অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

অবশেষে বাড়ি ফিরেছে সুরাইয়া

ঢাকা: মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৬ দিন হাসপাতালে কাটিয়ে মায়ের কোলে চড়েই বাড়ি ফিরেছে মাগুরার শিশু সুরাইয়া।

বৃহস্পতিবার বেলা দেড়টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে উপস্থিত হয়ে সুরাইয়াকে আনুষ্ঠানিকভাবে মা নাজমা বেগমের কোলে তুলে দেন। এ ছাড়া বাবা বাচ্চু ভূঁইয়ার হাতে সুরাইয়ার হাসপাতাল ছাড়ার পত্র তুলে দেন মোহাম্মদ নাসিম।

ছাড়পত্রের আনুষ্ঠানিকতার আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে শিশু সুরাইয়ার মঙ্গল কামনা করে।

অনুষ্ঠানে শিশুটির মা নাজমা বেগম বলেন, সকল ডাক্তাররা আমাকে সাহায্য করেছেন। তারা আমার বাচ্চাকে ভালোবেসে চিকিৎসা দিয়েছেন। তাই সুরাইয়া আজ সুস্থ। হাসপাতালের সব চিকিৎসক ও নার্সকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে দেখি নাই। কিন্তু তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি। তার জন্য আমি ও আমার সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছি। তিনি আমার সন্তানের দায়িত্ব নিয়েছেন, তাকে কী দিয়ে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। আমার মা নেই তিনিই (শেখ হাসিনা) আমার মা।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মাগুরা থেকে ঢাকা পর্যন্ত সকল চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুরাইয়া আজ বাড়ি ফিরে যাচ্ছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।

তিনি বলেন, যে শিশুটির বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, সেই শিশুটি ডাক্তারদের আন্তরিকতা ও মানবিক সেবার জন্য জীবন ফিরে পেয়েছে। সারাবিশ্বের মধ্যে ব্রাজিলে একটি শিশু মায়ের গর্ভে গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু আমাদের ডাক্তাররা সুরাইয়াকে বাঁচিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ জন্য চিকিৎসক টিমকে ধন্যবাদ। এটা তরুণ ডাক্তারদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

শিশুটির বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. খালিদ হাসান মোল্লা বলেন, পাঁচ দিন ধরে শিশুটি নিজেই মায়ের দুধ খাচ্ছে, হজম করতে পারছে, শরীরের তাপমাত্রা ধরে রাখতে পারছে এবং ক্ষতস্থান শুকিয়ে গেছে। শিশুটির ক্রমান্বয়ে ওজন বাড়ছে। জন্মের সময় শিশুটির ওজন ১৮শ’ গ্রাম ছিল; আর এখন প্রায় সাড়ে ২১শ’ গ্রাম।

তিনি বলেন, আমরা বোর্ডের ডাক্তাররা ২৬ দিন নিয়মিত এক বা একাধিকবার বসে সিদ্ধান্ত নিয়েছি। আজ সকালে আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের মনে হয়েছে বাকি চিকিৎসাটা সে বাড়িতেই নিতে পারবে। তাই আমরা তাকে ছাড়পত্র দিয়ে দিচ্ছি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা ৬৫ হাজার টাকা সুরাইয়ার বাবার হাতে তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর সুরাইয়ার জন্ম হয়।

২৬ জুলাই ভোর চারটার দিকে মা-বাবাকে ছাড়াই সুরাইয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। ২৮ জুলাই চিকিৎসকরা সুরাইয়াকে স্পেশাল কেয়ার বেবি ইউনিটে নিয়ে যান। ২৯ তারিখ হাসপাতালে এসে পৌঁছান মা। জন্মের ২৫ দিন পর প্রথমবারের মতো সুরাইয়াকে তার মায়ের কোলে দেয়া হয়।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

অবশেষে বাড়ি ফিরেছে সুরাইয়া

আপডেট টাইম : ০৬:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫

ঢাকা: মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৬ দিন হাসপাতালে কাটিয়ে মায়ের কোলে চড়েই বাড়ি ফিরেছে মাগুরার শিশু সুরাইয়া।

বৃহস্পতিবার বেলা দেড়টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে উপস্থিত হয়ে সুরাইয়াকে আনুষ্ঠানিকভাবে মা নাজমা বেগমের কোলে তুলে দেন। এ ছাড়া বাবা বাচ্চু ভূঁইয়ার হাতে সুরাইয়ার হাসপাতাল ছাড়ার পত্র তুলে দেন মোহাম্মদ নাসিম।

ছাড়পত্রের আনুষ্ঠানিকতার আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে শিশু সুরাইয়ার মঙ্গল কামনা করে।

অনুষ্ঠানে শিশুটির মা নাজমা বেগম বলেন, সকল ডাক্তাররা আমাকে সাহায্য করেছেন। তারা আমার বাচ্চাকে ভালোবেসে চিকিৎসা দিয়েছেন। তাই সুরাইয়া আজ সুস্থ। হাসপাতালের সব চিকিৎসক ও নার্সকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে দেখি নাই। কিন্তু তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি। তার জন্য আমি ও আমার সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছি। তিনি আমার সন্তানের দায়িত্ব নিয়েছেন, তাকে কী দিয়ে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। আমার মা নেই তিনিই (শেখ হাসিনা) আমার মা।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মাগুরা থেকে ঢাকা পর্যন্ত সকল চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুরাইয়া আজ বাড়ি ফিরে যাচ্ছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।

তিনি বলেন, যে শিশুটির বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, সেই শিশুটি ডাক্তারদের আন্তরিকতা ও মানবিক সেবার জন্য জীবন ফিরে পেয়েছে। সারাবিশ্বের মধ্যে ব্রাজিলে একটি শিশু মায়ের গর্ভে গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু আমাদের ডাক্তাররা সুরাইয়াকে বাঁচিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ জন্য চিকিৎসক টিমকে ধন্যবাদ। এটা তরুণ ডাক্তারদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

শিশুটির বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. খালিদ হাসান মোল্লা বলেন, পাঁচ দিন ধরে শিশুটি নিজেই মায়ের দুধ খাচ্ছে, হজম করতে পারছে, শরীরের তাপমাত্রা ধরে রাখতে পারছে এবং ক্ষতস্থান শুকিয়ে গেছে। শিশুটির ক্রমান্বয়ে ওজন বাড়ছে। জন্মের সময় শিশুটির ওজন ১৮শ’ গ্রাম ছিল; আর এখন প্রায় সাড়ে ২১শ’ গ্রাম।

তিনি বলেন, আমরা বোর্ডের ডাক্তাররা ২৬ দিন নিয়মিত এক বা একাধিকবার বসে সিদ্ধান্ত নিয়েছি। আজ সকালে আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের মনে হয়েছে বাকি চিকিৎসাটা সে বাড়িতেই নিতে পারবে। তাই আমরা তাকে ছাড়পত্র দিয়ে দিচ্ছি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা ৬৫ হাজার টাকা সুরাইয়ার বাবার হাতে তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর সুরাইয়ার জন্ম হয়।

২৬ জুলাই ভোর চারটার দিকে মা-বাবাকে ছাড়াই সুরাইয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। ২৮ জুলাই চিকিৎসকরা সুরাইয়াকে স্পেশাল কেয়ার বেবি ইউনিটে নিয়ে যান। ২৯ তারিখ হাসপাতালে এসে পৌঁছান মা। জন্মের ২৫ দিন পর প্রথমবারের মতো সুরাইয়াকে তার মায়ের কোলে দেয়া হয়।