পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করা হবে: গভর্নর

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আগামী মার্চের মধ্যে সব ব্যাংকে অটোমেশন চালুর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি না হলে বা হলমার্ক কেলেঙ্কারির মত ঘটনা ঘটলে প্রযোজনে পর্যবেক্ষকও নিয়োগ করা হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক আলোচনা সভায় গর্ভনর আরও বলেন, বারবার মূলধন ঘাটতি পূরণে যোগান দেবে না সরকার। কেননা, পুন:মূলধনীকরণ জনগণের ওপর আর্থিক চাপ বাড়ায়। তাই আয় ও মুনাফা বাড়ানোর দিকে নজর দিতে, খেলাপি ঋণ কমাতে এবং দক্ষতা বাড়াতে হবে

গর্ভনর আরও বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা গাইডলাইনগুলো অনুসরণ এবং যথাযথ ঋণ নিয়মাচার মেনে নতুন ঋণ দিতে হবে।

তিনি আরও বলেন, মঞ্জুরিকৃত ঋণ একবারে বা এক চেকেই বিতরণ না করে ধারাবাহিকভাবে বিতরণের ব্যবস্থা নিতে হবে। আগের বিতরণ করা ঋণের সঠিক ব্যবহার যাচাই করে ঋণের পরবর্তী কিস্তি বিতরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকও ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকল্পে প্রধান নির্বাহীর কাছ থেকে ‘অ্যান্ড ইউজ কমপ্লায়েন্স’ চাইবে।

গভর্নর বলেন, যে কোনো শাখার গুরুতর অনিয়মের জন্য প্রথমে প্রধান নির্বাহীকেই জবাবদিহি করতে হবে। অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় গাফিলতি থাকলে কোনো ছাড় দেয়া হবে না। যে কোনো বিষয়ে নন-কমপ্লায়েন্সের ক্ষেত্রে গাফিলতির জন্য দায়ী প্রধান নির্বাহীদের বিরুদ্ধে অপসারণসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পর্ষদের সদস্যদের গাফিলতির দৃষ্টান্তও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নজরে দেয়া হবে।

তিনি বলেন,সব ব্যাংকের পর্ষদের অডিট কমিটি যাতে নির্ভয়ে কাজ করতে পারে সে ব্যাপারে পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ পদক্ষেপের পরও অবস্থার কোনো উন্নতি না হলে ব্যাংকগুলোর পর্ষদে ক্যামেলস রেটিংয়ের ভিত্তিতে প্রয়োজনে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবে। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা মোতাবেক জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনতে কোনো রকম সিদ্ধান্তহীনতায় ভুগবে না কেন্দ্রীয় ব্যাংক। এই রেটিংয়ের উন্নতি না হওয়া পর্যন্ত নতুন শাখা খোলার আবেদন করা যাবে না।

ড. আতিউর রহমান বলেন, ব্যাংকগুলোর উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে কার্যকর কৌশল গ্রহণ, শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামো, দৃঢ় কর্পোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার দিকে পর্ষদকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

নতুন উদ্যমে ব্যাংকগুলোতে স্বার্থানেষী প্রভাবমুক্ত বস্তুনিষ্ঠ ঋণ ঝুঁকি মূল্যায়ন ও ঋণ ব্যবস্থাপনা, সকল পর্যায়ে সুনির্দিষ্ট দায়বদ্ধতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাংকগুলো সক্রিয় ও সচেষ্ট থাকতে হবে।

বৈঠক শেষে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলোর ক্যাশ রিকভারি, কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, অটোমেশন ও সুশাসনের অভাব রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকিং খাতের সার্বিক অবস্থার উন্নয়নে ব্যাংকার্স রিক্রুটসমেন্ট কমিটির মাধ্যমে জনবল নিয়োগের দাবি করেন চেয়ারম্যান ও এমডিরা। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ড. আতিউর রহমান ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করা হবে: গভর্নর

