পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ভাইয়ের পরকীয়ার বিচারে দুই বোনকে ধর্ষণের আদেশ

দিল্লি, ২৯ আগষ্ট- ভারতে বিবাহিত এক নারীকে নিয়ে রাভী নামক এক ব্যক্তি পালিয়ে যাওয়ার বিচারে রাভির দুই বোনকে ধর্ষণ করার আদেশ দেয়া হয়েছে। বর্বোরোচিত এই শাস্তির আদেশটি দেয়া হয় মিনাক্ষি কুমারি (২৩) এবং তার ১৫ বছর বয়সী বোনের বিপক্ষে। শুধু শারীরিকভাবে চরম লাঞ্চণার এই শাস্তির আদেশেই ক্ষান্ত হয়নি গ্রামটির শুধুমাত্র পুরুষদের দ্বারা গঠিত অনির্বাচিত পরিষদ। এই দুজন নারীর মুখে কালি মেখে তাদের নগ্ন করে গ্রামটির রাস্তায় ঘুরানোর রায়ও দেয়া হয়।

রাজধানী দিল্লি থেকে কিছুটা দুরে বাঘপুত জেলার একটি গ্রামে এই ভয়ংকর বিচারের ঘটনাটি ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তবে এই আদেশ কার্যকর করার আগেই মিনাক্ষির পরিবার গ্রাম থেকে পালিয়ে আসতে হয়।

ভারতের সমাজে বিদ্যমান বর্ণপ্রথার কারণেই এমন একটি অমানবিক ঘটনার উদ্ভব হয়েছে বলে গণমাধ্যম জি মিডিয়া এর সুত্রে জানা গেছে। বর্ণপ্রথায় সর্বনিম্নভুক্ত দলিতশ্রেণির একজন রাভির সাথে তাদের চেয়ে উচ্চশ্রেণির জাত গোত্রের এক মেয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। দলিত শ্রেণির মানুষদের সমাজে অস্পর্শনীয় বিবেচনা করা হয়।

এই কারণে জাত নারীটির পরিবার তাকে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অন্য একজনের সাথে বিয়ে দেয়। কিন্তু একমাস না যেতেই মেয়েটি সেখান থেকে পালিয়ে আসে এবং মার্চ মাসে রাভির সাথে গোপনে পালিয়ে যায়। সমাজের চোখে ঘৃণ্য এই পরকীয়া প্রেমের অপরাধের শাস্তি হিসেবে জুলাইয়ের ৩১ তারিখে একটি গ্রাম্য পরিষদ সিদ্ধান্ত নেয় যে, রাভির এই কাজের প্রতিশোধ নিতে তার বোনদের ধর্ষণ করা উচিত। এরপরেই বোন দুটি পরিবার সেই গ্রাম থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারটির বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

মিনাক্ষির অপর এক ভাই সুমিত কুমার অ্যামনেস্টিকে জানায়, জাত গোত্রভুক্তরা গ্রাম্য পরিষদের শক্তিশালী সদস্য এবং তাদের সিদ্ধান্তই চুড়ান্ত বিবেচিত হয়। গ্রামে ফিরে গেলে জীবন শঙ্কায় পড়তে হতে পারে বলে ভীত তার পরিবার। মিনাক্ষি ভারতের সুপ্রিম কোর্টে নিরাপত্তা চেয়ে আরজি জানিয়েছে। মিনাক্ষির বাবা জাত গোত্রের মেয়েটির পরিবার দ্বারা এবং পুলিশের দ্বারা লাঞ্চিত হয়েছেন বলে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া্ও তারা জাত গোত্রের মেয়েটির নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। মেয়েটির গর্ভে এখন রাভির সন্তান রয়েছে বলে তাদের বিশ্বাস।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার এবং দুই বোনকে রক্ষা করার আরজি জানিয়েছে। আরজিতে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, এরকম অনির্বাচিত গ্রাম্য পরিষদ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। এই ঘৃণ্য বিচারকে কোনভাবেই ন্যায়সঙ্গত বলা যাবে না। এটা ন্যায্য নয়। এটা ঠিক নয়। এটা আইনবিরোধী।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ভাইয়ের পরকীয়ার বিচারে দুই বোনকে ধর্ষণের আদেশ

