অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ছাত্রলীগ ছাত্রদের স্বার্থে কথা বলে না: ওবায়দুল কাদের

ঢাবি: ছাত্রলীগ জাতীয় রাজনীতি নিয়ে কথা বললেও ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগকে ছাত্রদের স্বার্থেই কথা বলতে হবে। যদি তা না হয়, তাহলে নিয়মিত ছাত্র দ্বারা ছাত্রলীগ পরিচালনা করে কি লাভ?

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগকেই কথা বলতে হবে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডাকসু নির্বাচন হলে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এর জন্যে ছাত্রলীগকে কাজ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, অসহনীয় যানজটের ফলে মন্ত্রণালয়ের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। যানজট সমূলে নির্মূল না হওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল হিসেবেও ভাবতে নারাজ সরকারের এই মন্ত্রী।

যানজট নিরসন ও সড়কে নিরাপত্তা নিশ্চিতে আপোসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সব লক্কর-ঝক্কর মার্কা যানবাহনকে সড়ক ছাড়া করতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিদেশীদের কাছে পুনরায় নালিশ জানাতে চিকিৎসার নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করতেই মধ্যরাতে মিটিং করেছেন। আবার বিদেশি প্রভুদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে চিকিৎসার নামে বিদেশে যাচ্ছেন তিনি।

ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানক, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, মেহেদী হাসান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ওমর শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ছাত্রলীগ ছাত্রদের স্বার্থে কথা বলে না: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:২৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫

ঢাবি: ছাত্রলীগ জাতীয় রাজনীতি নিয়ে কথা বললেও ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগকে ছাত্রদের স্বার্থেই কথা বলতে হবে। যদি তা না হয়, তাহলে নিয়মিত ছাত্র দ্বারা ছাত্রলীগ পরিচালনা করে কি লাভ?

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগকেই কথা বলতে হবে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডাকসু নির্বাচন হলে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এর জন্যে ছাত্রলীগকে কাজ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, অসহনীয় যানজটের ফলে মন্ত্রণালয়ের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। যানজট সমূলে নির্মূল না হওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল হিসেবেও ভাবতে নারাজ সরকারের এই মন্ত্রী।

যানজট নিরসন ও সড়কে নিরাপত্তা নিশ্চিতে আপোসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সব লক্কর-ঝক্কর মার্কা যানবাহনকে সড়ক ছাড়া করতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিদেশীদের কাছে পুনরায় নালিশ জানাতে চিকিৎসার নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করতেই মধ্যরাতে মিটিং করেছেন। আবার বিদেশি প্রভুদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে চিকিৎসার নামে বিদেশে যাচ্ছেন তিনি।

ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানক, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, মেহেদী হাসান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ওমর শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।