অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

চলবিলের ২‘শটি গ্রাম প্লাবিত ॥ ৮হাজার হেক্টর জমির ধান পানির নিচে

বাংলার খবর২৪.কম,500x350_6f0d124982816671dc31abbb44d0bd9a_COLONBIL-BONNAপাবনা : চলনবিল অঞ্চলে বর্ষার পানিতে প্লাবিত। ভারী বর্ষণের পাশাপাশি বর্ষার পানি হু হু করে ঢুকে পড়ায় এ অঞ্চলের ২‘শ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানিতে তলীয়ে গেছে ৮ হাজার হেক্টর জমির আমন ধান ফসল আদী। সংশ্লিষ্ট কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে ও বর্ষার পানিতে চাটমোহর উপজেলার ১হাজার ৮০ হেক্টর, বড়াইগ্রাম উপজেলার ১হাজার হেক্টর, সিংড়া উপজেলার ২হাজার হেক্টর, ভাঙ্গুড়া উপজেলায় ১হাজার ২০ হেক্টর ও গুরুদাশপুর উপজেলার ২হাজার ৫‘শ হেক্টর জমির বোনা রোপা ও আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। চলনবিলের শ্রীরামপুর বিল, সাতইল বিল, চিনাডাঙ্গার বিল, উত্তর চওড়ার মাঠ, হিয়ালার বিল, হুলহুলিয়া বিল, বড়িয়া বিলসহ নিচু এলাকার কিছু অংশে বোনা-রোপা আমন লগিয়েছিলেন কৃষকরা। কিন্তু গত দশ দিনের টানা ভারি বর্ষণে ও বন্যার পানিতে সেগুলো তলিয়ে গেছে। বড়াল ও গুমানি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দরিদ্র পল্লির অনেকের বাড়িতে পানি উঠেছে। নিমজ্জিত হয়েছে ক্ষেতের ফসল। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন তারা। বন্যার কারণে গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা। হতদরিদ্ররা নৌকা কিনতে না পারায় তৈরি করেছে কলার ভেলা। পরিবারের জন্য খাবার পানি সংগ্রহ, ছেলে-মেয়েদের স্কুলে গমন, হাটবাজারে যাতায়াতের জন্য পারাপার সব কাজই করতে হচ্ছে এখন এই কলার ভেলায়। চলবিলের ৯টি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্ষার পানি ঢুকে পড়ায় এ অঞ্চলের এক একটি বাড়ী যেন এক এক দ্বীপের সৃষ্টি হয়েছে। এক বাড়ী থেকে অন্য বাড়ীতে যেতে নৌকা ব্যবহার করতে হচ্ছে। নিচু বাড়ীগুলোর ঘরে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে পাট, মরিচ, সবজ্বির জমি। ভেসে গেছে সাড়ে ৮‘শ পুকুরের মাছ। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বর্ষার পানির পাশাপাশি গত কয়েক দিনের বৃষ্টির পানি ভাবিয়ে তুলছে চলনবিল অঞ্চলের মানুষকে। বর্ষার পানি বাড়ার সাথে সাথে বেড়েছে সাপ, ব্যাঙ, পোকা-মাকর ও রোগ ব্যাধি। চারি দিকে শুধু পানি আর পানি তাকলেও বিশুদ্ধ খাবার পানি নেই। বিশুদ্ধ পানি সংকটের কারণে ডায়রিয়ার আক্রান্তও হচ্ছে অনেকে। চলনবিলে পারের ছাইকোলা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, কয়েক দিনের বৃষ্টি ও বর্ষার পানিতে বাড়ীর চারপাশ ডুবে গেছে। এবার যে হারে বর্ষার পানি আসছে তাতে বাড়ীটা হয়তবা ডুবে যেতে পারে। বোয়ালমারী গ্রামের গোলজার হোসেন জানান, এবার ১০বিঘা জমিতে রোপা ও আমন ধান লাগাই ছিলাম সবগুলোই ডুবে গেছে। খাব কি সেই চিন্তাতেই ঘুম আসে না। ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, রোপা আমন ও মাসকলাই পানিতে তলিয়ে গেছে। উপজেলার দিলপাশার, খানমরিচ, অষ্টমণিষা ও ভাঙ্গুড়া ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্ততঃ ৭৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। চাটমোহর কৃষি অফিসার মোঃ রওশন আলম জানান, এখন বর্ষা মৌসুম তাছাড়া গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে চলনবিলের নিচু এলাকাগুলোতে পানি দেখা দিয়েছে। বর্ষার পানিতে ফসল আদিরও ক্ষয়ক্ষতি হয়েছে। এক তৃতীয় অংশ ফসলের জমিই এখন পানির নিচে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আলম বলেন, বন্যার কারনে সৃষ্ট যে কোন দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে।

