পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শার্শায় কৃষি কাজে কর্মব্যস্ত ২০হাজার নারী

বাংলার খবর২৪.কম, বেনাপোল500x350_64a398ca98790190c88b24e8b15678bf_benapole= rahim pic 2899 : যশোরের শার্শা উপজেলর পৌর শহর বেনাপোল সহ বিভিন্ন জনপদে মৎস্য সবজি ধান পাট সহ বিভিন্ন প্রকার কৃষিকাজে ২০হাজার নারী শ্রমিক কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন। মিশ্র ফসল এবং সবজি চাষে ভাগ্য ফিরিয়েছেন ৭ হাজার নারী। চলছে পাট কাটা জাগ দেওয়া ও ধোওয়ার মৌসুম। জলাশয়ে জাগ দেওয়া পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রায় ১৩ হাজার নারী শ্রমিক। সোনালী আঁশের’সাথে মিশে তারা আজ জীবনের সোনালী স্বপ্ন দেখতে শুরু করেছেন। উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন এনজিও এবং ব্যাক্তি উদ্যোগে মৎস্য ঘের ও ভেড়ীবাধে ফলজ বনজ সবজি চাষ করে ভাগ্য বদলিয়েছে হাজারও নারী।
শার্শার বাগআচড়া ও কায়বা উলাশি ইউনিয়নে মাছ ও সবজি চাষে নিজেদেরকে স্বলম্বি করে তুলেছেন ৮শ নারী। কৃষি মৎস্য ও সমবায় অফিসের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে পুরুষের সাথে নারীরাও করছেন কৃষিকাজ। শার্শার আফিল জুটমিলে শ্রম দিচ্ছেন প্রায় ৩ হাজার নারী। বিভিন্ন প্রকার কর্মকান্ডে নারীদের অংশগ্রনে শার্শার উন্নয়ন দিনদিন বেড়েই চলেছে। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত শার্শার দৃষ্যপট গেছে পাল্টিয়ে। অধিকাংশ সংসার ও পরিবারে চলছে শান্তির সুবাতাস।
উপজেলা সমবায় অফিসার শংকর কুমার চন্দ্র বলেন,শার্শা উপজেলায় পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে নেই। বিভিন্ন সময়ে প্রায় ২হাজার নারী প্রশিক্ষন নিয়ে কৃষি মৎস্য ও সবজি চাষ করে সংসারে হাল ধরেছেন।
শার্শা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ হিরক কুমার সরকার জানিয়েছেন,চলতি পাট মৌসুমে শার্শার পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানো শুরু হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সময়মতো পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিতে পারছেন না কৃষকরা।
শার্শা উপজেলায় দুই হাজার নারী নিজের জমিতে চাষাবাদ করেন। অন্যের জমিতে ক্ষেতমজুর হিসেবে কাজ করেন আরো চার হাজার নারী। তবে এই মৌসুমে পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজ করেন সীমান্ত জনপদের প্রায় ১৩ হাজার নারী। উপজেলায় পাট চাষের শুরুতে অনাবৃষ্টি থাকায় চাষাবাদ হয়েছে একটু দেরিতে। তবে পরবর্তীকালে বৃষ্টিপাত হলেও কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পাট চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। সব মিলিয়ে উপজেলায় পাটের ভালো ফলন হয়েছে। আশা করছি পাটে ভালো দাম পাবেন কৃষকরা।
কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে,পাট চাষের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় অনেক স্থানে চাষ কিছুটা দেরিতে শুরু হলেও ফলন ভালো হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকরাও খুশি। বর্তমানে কৃষকরা পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন।
হিরক কুমার সরকার বলেন, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাট চাষ হয়েছে।উপজেলায় ৫হাজার ২০০হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু চাষ হয়েছে ৪ হাজার ৮৫০হেক্টর জমিতে,যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪৫০ হেক্টর কম।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা স্থানভেদে পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে-বাজারে বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।অধিকাংশ স্থানে দেখা গেছে, নারী-পুরুষের অংশগ্রহণে পাট ছাড়ানোর কাজ চলছে। অনেক স্থানে খরচ বাঁচাতে ‘রিবোন রেটিং’ পদ্ধতিতে আঁশ ছাড়ানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে কৃষি বিভাগ।