আপডেট টাইম : ০৫:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫

দিল্লি, ২৯ আগষ্ট- ভারতে বিবাহিত এক নারীকে নিয়ে রাভী নামক এক ব্যক্তি পালিয়ে যাওয়ার বিচারে রাভির দুই বোনকে ধর্ষণ করার আদেশ দেয়া হয়েছে। বর্বোরোচিত এই শাস্তির আদেশটি দেয়া হয় মিনাক্ষি কুমারি (২৩) এবং তার ১৫ বছর বয়সী বোনের বিপক্ষে। শুধু শারীরিকভাবে চরম লাঞ্চণার এই শাস্তির আদেশেই ক্ষান্ত হয়নি গ্রামটির শুধুমাত্র পুরুষদের দ্বারা গঠিত অনির্বাচিত পরিষদ। এই দুজন নারীর মুখে কালি মেখে তাদের নগ্ন করে গ্রামটির রাস্তায় ঘুরানোর রায়ও দেয়া হয়।

রাজধানী দিল্লি থেকে কিছুটা দুরে বাঘপুত জেলার একটি গ্রামে এই ভয়ংকর বিচারের ঘটনাটি ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তবে এই আদেশ কার্যকর করার আগেই মিনাক্ষির পরিবার গ্রাম থেকে পালিয়ে আসতে হয়।

ভারতের সমাজে বিদ্যমান বর্ণপ্রথার কারণেই এমন একটি অমানবিক ঘটনার উদ্ভব হয়েছে বলে গণমাধ্যম জি মিডিয়া এর সুত্রে জানা গেছে। বর্ণপ্রথায় সর্বনিম্নভুক্ত দলিতশ্রেণির একজন রাভির সাথে তাদের চেয়ে উচ্চশ্রেণির জাত গোত্রের এক মেয়ের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। দলিত শ্রেণির মানুষদের সমাজে অস্পর্শনীয় বিবেচনা করা হয়।

এই কারণে জাত নারীটির পরিবার তাকে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অন্য একজনের সাথে বিয়ে দেয়। কিন্তু একমাস না যেতেই মেয়েটি সেখান থেকে পালিয়ে আসে এবং মার্চ মাসে রাভির সাথে গোপনে পালিয়ে যায়। সমাজের চোখে ঘৃণ্য এই পরকীয়া প্রেমের অপরাধের শাস্তি হিসেবে জুলাইয়ের ৩১ তারিখে একটি গ্রাম্য পরিষদ সিদ্ধান্ত নেয় যে, রাভির এই কাজের প্রতিশোধ নিতে তার বোনদের ধর্ষণ করা উচিত। এরপরেই বোন দুটি পরিবার সেই গ্রাম থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারটির বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

মিনাক্ষির অপর এক ভাই সুমিত কুমার অ্যামনেস্টিকে জানায়, জাত গোত্রভুক্তরা গ্রাম্য পরিষদের শক্তিশালী সদস্য এবং তাদের সিদ্ধান্তই চুড়ান্ত বিবেচিত হয়। গ্রামে ফিরে গেলে জীবন শঙ্কায় পড়তে হতে পারে বলে ভীত তার পরিবার। মিনাক্ষি ভারতের সুপ্রিম কোর্টে নিরাপত্তা চেয়ে আরজি জানিয়েছে। মিনাক্ষির বাবা জাত গোত্রের মেয়েটির পরিবার দ্বারা এবং পুলিশের দ্বারা লাঞ্চিত হয়েছেন বলে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া্ও তারা জাত গোত্রের মেয়েটির নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। মেয়েটির গর্ভে এখন রাভির সন্তান রয়েছে বলে তাদের বিশ্বাস।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের প্রশাসনের কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার এবং দুই বোনকে রক্ষা করার আরজি জানিয়েছে। আরজিতে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, এরকম অনির্বাচিত গ্রাম্য পরিষদ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। এই ঘৃণ্য বিচারকে কোনভাবেই ন্যায়সঙ্গত বলা যাবে না। এটা ন্যায্য নয়। এটা ঠিক নয়। এটা আইনবিরোধী।