অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

‘যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রুর দরকার হয় না’

ঢাকা: যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে জাতীয় সংসদের সিনিয়র সংসদ সদস্যরা বলেছেন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। তাদের জরিপের কী উদ্দেশ্য তা সময়ই বলে দেবে।

আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি, নির্বাচনসহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি জরিপ করেছিলো যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআই।

সংসদের সিনিয়র সংসদ সদস্যরা বলেছেন, বাংলাদেশের সাফল্যের জন্য কারো সার্টিফিকেটের দরকার নেই। এ ধরনের প্রতিবেদন দেখলে ভয় লাগে।

অবশ্য জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হলেও বৃহস্পতিবার সংসদে এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবটি সর্বসন্মতিক্রমে গৃহীত হয়।

ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনারা নির্বাচনের কথা বলছেন কেন? দেখেন না এখনো সংসদ রয়েছে। এই সংসদে রওশন এরশাদ না এসে যদি খালেদা জিয়া আসতেন, তাহলে দিনে পাঁচবার ওয়াক আউট করতেন। তিন মাসেও একবার সংসদে আসতেন না।

রিপোর্ট প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের প্রতিবেদন দেখলে ভয় লাগে। আমেরিকা যার বন্ধু হয়, তার শত্রুর দরকার হয় না। শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়া বর্তমানে স্থিতিশীল রয়েছে। খবরদার এটা নিয়ে নড়াচড়া করবেন না। পঁচাত্তরে পার পেয়েছেন। এবার পাবেন না। কিছু হলে সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে।

জরিপ প্রসঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশের উন্নয়নের জন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। একটি কিশোরি মেয়ের নিরাপদে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আর ধানের আঠি মাথায় নিয়ে কৃষককে পথ চলতে দেখা গেলেই সেটা বোঝা যায়। কেন যে পাগলা বাবার নজর আমাদের ওপর পড়ে। তবে প্রশংসা যখন পাই, আমরা সানন্দে গ্রহণ করি এবং এতে আমাদের দায়িত্বটাও বেড়ে যায়।

বেসামরিক বিমান মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জরিপ রিপোর্ট নিয়ে আমাদের উল্লাসিত হওয়ার কিছু নেই। এটা শেখ হাসিনার জন্য কোনো সার্টিফিকেট নয়। এটা একটা সত্য স্বীকারোক্তি। তিনি নিজগুণে মহিমান্বিত।

মেনন বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার বিষয়টি রিপাবলিকানরা স্বীকার করেছে এজন্য অবাক হয়নি। অবাক হয়েছি এজন্য যে, যারা ৭১ সালে বিরোধিতা করেছিল, পঁচাত্তরের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধু হত্যার পেছনে ছিল, এখনো যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, জিএসপিসহ বাংলাদেশের বিষয়ে সব সময় যাদের বিরুদ্ধে অবস্থান, এই প্রথমবারের মতো তারা সত্যকে সত্য হিসেবে স্বীকার করেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর ভ্যাট আরোপ প্রসঙ্গে টেনে এই মন্ত্রী বলেন, আমি বাজেট বক্তৃতার সময় বলেছিলাম, ভ্যাট আরোপ করবেন না। তখন সেই কথা শোনা হয়নি। আজকে ভ্যাট নিয়ে দেশ ৩ ঘণ্টা অচল অবস্থায় চলে গিয়েছিল। বিএনপি যেটা পারেনি আজ সেটা হলো।

মোহাম্মদ নাসিম বলেন, জরিপের জন্য আইআরআইকে ধন্যবাদ। কিন্তু আমি উ্ল্লাসিত নই। এই জরিপের মাধ্যমে তারা কী চায়, তা সময় বলে দেবে।

জাসদের মইন উদ্দিন খান বাদল বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য কারো সার্টিফিকেটের দরকার নেই। বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল অবস্থা, তখন তিনি নৌকার হাল শক্তভাবে ধরে এগিয়ে যাচ্ছেন।

আইআরআই’র জরিপ প্রসঙ্গে তিনি বলেন, এই রিপোর্টে আমরা বড় কিছু পেয়ে গেছি, তা নয়। তারা কোনো দেশে যখন কিছু করতে চায়, তার আগে রিপোর্ট করে। কোথাও যখন সমস্যা হয়, তার আগে আগেই রিপোর্ট করে। এর আগে তারা ৭০, ৭১ ও ৭৯ সালে রিপোর্ট দিয়েছে। তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমারের বিষয়ে রিপোর্ট দিয়েছে। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত নিয়ে তো কোনো রিপোর্ট দেয় না।