শার্শা উপজেলার কায়বা ও বাগআচড়ার ফরিদা কোহিনুর সামটা গ্রামে পাট ছাড়ানোর কাজে নিয়োজিত নারী শ্রমিক রেঞ্জুয়ারা খাতুন,আকলিমা খাতুন,বারিছোন বিবি,জরিনা বেগম,আলেয়া বেগমসহ অনেকে জানান,পাট মৌসুমে তারা সংসারের কাজের পাশাপাশি টাকার বিনিময়ে পাট ছাড়ানোর কাজ করছেন। আবার পাটকাঠি নেওয়ার শর্তেও তারা পাটের আঁশ ছাড়ানোর কাজ করেন। এতে করে সংসারের ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহযোগিতা করতে পারছেন তারা।
বেনাপোলের বোয়ালিয়া গ্রামের মজ্ঞিলা বেগম,বারোপোতা গ্রামের দিন মজুর নারী শ্রমিক জরিনা বেগম জানান, এক আঁটি পাট ছাড়ালে মজুরি পাওয়া যায় ১৮টাকা। এক জন ভাল নারী শ্রমিক এক দিনে ২০ থেকে ৩০আঁটি পর্যন্ত পাটের আঁশ ছাড়াতে পারেন। অন্য সময় ক্ষেতমজুর হিসেবে যে টাকা পাওয়া যায় এখন পাট ধূয়ে তার চেয়ে তিনগুন টাকা বেশি পাওয়া যায়। সংসারে একটু সুখ আনতেই পাট ধূয়ার কাজ করি বলেন টেংরা গ্রামের তছলিমা খাতুন, খুকুমনি, মোইরম ও খাদিজা বেগম। রাস্তার দু’ধারে ও বাড়ির উঠানে বাঁশের আড়ায় চলছে পাট শুকানোর কাজ। একই সঙ্গে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে পাটকাঠির বোঝা। খোজ নিয়ে জানা গেছে,পাট বাজারে বিক্রির জন্য আনাতে শুরু করেছেন কৃষকরা।উপজেলার গ্রামাঞ্চলের অনেক হাট-বাজারে শুরু হয়েছে আগাম পাট বিক্রি। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকায়।পাট কাটির(খড়ি) প্রতিটি আটি বিক্রি হচ্ছে ৪০ টাকায় বলেন, পুটখালির পাটচাষী আব্দুর রহিম।
উপজেলার স্বরুপদাহ গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন,‘চার বিঘা জমিতে পাট লাগিয়েছিলাম। প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় পাটের ফলন নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু পাট বোনার কিছু দিনের মধ্যে বৃষ্টি হওয়ায় পাটের ফলন মোটামুটি ভালো হয়েছে। চার বিঘা জমি থেকে তিনি ৫০ মণ পাট পাওয়ার পাশাপাশি ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
বেনাপোলের কৃষক আক্কাস আলী,রাকীব উদ্দিন জানান সাড়ে তিন বিঘা জমিতে পাট লাগিয়েছেন। ফলন ভালো হয়েছে। জমি থেকে পাট কেটে রিবোন রেটিং পদ্ধতিতে পাট ছাড়ানো ও পঁচানোর জন্য কৃষি বিভাগ তাকে সার্বিক সহযোগিতা করছে। তবে এই পদ্ধতিটি সনাতন পদ্ধতির চেয়ে ব্যয়বহুল।ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

গরু ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই
যশোরের শার্শায় অস্ত্রের মুৃখে গরু ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই করেছে দুবৃৃত্তরা।
শার্শা-জামতলা সড়কের বেনেখড়ি নামকস্থানে মঙ্গলবার সন্ধায় একদল দূর্বৃত্ত শার্শার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল মমিনের কাছ থেকে অস্ত্রের মুখে ১০লাখ টাকা ছিনিয়ে নেয়।শরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে পশু হাটে যাওয়ার সময় বেনেখড়ি ব্রীজের কাছে পৌছালে ৪/৫ জন দূর্বৃত্ত তাদের পথরোধ করে অস্ত্রেও মুখে ১০লাখ টাকা ছিনিয়ে নেয়।
শার্শা থানার সহকারি উপ-পরিদর্শক কানু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,গরু ব্যবসায়ী আব্দুল মমিনের অভিযোগের পর পুলিশের টহলদল ছিনতাইকারীদের আটকের জন্য অভিযানে নেমেছে। পর্বপরিকল্পিত বা ব্যবসায়ীদের অভ্যান্তরিন গোলযোগের কারনেও ছিনতায়ের ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