সংঘর্ষে আহত ৩ ॥ আটক-৩
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে মাঝগ্রামের তয়জালের মেয়ে স্বর্না (৬) ও প্রতিবেশী রফিক উদ্দিনের মেয়ে সুইটি (৬) খেলার সময় ঝগড়ায় জড়িয়ে পরে। এই ছোট দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যায় শিশুদের পিতা তয়জাল ও উদ্দিনের পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক উদ্দিন পরিবার লোকজন নিয়ে তয়জালের উপর লাঠিশোঠা দিয়ে মারপিট করে। এতে মোঃ আকবর আলী ছেলে তয়জাল (৪৫) এর চোক উপরে ফেলা হয়, তয়জালের ছেলে আনিস (২০) ও প্রতিবেশী সিরাজের ছেলে প্রতিবন্ধী বেলাল (৩৫) আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তায়জালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ রতন রায় জানান, আহতদের মধ্যে তয়জালের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে, ঘটনার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এরা হলো- একই গ্রামের আজাদ হোসেনের স্ত্রী সানজিদা খাতুন (২২), রফিক উদ্দিন (৩০) ও রফিক উদ্দিনের স্ত্রী আদরী খাতুন (২৬)। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে। ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অটোবাইক ছিনতাই
পাবনার চাটমোহর উপজেলায় চালক মোঃ ইউনুস বিশ্বাস (৪২)কে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটোবাইক ছিনতাই। চালককে ৩দিন পর ভাদরা খেলার মাঠের উত্তরপাশে নর্বনির্মিত দোতলা ভবনের ছাদে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার। চালক ইউনুস পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রূপপুর গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবারে ইউনুস ব্যাটারী চালিত অটোবাইকে যাত্রী নিয়ে পাবনা থেকে চাটমোহরে আসে। এইদিন দুপুরে সে অপরিচিত একটি মোবাইল নম্বর দিয়ে তার বাড়ীতে ফোন করেন যে আমার বাড়ী যেতে দেরি হবে। তোমরা খেয়ে নিয়ও, আমি বাইরে খেয়ে নেব। এরপর সে আর বাড়ী ফেরে না। তার ব্যবহৃত ফোনও বন্ধ পাওয়া যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। এব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয় ও র‌্যাব-১২ পাবনা কে জানানো হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চাটমোহর উপজেলার ভাদরা খেলার মাঠের উত্তরপাশে নব-নিম্নাণধীন ভবনের দোতলার ছাদে অজ্ঞান অবস্থায় ইউনুসকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা এসে তাকে অজ্ঞান অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দূর্বিত্তরা ইউনুসকে অজ্ঞান করে তার ব্যাটারী চালিত অটোবাইক, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে তাকে ওইস্থানে ফেলে রেখে যায় বলে অনেকে ধারণা করছেন।

বন্ধুদের ছুরিকাঘাতে বন্ধু খুন
পূর্ব বিরোধের জের ধরে পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের ছুরিকাঘাতে মুসা হোসেন (২২) নামের অপর এক বন্ধু খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুসা ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, ঘটনার সময় মুসা তার কয়েকজন বন্ধুদের নিয়ে পৌর শহরের বস্তিপাড়া এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় পূর্ববিরোধের জের ধরে তার আরও কয়েকজন বন্ধু কলেজপাড়া থেকে মোটর সাইকেল যোগে সেখানে অতর্কিত হামলা করে মুসাকে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, বন্ধুদের সাথে আগের কোনো বিরোধের জের ধরে মুসাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