বাংলাদেশ প্রসঙ্গে তাদের এই জরিপ প্রসঙ্গে তিনি বলেন, জরিপের প্রথমে তারা একেবারে গাছে তুলে দিয়েছে। কিন্তু শেষে তারা কী বলেছে। তারা বলেছে দেশের ৪৭ শতাংশ মানুষ অতিসত্ত্বর নির্বাচন চায়। কিন্তু ২০১৪ সালে তারা বলেছিল ৪০ শতাংশ মানুষ নির্বাচন চায়। তাদের পরিষ্কার হতে হবে নির্বাচনটা কাদের স্বার্থে হবে। এখানে নির্বাচন যখন হয়, তখন কিছু লোক বাধা দিয়েছে। তাদের ব্যাপারে এই জরিপে কোনো বক্তব্য নেই।

জরিপ সংস্থার প্রতি ইঙ্গিত করে মইন উদ্দিন খান বাদল বলেন, এখানে ২০১৯ সালে নির্বাচনের সময় নির্ধারিত করা আছে। যাদের ওখানে নির্বাচনের কোনো সময়সীমা নেই নির্বাচনের কথা বলতে চাইলে তাদের ওখানে গিয়ে বলুন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সার্টিফিকেটের দরকার হয় না।

আবদুল মতিন খসরু বলেন, আইআরআই সার্টিফিকেট আমাদের সরকার নেই। আমাদের দেশের ১৬ কোটি মানুষের সার্টিফিকেটই যথেষ্ট।

ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় আরো অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অধ্যাপক আলী আশরাফ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, তাজুল ইসলাম, ফজিলাতুন নেসা বাপ্পী, নজরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট নুরজাহান মুক্তা, জাতীয় পার্টির ফখরুল ইমাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম, রুস্তম আলী ফরাজী, ইউসুফ আবদুল্লাহ হারুন প্রমুখ।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

‘যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রুর দরকার হয় না’

আপডেট টাইম : ০৬:২৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে জাতীয় সংসদের সিনিয়র সংসদ সদস্যরা বলেছেন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। তাদের জরিপের কী উদ্দেশ্য তা সময়ই বলে দেবে।

আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি, নির্বাচনসহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি জরিপ করেছিলো যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আইআরআই।

সংসদের সিনিয়র সংসদ সদস্যরা বলেছেন, বাংলাদেশের সাফল্যের জন্য কারো সার্টিফিকেটের দরকার নেই। এ ধরনের প্রতিবেদন দেখলে ভয় লাগে।

অবশ্য জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হলেও বৃহস্পতিবার সংসদে এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবটি সর্বসন্মতিক্রমে গৃহীত হয়।

ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনারা নির্বাচনের কথা বলছেন কেন? দেখেন না এখনো সংসদ রয়েছে। এই সংসদে রওশন এরশাদ না এসে যদি খালেদা জিয়া আসতেন, তাহলে দিনে পাঁচবার ওয়াক আউট করতেন। তিন মাসেও একবার সংসদে আসতেন না।

রিপোর্ট প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের প্রতিবেদন দেখলে ভয় লাগে। আমেরিকা যার বন্ধু হয়, তার শত্রুর দরকার হয় না। শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়া বর্তমানে স্থিতিশীল রয়েছে। খবরদার এটা নিয়ে নড়াচড়া করবেন না। পঁচাত্তরে পার পেয়েছেন। এবার পাবেন না। কিছু হলে সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে।

জরিপ প্রসঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশের উন্নয়নের জন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। একটি কিশোরি মেয়ের নিরাপদে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আর ধানের আঠি মাথায় নিয়ে কৃষককে পথ চলতে দেখা গেলেই সেটা বোঝা যায়। কেন যে পাগলা বাবার নজর আমাদের ওপর পড়ে। তবে প্রশংসা যখন পাই, আমরা সানন্দে গ্রহণ করি এবং এতে আমাদের দায়িত্বটাও বেড়ে যায়।