শার্শায় কৃষি কাজে কর্মব্যস্ত ২০হাজার নারী

আপডেট টাইম : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম, বেনাপোল500x350_64a398ca98790190c88b24e8b15678bf_benapole= rahim pic 2899 : যশোরের শার্শা উপজেলর পৌর শহর বেনাপোল সহ বিভিন্ন জনপদে মৎস্য সবজি ধান পাট সহ বিভিন্ন প্রকার কৃষিকাজে ২০হাজার নারী শ্রমিক কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন। মিশ্র ফসল এবং সবজি চাষে ভাগ্য ফিরিয়েছেন ৭ হাজার নারী। চলছে পাট কাটা জাগ দেওয়া ও ধোওয়ার মৌসুম। জলাশয়ে জাগ দেওয়া পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রায় ১৩ হাজার নারী শ্রমিক। সোনালী আঁশের’সাথে মিশে তারা আজ জীবনের সোনালী স্বপ্ন দেখতে শুরু করেছেন। উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন এনজিও এবং ব্যাক্তি উদ্যোগে মৎস্য ঘের ও ভেড়ীবাধে ফলজ বনজ সবজি চাষ করে ভাগ্য বদলিয়েছে হাজারও নারী।
শার্শার বাগআচড়া ও কায়বা উলাশি ইউনিয়নে মাছ ও সবজি চাষে নিজেদেরকে স্বলম্বি করে তুলেছেন ৮শ নারী। কৃষি মৎস্য ও সমবায় অফিসের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে পুরুষের সাথে নারীরাও করছেন কৃষিকাজ। শার্শার আফিল জুটমিলে শ্রম দিচ্ছেন প্রায় ৩ হাজার নারী। বিভিন্ন প্রকার কর্মকান্ডে নারীদের অংশগ্রনে শার্শার উন্নয়ন দিনদিন বেড়েই চলেছে। অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত শার্শার দৃষ্যপট গেছে পাল্টিয়ে। অধিকাংশ সংসার ও পরিবারে চলছে শান্তির সুবাতাস।
উপজেলা সমবায় অফিসার শংকর কুমার চন্দ্র বলেন,শার্শা উপজেলায় পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে নেই। বিভিন্ন সময়ে প্রায় ২হাজার নারী প্রশিক্ষন নিয়ে কৃষি মৎস্য ও সবজি চাষ করে সংসারে হাল ধরেছেন।
শার্শা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ হিরক কুমার সরকার জানিয়েছেন,চলতি পাট মৌসুমে শার্শার পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানো শুরু হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সময়মতো পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিতে পারছেন না কৃষকরা।
শার্শা উপজেলায় দুই হাজার নারী নিজের জমিতে চাষাবাদ করেন। অন্যের জমিতে ক্ষেতমজুর হিসেবে কাজ করেন আরো চার হাজার নারী। তবে এই মৌসুমে পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজ করেন সীমান্ত জনপদের প্রায় ১৩ হাজার নারী। উপজেলায় পাট চাষের শুরুতে অনাবৃষ্টি থাকায় চাষাবাদ হয়েছে একটু দেরিতে। তবে পরবর্তীকালে বৃষ্টিপাত হলেও কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পাট চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। সব মিলিয়ে উপজেলায় পাটের ভালো ফলন হয়েছে। আশা করছি পাটে ভালো দাম পাবেন কৃষকরা।
কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে,পাট চাষের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় অনেক স্থানে চাষ কিছুটা দেরিতে শুরু হলেও ফলন ভালো হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকরাও খুশি। বর্তমানে কৃষকরা পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন।
হিরক কুমার সরকার বলেন, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাট চাষ হয়েছে।উপজেলায় ৫হাজার ২০০হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু চাষ হয়েছে ৪ হাজার ৮৫০হেক্টর জমিতে,যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪৫০ হেক্টর কম।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা স্থানভেদে পাট কেটে নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে-বাজারে বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।অধিকাংশ স্থানে দেখা গেছে, নারী-পুরুষের অংশগ্রহণে পাট ছাড়ানোর কাজ চলছে। অনেক স্থানে খরচ বাঁচাতে ‘রিবোন রেটিং’ পদ্ধতিতে আঁশ ছাড়ানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছে কৃষি বিভাগ।
