অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

শরণার্থীদের বিষয়ে উদ্যোগ নিতে ক্যামেরনকে টিউলিপের চিঠি

ডেস্ক: ইউরোপে চলমান শরণার্থী সংকট নিরসনে উদ্যোগী হতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি লিখেছেন এমপি টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে।

লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যাঙ্ক্রাসের এমপি কেইর স্ট্যার্মার এবং হর্নসে ও উড গ্রিনের এমপি ক্যাথেরিন ওয়েস্টের সঙ্গে যৌথভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লিখেছেন লন্ডনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ।

শুক্রবার পাঠানো ওই চিঠিতে শরণার্থীদের নিয়ে যুক্তরাজ্যের বর্তমান অবস্থানের সমালোচনা করে বলা হয়েছে, তাদের এই অবস্থান সংকট আরো বাড়িয়ে তুলছে।

তুরস্ক ঊপকূলে মুখ থুবড়ে পড়ে থাকা এক সিরীয় শিশুর মৃতদেহের ছবি নিয়ে বিশ্বজুড়ে সংবাদপত্রে শিরোনাম হওয়ার বিষয়টির ইঙ্গিত করে চিঠিতে বলা হয়েছে, “ব্রিটেন সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালন না করলে এটা ঘটতে থাকবে।”

এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের জন্য উদ্যোগী হতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

শরণার্থী বিষয়ক ‘ডাবলিন প্রটোকল’ পুনর্বিবেচনার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে এতে।

১৯৯০ সালের ওই প্রটোকল পুনর্বিবেচনার জন্য আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বৈঠকে বসছে বলেও এতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি ইউরোপে চলমান শরণার্থী সংকটের বিষয়ে আমাদের জরুরি ভিত্তিতে কিছু করা দরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশেগুলোকে সীমান্ত ভাবনার বাইরে এসে বৈশ্বিকভাবে ভাবতে হবে। কিন্তু ইউরোপ তা না করে নিজেদের দিকটা দেখছে।”

কয়েক বছর ধরে সিরিয়ায় যুদ্ধের কারণে ইউরোপে বাস্ত্যুচুৎ মানুষের যে ঢল নেমেছে তা মোকাবেলায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন শরণার্থীদের আশ্রয় দিতে কোটাভিত্তিক যে কর্মসূচি হাতে নিয়েছে তার অংশীদার হতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

শরণার্থীদের বিষয়ে উদ্যোগ নিতে ক্যামেরনকে টিউলিপের চিঠি

আপডেট টাইম : ০২:২২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক: ইউরোপে চলমান শরণার্থী সংকট নিরসনে উদ্যোগী হতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি লিখেছেন এমপি টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে।

লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যাঙ্ক্রাসের এমপি কেইর স্ট্যার্মার এবং হর্নসে ও উড গ্রিনের এমপি ক্যাথেরিন ওয়েস্টের সঙ্গে যৌথভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লিখেছেন লন্ডনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ।

শুক্রবার পাঠানো ওই চিঠিতে শরণার্থীদের নিয়ে যুক্তরাজ্যের বর্তমান অবস্থানের সমালোচনা করে বলা হয়েছে, তাদের এই অবস্থান সংকট আরো বাড়িয়ে তুলছে।

তুরস্ক ঊপকূলে মুখ থুবড়ে পড়ে থাকা এক সিরীয় শিশুর মৃতদেহের ছবি নিয়ে বিশ্বজুড়ে সংবাদপত্রে শিরোনাম হওয়ার বিষয়টির ইঙ্গিত করে চিঠিতে বলা হয়েছে, “ব্রিটেন সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালন না করলে এটা ঘটতে থাকবে।”

এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের জন্য উদ্যোগী হতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

শরণার্থী বিষয়ক ‘ডাবলিন প্রটোকল’ পুনর্বিবেচনার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে এতে।

১৯৯০ সালের ওই প্রটোকল পুনর্বিবেচনার জন্য আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বৈঠকে বসছে বলেও এতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি ইউরোপে চলমান শরণার্থী সংকটের বিষয়ে আমাদের জরুরি ভিত্তিতে কিছু করা দরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশেগুলোকে সীমান্ত ভাবনার বাইরে এসে বৈশ্বিকভাবে ভাবতে হবে। কিন্তু ইউরোপ তা না করে নিজেদের দিকটা দেখছে।”

কয়েক বছর ধরে সিরিয়ায় যুদ্ধের কারণে ইউরোপে বাস্ত্যুচুৎ মানুষের যে ঢল নেমেছে তা মোকাবেলায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন শরণার্থীদের আশ্রয় দিতে কোটাভিত্তিক যে কর্মসূচি হাতে নিয়েছে তার অংশীদার হতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে।