অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

প্রকৃত গ্রাহকের সিমের পুনঃনিবন্ধন লাগবে না: বিটিআরসি

ঢাকা : সঠিকভাবে নিবন্ধন করা মোবাইল ফোন গ্রাহককে পুনরায় সিম নিবন্ধন করতে হবে না বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তিনি বলেন, “১৩ কোটি সিমের রি-রেজিস্ট্রেশন করা হবে না।” গত তিন মাস ধরে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলছে।

সোমবার বিটিআরসিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই নাগাদ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।

সুনীল কান্তি বলেন, রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। “সেখানে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে বলা হয়েছে, অনিবন্ধিত সিম নিবন্ধন করতে হবে। ১৩ কোটি সিমের মধ্যে সবই ভুয়া সিম বলে আমি মনে করি না।”

অনিবন্ধিত মোবাইল সিম অপরাধীদের ব্যবহারের প্রেক্ষাপটে তা বন্ধের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। অনিবন্ধিত সিম ধরতে অভিযানেও নেমেছেন নতুন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিটিআরসি প্রধান বলেন, “সিম রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা রেজিস্ট্রেশন ছাড়াই বা প্রকৃত ব্যবহারকারী নয় এমন গ্রাহকের নামে সিম বিক্রি করে থাকে। গ্রাহকদের বলা হচ্ছে- এসব সিম পুনরায় নিবন্ধন করে নিন, না হলে যাচাই করার সময় সেসব সিম বন্ধ করে দেওয়া হবে।”

“এটি আগের নির্দেশনার ধারাবাহিকতা। যাদের সঠিকভাবে নিবন্ধিত রয়েছে, তাদের পুনরায় নিবন্ধনের প্রয়োজন নেই।”

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে অপারেটরদের প্রবেশের সুযোগ না থাকায় তারা সঠিকভাবে নিবন্ধন করতে পারছে না বলে জানিয়েছে।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “অপারেটররা এটাকে কম গুরুত্ব দিয়ে দেখছে। কারণ এটি কঠিন কাজ। যে সস্তা দামে সিম বিক্রি করা হয়েছে, এই বিষয়টাকে কন্ট্রোল করতে অনেক লোক নিয়োগ করতে হয়, অনেক মূল্য পড়ে। তাহলে একটা সিমের দাম পড়বে ৫০০ থেকে ৬০০ টাকা। এসব কারণে তারা করতে পারেনি।”

কবে নাগাদ নিবন্ধনহীন সিম বন্ধ হচ্ছে বা পুনঃনিবন্ধনের সময় কতদিন অব্যাহত থাকবে সাংবাদিকদের প্রশ্নে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান বলেন, “গ্রাহকের অনিবন্ধিত সিমের রেজিস্ট্রেশনের কাজ তিন মাস ধরে চলছে। তারা তাদের ব্যবহৃত অনিবন্ধিত সিম নিবন্ধন করে নিক। তা নাহলে নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যাবে।”

নিবন্ধনহীন মোবাইল সিম বন্ধ করা হবে বলে এর আগে কয়েকটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

উল্লেখ্য, গত বছর মোবাইল ফোন অপারেটরগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

প্রকৃত গ্রাহকের সিমের পুনঃনিবন্ধন লাগবে না: বিটিআরসি

আপডেট টাইম : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা : সঠিকভাবে নিবন্ধন করা মোবাইল ফোন গ্রাহককে পুনরায় সিম নিবন্ধন করতে হবে না বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তিনি বলেন, “১৩ কোটি সিমের রি-রেজিস্ট্রেশন করা হবে না।” গত তিন মাস ধরে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলছে।

সোমবার বিটিআরসিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই নাগাদ বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ।

সুনীল কান্তি বলেন, রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। “সেখানে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে বলা হয়েছে, অনিবন্ধিত সিম নিবন্ধন করতে হবে। ১৩ কোটি সিমের মধ্যে সবই ভুয়া সিম বলে আমি মনে করি না।”

অনিবন্ধিত মোবাইল সিম অপরাধীদের ব্যবহারের প্রেক্ষাপটে তা বন্ধের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। অনিবন্ধিত সিম ধরতে অভিযানেও নেমেছেন নতুন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিটিআরসি প্রধান বলেন, “সিম রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা রেজিস্ট্রেশন ছাড়াই বা প্রকৃত ব্যবহারকারী নয় এমন গ্রাহকের নামে সিম বিক্রি করে থাকে। গ্রাহকদের বলা হচ্ছে- এসব সিম পুনরায় নিবন্ধন করে নিন, না হলে যাচাই করার সময় সেসব সিম বন্ধ করে দেওয়া হবে।”

“এটি আগের নির্দেশনার ধারাবাহিকতা। যাদের সঠিকভাবে নিবন্ধিত রয়েছে, তাদের পুনরায় নিবন্ধনের প্রয়োজন নেই।”

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে অপারেটরদের প্রবেশের সুযোগ না থাকায় তারা সঠিকভাবে নিবন্ধন করতে পারছে না বলে জানিয়েছে।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “অপারেটররা এটাকে কম গুরুত্ব দিয়ে দেখছে। কারণ এটি কঠিন কাজ। যে সস্তা দামে সিম বিক্রি করা হয়েছে, এই বিষয়টাকে কন্ট্রোল করতে অনেক লোক নিয়োগ করতে হয়, অনেক মূল্য পড়ে। তাহলে একটা সিমের দাম পড়বে ৫০০ থেকে ৬০০ টাকা। এসব কারণে তারা করতে পারেনি।”

কবে নাগাদ নিবন্ধনহীন সিম বন্ধ হচ্ছে বা পুনঃনিবন্ধনের সময় কতদিন অব্যাহত থাকবে সাংবাদিকদের প্রশ্নে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান বলেন, “গ্রাহকের অনিবন্ধিত সিমের রেজিস্ট্রেশনের কাজ তিন মাস ধরে চলছে। তারা তাদের ব্যবহৃত অনিবন্ধিত সিম নিবন্ধন করে নিক। তা নাহলে নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যাবে।”

নিবন্ধনহীন মোবাইল সিম বন্ধ করা হবে বলে এর আগে কয়েকটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

উল্লেখ্য, গত বছর মোবাইল ফোন অপারেটরগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।