শার্শা উপজেলার কায়বা ও বাগআচড়ার ফরিদা কোহিনুর সামটা গ্রামে পাট ছাড়ানোর কাজে নিয়োজিত নারী শ্রমিক রেঞ্জুয়ারা খাতুন,আকলিমা খাতুন,বারিছোন বিবি,জরিনা বেগম,আলেয়া বেগমসহ অনেকে জানান,পাট মৌসুমে তারা সংসারের কাজের পাশাপাশি টাকার বিনিময়ে পাট ছাড়ানোর কাজ করছেন। আবার পাটকাঠি নেওয়ার শর্তেও তারা পাটের আঁশ ছাড়ানোর কাজ করেন। এতে করে সংসারের ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহযোগিতা করতে পারছেন তারা।
বেনাপোলের বোয়ালিয়া গ্রামের মজ্ঞিলা বেগম,বারোপোতা গ্রামের দিন মজুর নারী শ্রমিক জরিনা বেগম জানান, এক আঁটি পাট ছাড়ালে মজুরি পাওয়া যায় ১৮টাকা। এক জন ভাল নারী শ্রমিক এক দিনে ২০ থেকে ৩০আঁটি পর্যন্ত পাটের আঁশ ছাড়াতে পারেন। অন্য সময় ক্ষেতমজুর হিসেবে যে টাকা পাওয়া যায় এখন পাট ধূয়ে তার চেয়ে তিনগুন টাকা বেশি পাওয়া যায়। সংসারে একটু সুখ আনতেই পাট ধূয়ার কাজ করি বলেন টেংরা গ্রামের তছলিমা খাতুন, খুকুমনি, মোইরম ও খাদিজা বেগম। রাস্তার দু’ধারে ও বাড়ির উঠানে বাঁশের আড়ায় চলছে পাট শুকানোর কাজ। একই সঙ্গে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে পাটকাঠির বোঝা। খোজ নিয়ে জানা গেছে,পাট বাজারে বিক্রির জন্য আনাতে শুরু করেছেন কৃষকরা।উপজেলার গ্রামাঞ্চলের অনেক হাট-বাজারে শুরু হয়েছে আগাম পাট বিক্রি। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকায়।পাট কাটির(খড়ি) প্রতিটি আটি বিক্রি হচ্ছে ৪০ টাকায় বলেন, পুটখালির পাটচাষী আব্দুর রহিম।
উপজেলার স্বরুপদাহ গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন,‘চার বিঘা জমিতে পাট লাগিয়েছিলাম। প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় পাটের ফলন নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু পাট বোনার কিছু দিনের মধ্যে বৃষ্টি হওয়ায় পাটের ফলন মোটামুটি ভালো হয়েছে। চার বিঘা জমি থেকে তিনি ৫০ মণ পাট পাওয়ার পাশাপাশি ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
বেনাপোলের কৃষক আক্কাস আলী,রাকীব উদ্দিন জানান সাড়ে তিন বিঘা জমিতে পাট লাগিয়েছেন। ফলন ভালো হয়েছে। জমি থেকে পাট কেটে রিবোন রেটিং পদ্ধতিতে পাট ছাড়ানো ও পঁচানোর জন্য কৃষি বিভাগ তাকে সার্বিক সহযোগিতা করছে। তবে এই পদ্ধতিটি সনাতন পদ্ধতির চেয়ে ব্যয়বহুল।ভালো দামে পাট বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

গরু ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই
যশোরের শার্শায় অস্ত্রের মুৃখে গরু ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই করেছে দুবৃৃত্তরা।
শার্শা-জামতলা সড়কের বেনেখড়ি নামকস্থানে মঙ্গলবার সন্ধায় একদল দূর্বৃত্ত শার্শার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল মমিনের কাছ থেকে অস্ত্রের মুখে ১০লাখ টাকা ছিনিয়ে নেয়।শরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে পশু হাটে যাওয়ার সময় বেনেখড়ি ব্রীজের কাছে পৌছালে ৪/৫ জন দূর্বৃত্ত তাদের পথরোধ করে অস্ত্রেও মুখে ১০লাখ টাকা ছিনিয়ে নেয়।
শার্শা থানার সহকারি উপ-পরিদর্শক কানু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,গরু ব্যবসায়ী আব্দুল মমিনের অভিযোগের পর পুলিশের টহলদল ছিনতাইকারীদের আটকের জন্য অভিযানে নেমেছে। পর্বপরিকল্পিত বা ব্যবসায়ীদের অভ্যান্তরিন গোলযোগের কারনেও ছিনতায়ের ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।