বেসামরিক বিমান মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জরিপ রিপোর্ট নিয়ে আমাদের উল্লাসিত হওয়ার কিছু নেই। এটা শেখ হাসিনার জন্য কোনো সার্টিফিকেট নয়। এটা একটা সত্য স্বীকারোক্তি। তিনি নিজগুণে মহিমান্বিত।

মেনন বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার বিষয়টি রিপাবলিকানরা স্বীকার করেছে এজন্য অবাক হয়নি। অবাক হয়েছি এজন্য যে, যারা ৭১ সালে বিরোধিতা করেছিল, পঁচাত্তরের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধু হত্যার পেছনে ছিল, এখনো যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, জিএসপিসহ বাংলাদেশের বিষয়ে সব সময় যাদের বিরুদ্ধে অবস্থান, এই প্রথমবারের মতো তারা সত্যকে সত্য হিসেবে স্বীকার করেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর ভ্যাট আরোপ প্রসঙ্গে টেনে এই মন্ত্রী বলেন, আমি বাজেট বক্তৃতার সময় বলেছিলাম, ভ্যাট আরোপ করবেন না। তখন সেই কথা শোনা হয়নি। আজকে ভ্যাট নিয়ে দেশ ৩ ঘণ্টা অচল অবস্থায় চলে গিয়েছিল। বিএনপি যেটা পারেনি আজ সেটা হলো।

মোহাম্মদ নাসিম বলেন, জরিপের জন্য আইআরআইকে ধন্যবাদ। কিন্তু আমি উ্ল্লাসিত নই। এই জরিপের মাধ্যমে তারা কী চায়, তা সময় বলে দেবে।

জাসদের মইন উদ্দিন খান বাদল বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য কারো সার্টিফিকেটের দরকার নেই। বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল অবস্থা, তখন তিনি নৌকার হাল শক্তভাবে ধরে এগিয়ে যাচ্ছেন।

আইআরআই’র জরিপ প্রসঙ্গে তিনি বলেন, এই রিপোর্টে আমরা বড় কিছু পেয়ে গেছি, তা নয়। তারা কোনো দেশে যখন কিছু করতে চায়, তার আগে রিপোর্ট করে। কোথাও যখন সমস্যা হয়, তার আগে আগেই রিপোর্ট করে। এর আগে তারা ৭০, ৭১ ও ৭৯ সালে রিপোর্ট দিয়েছে। তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমারের বিষয়ে রিপোর্ট দিয়েছে। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত নিয়ে তো কোনো রিপোর্ট দেয় না।

বাংলাদেশ প্রসঙ্গে তাদের এই জরিপ প্রসঙ্গে তিনি বলেন, জরিপের প্রথমে তারা একেবারে গাছে তুলে দিয়েছে। কিন্তু শেষে তারা কী বলেছে। তারা বলেছে দেশের ৪৭ শতাংশ মানুষ অতিসত্ত্বর নির্বাচন চায়। কিন্তু ২০১৪ সালে তারা বলেছিল ৪০ শতাংশ মানুষ নির্বাচন চায়। তাদের পরিষ্কার হতে হবে নির্বাচনটা কাদের স্বার্থে হবে। এখানে নির্বাচন যখন হয়, তখন কিছু লোক বাধা দিয়েছে। তাদের ব্যাপারে এই জরিপে কোনো বক্তব্য নেই।

জরিপ সংস্থার প্রতি ইঙ্গিত করে মইন উদ্দিন খান বাদল বলেন, এখানে ২০১৯ সালে নির্বাচনের সময় নির্ধারিত করা আছে। যাদের ওখানে নির্বাচনের কোনো সময়সীমা নেই নির্বাচনের কথা বলতে চাইলে তাদের ওখানে গিয়ে বলুন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সার্টিফিকেটের দরকার হয় না।

আবদুল মতিন খসরু বলেন, আইআরআই সার্টিফিকেট আমাদের সরকার নেই। আমাদের দেশের ১৬ কোটি মানুষের সার্টিফিকেটই যথেষ্ট।

ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় আরো অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অধ্যাপক আলী আশরাফ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, তাজুল ইসলাম, ফজিলাতুন নেসা বাপ্পী, নজরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট নুরজাহান মুক্তা, জাতীয় পার্টির ফখরুল ইমাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম, রুস্তম আলী ফরাজী, ইউসুফ আবদুল্লাহ হারুন প্রমুখ।