চলবিলের ২‘শটি গ্রাম প্লাবিত ॥ ৮হাজার হেক্টর জমির ধান পানির নিচে

আপডেট টাইম : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম,500x350_6f0d124982816671dc31abbb44d0bd9a_COLONBIL-BONNAপাবনা : চলনবিল অঞ্চলে বর্ষার পানিতে প্লাবিত। ভারী বর্ষণের পাশাপাশি বর্ষার পানি হু হু করে ঢুকে পড়ায় এ অঞ্চলের ২‘শ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৩ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানিতে তলীয়ে গেছে ৮ হাজার হেক্টর জমির আমন ধান ফসল আদী। সংশ্লিষ্ট কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে ও বর্ষার পানিতে চাটমোহর উপজেলার ১হাজার ৮০ হেক্টর, বড়াইগ্রাম উপজেলার ১হাজার হেক্টর, সিংড়া উপজেলার ২হাজার হেক্টর, ভাঙ্গুড়া উপজেলায় ১হাজার ২০ হেক্টর ও গুরুদাশপুর উপজেলার ২হাজার ৫‘শ হেক্টর জমির বোনা রোপা ও আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। চলনবিলের শ্রীরামপুর বিল, সাতইল বিল, চিনাডাঙ্গার বিল, উত্তর চওড়ার মাঠ, হিয়ালার বিল, হুলহুলিয়া বিল, বড়িয়া বিলসহ নিচু এলাকার কিছু অংশে বোনা-রোপা আমন লগিয়েছিলেন কৃষকরা। কিন্তু গত দশ দিনের টানা ভারি বর্ষণে ও বন্যার পানিতে সেগুলো তলিয়ে গেছে। বড়াল ও গুমানি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দরিদ্র পল্লির অনেকের বাড়িতে পানি উঠেছে। নিমজ্জিত হয়েছে ক্ষেতের ফসল। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন তারা। বন্যার কারণে গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা। হতদরিদ্ররা নৌকা কিনতে না পারায় তৈরি করেছে কলার ভেলা। পরিবারের জন্য খাবার পানি সংগ্রহ, ছেলে-মেয়েদের স্কুলে গমন, হাটবাজারে যাতায়াতের জন্য পারাপার সব কাজই করতে হচ্ছে এখন এই কলার ভেলায়। চলবিলের ৯টি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্ষার পানি ঢুকে পড়ায় এ অঞ্চলের এক একটি বাড়ী যেন এক এক দ্বীপের সৃষ্টি হয়েছে। এক বাড়ী থেকে অন্য বাড়ীতে যেতে নৌকা ব্যবহার করতে হচ্ছে। নিচু বাড়ীগুলোর ঘরে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে পাট, মরিচ, সবজ্বির জমি। ভেসে গেছে সাড়ে ৮‘শ পুকুরের মাছ। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বর্ষার পানির পাশাপাশি গত কয়েক দিনের বৃষ্টির পানি ভাবিয়ে তুলছে চলনবিল অঞ্চলের মানুষকে। বর্ষার পানি বাড়ার সাথে সাথে বেড়েছে সাপ, ব্যাঙ, পোকা-মাকর ও রোগ ব্যাধি। চারি দিকে শুধু পানি আর পানি তাকলেও বিশুদ্ধ খাবার পানি নেই। বিশুদ্ধ পানি সংকটের কারণে ডায়রিয়ার আক্রান্তও হচ্ছে অনেকে। চলনবিলে পারের ছাইকোলা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, কয়েক দিনের বৃষ্টি ও বর্ষার পানিতে বাড়ীর চারপাশ ডুবে গেছে। এবার যে হারে বর্ষার পানি আসছে তাতে বাড়ীটা হয়তবা ডুবে যেতে পারে। বোয়ালমারী গ্রামের গোলজার হোসেন জানান, এবার ১০বিঘা জমিতে রোপা ও আমন ধান লাগাই ছিলাম সবগুলোই ডুবে গেছে। খাব কি সেই চিন্তাতেই ঘুম আসে না। ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, রোপা আমন ও মাসকলাই পানিতে তলিয়ে গেছে। উপজেলার দিলপাশার, খানমরিচ, অষ্টমণিষা ও ভাঙ্গুড়া ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্ততঃ ৭৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। চাটমোহর কৃষি অফিসার মোঃ রওশন আলম জানান, এখন বর্ষা মৌসুম তাছাড়া গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে চলনবিলের নিচু এলাকাগুলোতে পানি দেখা দিয়েছে। বর্ষার পানিতে ফসল আদিরও ক্ষয়ক্ষতি হয়েছে। এক তৃতীয় অংশ ফসলের জমিই এখন পানির নিচে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আলম বলেন, বন্যার কারনে সৃষ্ট যে কোন দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে।

