বলেন, সকালে গাড়ি চলাচলের জন্য বাধা দিলে তারা পুলিশকে ‘ম্যানেজ মানি’ দিয়ে সারাদিন গাড়ি চালিয়েছেন।
তবে চালকদের ‘ম্যানেজ মানি’র বিষয়টি অস্বীকার করেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান ফেনী অংশে হাইওয়ে পুলিশের তিনটি দল সকাল থেকে মহাসড়কে অভিযান অব্যাহত রেখেছে।
তিনি দাবি করেন, তারা বিভিন্ন পয়েন্ট থেকে ১০টি অটোরিকশা আটক করেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটি মোবাইল টিম কাজ করেছে।
চট্টগ্রাম ফৌজদারহাট ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন।
সমাবেশ থেকে ৪ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, ৯ অগাস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ১৩ অগাস্ট চট্টগ্রাম জেলা ও মহানগরে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন তারা।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডোরেশনের আঞ্চলিক কমিটির সম্পাদক অলি আহমদ বলেন, “এ সিদ্ধান্তের ফলে সারাদেশে প্রায় ১০ লাখ মানুষ বেকার হয়ে যাবে, যাতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।”
‘অটোরিকশার জন্য দুর্ঘটনা হয় তা সত্য নয়’ দাবি করে শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা বলেন, “অটোরিকশা বন্ধ হওয়ার পর যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে মন্ত্রী পদত্যাগ করবেন কি না তা আমাদের জানাতে হবে।”
এদিকে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প পথ তৈরি না করে মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি প্রকাশ করে হাটিকুমরুল অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান বলেন, “সরকারের সিদ্বান্তে আমাদের দ্বিমত নেই। কিন্ত আমাদের জন্য বিকল্প রুট তৈরি করে দিতে হবে।”

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

মহাসড়কে তিনচাকা বিশিষ্ট যান চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৯:০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫

ফারুক আহমেদ সুজন : নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করে কয়েকটি যান আটক ও চালকদের জরিমানা করেছে।
মহাসড়কে কম গতির এসব যানকে দুর্ঘটনার জন্য দায়ী করে দীর্ঘদিন ধরে তাদের চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল বাস মালিক ও চালকরা।
গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যলো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি না চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অটোরিকশা ও নছিমন চালকদের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন হয়নি।
এরপর পহেলা অগাস্ট থেকে সারাদেশের মহাসড়কে অটোরিকশা, টেম্পোসহ অযান্ত্রিক সব যান নিষিদ্ধ করে গত ২৭ জুলাই সরকার ওই প্রজ্ঞাপন জারি করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চলাচল নিষিদ্ধ যানবাহন আটক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইয়াকুব।
চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদ ও প্রত্যাহার দাবিতে মহাসড়কে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তা ও শিমরাইল এলাকায় বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালিত অটোরিশার চালক ও মালিকরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মহাসড়কে কয়েক দফা এসব অবরোধ হয়, যাতে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
সরকারের এই নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন দাবি করে জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি জামাল হোসেন বলেন, সিএনজি স্টেশনগুলো মহাসড়কের পাশে; তাই গ্যাস নিতে হলেও চালকদের মহাসড়কে উঠতে হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে অটোরিকশা
এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যেতে হলে বিকল্প পথ না থাকায় মহাসড়কে উঠতেই হয়। তাই সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি।
একই মহাসড়কের ফেনী অংশের অটোরিকশা-টেম্পো চালকরাও একই অভিযোগ করেছেন। ফেনী অংশে প্রথম দিন অবাধে ধীরগতির তিন চাকার যানবাহন চলাচল করতেও দেখা যায়।
গাড়ি চালানোর জন্য পুলিশকে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করে মহাসড়কের লেমুয়া অংশে চালাচলকারী অটোরিকশা চালক জব্বার আলী বলেন, সকালে গাড়ি চলাচলের জন্য বাধা দিলে তারা পুলিশকে ‘ম্যানেজ মানি’ দিয়ে সারাদিন গাড়ি চালিয়েছেন।
তবে চালকদের ‘ম্যানেজ মানি’র বিষয়টি অস্বীকার করেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান ফেনী অংশে হাইওয়ে পুলিশের তিনটি দল সকাল থেকে মহাসড়কে অভিযান অব্যাহত রেখেছে।
তিনি দাবি করেন, তারা বিভিন্ন পয়েন্ট থেকে ১০টি অটোরিকশা আটক করেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটি মোবাইল টিম কাজ করেছে।
চট্টগ্রাম ফৌজদারহাট ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন।
সমাবেশ থেকে ৪ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, ৯ অগাস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ১৩ অগাস্ট চট্টগ্রাম জেলা ও মহানগরে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন তারা।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডোরেশনের আঞ্চলিক কমিটির সম্পাদক অলি আহমদ বলেন, “এ সিদ্ধান্তের ফলে সারাদেশে প্রায় ১০ লাখ মানুষ বেকার হয়ে যাবে, যাতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।”
‘অটোরিকশার জন্য দুর্ঘটনা হয় তা সত্য নয়’ দাবি করে শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা বলেন, “অটোরিকশা বন্ধ হওয়ার পর যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে মন্ত্রী পদত্যাগ করবেন কি না তা আমাদের জানাতে হবে।”
এদিকে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প পথ তৈরি না করে মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি প্রকাশ করে হাটিকুমরুল অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান বলেন, “সরকারের সিদ্বান্তে আমাদের দ্বিমত নেই। কিন্ত আমাদের জন্য বিকল্প রুট তৈরি করে দিতে হবে।”