পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বেরোবিতে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া: সহকারী প্রক্টর লাঞ্ছিত

বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঠেকাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর রহমান লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে গত সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস আহত হন। আর এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ছাত্রলীগের বহিস্কৃত নেতা হাদিউজ্জামান হাদির নেতৃত্বে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ইভটিজারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে তাদের সঙ্গে।

এরপরে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে সভাপতি-সেক্রেটারী গ্রুপের নেতা-কর্মীরা। তারা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সামনে।

এসময় ক্যাম্পাসে সব ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গিয়ে সহকারী প্রক্টর লাঞ্ছিত হন সভাপতি মেহেদি হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসনের অনুগত ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের হাতে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, তাদের মাঝে যাতে কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে তা সামাল দিতে গিয়ে শিশির গ্রুপের নেতা-কর্মীদেরকে ক্যাম্পাসের ভেতরে থাকতে বলি। আরও বলি যে তোমরা এখানে থাকো আমরা ব্যাপারটা নিয়ে দেখছি।

তিনি আরো জানান, এ কথা শোনে আরিফ আমাকে বলে “হু আর ইউ”। আপনি কে? আপনাকে আমরা চিনি না। আমি বলেছিলাম আমি তোমার সঙ্গে নয়, সভাপতির সঙ্গে কথা বলছি। তুমি চুপ করো। একথায় ছাত্রলীগের ওই নেতা আমার দিকে তেড়ে আসেন। পরে শিশির এসে তাকে নিয়ে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের পুলিশ ইন চার্জ শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

তিনি কোন লিখিত অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি সম্ভবত মামলা করবো। লিখিত অভিযোগও করবেন বলে তিনি জানান।

এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পসে ছাত্রলীগের বহিস্কৃত নেতা হাদি শিক্ষার্থীদের ব্যাবহার করে ক্যাম্পাসে মিছিল করে। তা বিশ্ববিদ্যালয় প্রশাসন সামাল দিতে পারে না কেন? আমার প্রশ্ন সেখানে। আর প্রক্টরের সঙ্গে আমাদের কোন কথা হয়নি। সভাপতি মেহেদি হাসান শিশির বলেন, তার সঙ্গে আমাদের এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

বহিস্কৃত নেতা হাদিউজ্জামান হাদি জানান, বিশ্ববিদ্যালয়ের হাঙ্গামাকারীদের বিচারের জন্য আমরা রেজিস্ট্রারকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি জানান, লাঞ্ছিত প্রক্টর এখনো আমাদের কাছে লিখিত কোন অভিযোগ জানাননি।

জানা যায়, এর আগেও স্থানীয় সরকার দলীয় নেতাদের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন। ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত গঠিত তদন্ত কমিটির কোন ফলাফল দৃশ্যমান হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বেরোবিতে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া: সহকারী প্রক্টর লাঞ্ছিত

আপডেট টাইম : ০১:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫

বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঠেকাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর রহমান লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে গত সোমবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস আহত হন। আর এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ছাত্রলীগের বহিস্কৃত নেতা হাদিউজ্জামান হাদির নেতৃত্বে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ইভটিজারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে তাদের সঙ্গে।

এরপরে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে সভাপতি-সেক্রেটারী গ্রুপের নেতা-কর্মীরা। তারা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সামনে।

এসময় ক্যাম্পাসে সব ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গিয়ে সহকারী প্রক্টর লাঞ্ছিত হন সভাপতি মেহেদি হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসনের অনুগত ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের হাতে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, তাদের মাঝে যাতে কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে তা সামাল দিতে গিয়ে শিশির গ্রুপের নেতা-কর্মীদেরকে ক্যাম্পাসের ভেতরে থাকতে বলি। আরও বলি যে তোমরা এখানে থাকো আমরা ব্যাপারটা নিয়ে দেখছি।

তিনি আরো জানান, এ কথা শোনে আরিফ আমাকে বলে “হু আর ইউ”। আপনি কে? আপনাকে আমরা চিনি না। আমি বলেছিলাম আমি তোমার সঙ্গে নয়, সভাপতির সঙ্গে কথা বলছি। তুমি চুপ করো। একথায় ছাত্রলীগের ওই নেতা আমার দিকে তেড়ে আসেন। পরে শিশির এসে তাকে নিয়ে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের পুলিশ ইন চার্জ শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

তিনি কোন লিখিত অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি সম্ভবত মামলা করবো। লিখিত অভিযোগও করবেন বলে তিনি জানান।

এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যাম্পসে ছাত্রলীগের বহিস্কৃত নেতা হাদি শিক্ষার্থীদের ব্যাবহার করে ক্যাম্পাসে মিছিল করে। তা বিশ্ববিদ্যালয় প্রশাসন সামাল দিতে পারে না কেন? আমার প্রশ্ন সেখানে। আর প্রক্টরের সঙ্গে আমাদের কোন কথা হয়নি। সভাপতি মেহেদি হাসান শিশির বলেন, তার সঙ্গে আমাদের এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

বহিস্কৃত নেতা হাদিউজ্জামান হাদি জানান, বিশ্ববিদ্যালয়ের হাঙ্গামাকারীদের বিচারের জন্য আমরা রেজিস্ট্রারকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি জানান, লাঞ্ছিত প্রক্টর এখনো আমাদের কাছে লিখিত কোন অভিযোগ জানাননি।

জানা যায়, এর আগেও স্থানীয় সরকার দলীয় নেতাদের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন। ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত গঠিত তদন্ত কমিটির কোন ফলাফল দৃশ্যমান হয়নি।