সংঘর্ষে আহত ৩ ॥ আটক-৩
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে মাঝগ্রামের তয়জালের মেয়ে স্বর্না (৬) ও প্রতিবেশী রফিক উদ্দিনের মেয়ে সুইটি (৬) খেলার সময় ঝগড়ায় জড়িয়ে পরে। এই ছোট দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ঐদিন সন্ধ্যায় শিশুদের পিতা তয়জাল ও উদ্দিনের পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক উদ্দিন পরিবার লোকজন নিয়ে তয়জালের উপর লাঠিশোঠা দিয়ে মারপিট করে। এতে মোঃ আকবর আলী ছেলে তয়জাল (৪৫) এর চোক উপরে ফেলা হয়, তয়জালের ছেলে আনিস (২০) ও প্রতিবেশী সিরাজের ছেলে প্রতিবন্ধী বেলাল (৩৫) আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তায়জালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ রতন রায় জানান, আহতদের মধ্যে তয়জালের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে, ঘটনার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এরা হলো- একই গ্রামের আজাদ হোসেনের স্ত্রী সানজিদা খাতুন (২২), রফিক উদ্দিন (৩০) ও রফিক উদ্দিনের স্ত্রী আদরী খাতুন (২৬)। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে। ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অটোবাইক ছিনতাই
পাবনার চাটমোহর উপজেলায় চালক মোঃ ইউনুস বিশ্বাস (৪২)কে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটোবাইক ছিনতাই। চালককে ৩দিন পর ভাদরা খেলার মাঠের উত্তরপাশে নর্বনির্মিত দোতলা ভবনের ছাদে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার। চালক ইউনুস পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রূপপুর গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবারে ইউনুস ব্যাটারী চালিত অটোবাইকে যাত্রী নিয়ে পাবনা থেকে চাটমোহরে আসে। এইদিন দুপুরে সে অপরিচিত একটি মোবাইল নম্বর দিয়ে তার বাড়ীতে ফোন করেন যে আমার বাড়ী যেতে দেরি হবে। তোমরা খেয়ে নিয়ও, আমি বাইরে খেয়ে নেব। এরপর সে আর বাড়ী ফেরে না। তার ব্যবহৃত ফোনও বন্ধ পাওয়া যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। এব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয় ও র‌্যাব-১২ পাবনা কে জানানো হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চাটমোহর উপজেলার ভাদরা খেলার মাঠের উত্তরপাশে নব-নিম্নাণধীন ভবনের দোতলার ছাদে অজ্ঞান অবস্থায় ইউনুসকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা এসে তাকে অজ্ঞান অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দূর্বিত্তরা ইউনুসকে অজ্ঞান করে তার ব্যাটারী চালিত অটোবাইক, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে তাকে ওইস্থানে ফেলে রেখে যায় বলে অনেকে ধারণা করছেন।

বন্ধুদের ছুরিকাঘাতে বন্ধু খুন
পূর্ব বিরোধের জের ধরে পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের ছুরিকাঘাতে মুসা হোসেন (২২) নামের অপর এক বন্ধু খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুসা ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, ঘটনার সময় মুসা তার কয়েকজন বন্ধুদের নিয়ে পৌর শহরের বস্তিপাড়া এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় পূর্ববিরোধের জের ধরে তার আরও কয়েকজন বন্ধু কলেজপাড়া থেকে মোটর সাইকেল যোগে সেখানে অতর্কিত হামলা করে মুসাকে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, বন্ধুদের সাথে আগের কোনো বিরোধের জের ধরে মুসাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।