আপডেট টাইম : ০৩:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আগামী মার্চের মধ্যে সব ব্যাংকে অটোমেশন চালুর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি না হলে বা হলমার্ক কেলেঙ্কারির মত ঘটনা ঘটলে প্রযোজনে পর্যবেক্ষকও নিয়োগ করা হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক আলোচনা সভায় গর্ভনর আরও বলেন, বারবার মূলধন ঘাটতি পূরণে যোগান দেবে না সরকার। কেননা, পুন:মূলধনীকরণ জনগণের ওপর আর্থিক চাপ বাড়ায়। তাই আয় ও মুনাফা বাড়ানোর দিকে নজর দিতে, খেলাপি ঋণ কমাতে এবং দক্ষতা বাড়াতে হবে

গর্ভনর আরও বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা গাইডলাইনগুলো অনুসরণ এবং যথাযথ ঋণ নিয়মাচার মেনে নতুন ঋণ দিতে হবে।

তিনি আরও বলেন, মঞ্জুরিকৃত ঋণ একবারে বা এক চেকেই বিতরণ না করে ধারাবাহিকভাবে বিতরণের ব্যবস্থা নিতে হবে। আগের বিতরণ করা ঋণের সঠিক ব্যবহার যাচাই করে ঋণের পরবর্তী কিস্তি বিতরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকও ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকল্পে প্রধান নির্বাহীর কাছ থেকে ‘অ্যান্ড ইউজ কমপ্লায়েন্স’ চাইবে।

গভর্নর বলেন, যে কোনো শাখার গুরুতর অনিয়মের জন্য প্রথমে প্রধান নির্বাহীকেই জবাবদিহি করতে হবে। অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় গাফিলতি থাকলে কোনো ছাড় দেয়া হবে না। যে কোনো বিষয়ে নন-কমপ্লায়েন্সের ক্ষেত্রে গাফিলতির জন্য দায়ী প্রধান নির্বাহীদের বিরুদ্ধে অপসারণসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পর্ষদের সদস্যদের গাফিলতির দৃষ্টান্তও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নজরে দেয়া হবে।

তিনি বলেন,সব ব্যাংকের পর্ষদের অডিট কমিটি যাতে নির্ভয়ে কাজ করতে পারে সে ব্যাপারে পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ পদক্ষেপের পরও অবস্থার কোনো উন্নতি না হলে ব্যাংকগুলোর পর্ষদে ক্যামেলস রেটিংয়ের ভিত্তিতে প্রয়োজনে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবে। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা মোতাবেক জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনতে কোনো রকম সিদ্ধান্তহীনতায় ভুগবে না কেন্দ্রীয় ব্যাংক। এই রেটিংয়ের উন্নতি না হওয়া পর্যন্ত নতুন শাখা খোলার আবেদন করা যাবে না।

ড. আতিউর রহমান বলেন, ব্যাংকগুলোর উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে কার্যকর কৌশল গ্রহণ, শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামো, দৃঢ় কর্পোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার দিকে পর্ষদকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

নতুন উদ্যমে ব্যাংকগুলোতে স্বার্থানেষী প্রভাবমুক্ত বস্তুনিষ্ঠ ঋণ ঝুঁকি মূল্যায়ন ও ঋণ ব্যবস্থাপনা, সকল পর্যায়ে সুনির্দিষ্ট দায়বদ্ধতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাংকগুলো সক্রিয় ও সচেষ্ট থাকতে হবে।

বৈঠক শেষে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলোর ক্যাশ রিকভারি, কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, অটোমেশন ও সুশাসনের অভাব রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকিং খাতের সার্বিক অবস্থার উন্নয়নে ব্যাংকার্স রিক্রুটসমেন্ট কমিটির মাধ্যমে জনবল নিয়োগের দাবি করেন চেয়ারম্যান ও এমডিরা। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ড. আতিউর রহমান ।