পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

নজরদারিতে ৪৩৩টি গার্মেন্ট

ডেস্ক : ঈদের বেতন-বোনাস নিয়ে ঝামেলা এবং একে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের আশংকায় ৪৩৩টি পোশাক কারখানায় নজরদারি ও পর্যবেক্ষণে রাখাতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে ২৮৭টি কারখানা সরাসরি নজরদারিতে রাখতে বলা হয়েছে। আর নিবন্ধনের বাইরে থাকা নারায়ণগঞ্জের বাকি ১৪৬টি গার্মেন্টকে দ্রুত পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসতে বলা হয়েছে।

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, মহাপুলিশ পরিদর্শক (এসবি), র‌্যাবের মহাপরিচালকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, কোরবানির ঈদকে সামনে রেখে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অপপ্রয়াস চলছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কার্যবিবরণীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলা হয়, গার্মেন্ট খাতে অসন্তোষের অন্যতম কারণ হল যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ না করা। এ জন্য মন্ত্রী বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ প্রতিনিধিকে ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

কোরবানির ঈদ সামনে রেখে অনুষ্ঠিত ওই বৈঠকে পোশাক শ্রমিক ও শিল্পাঞ্চলের আইনশৃংখলা নিয়ে তিনটি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও খুলনাসহ অন্য শিল্পাঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়ানো। এ ব্যাপারে বলা হয়, উল্লিখিত স্থানগুলোতে গড়ে ওঠা শিল্পাঞ্চলে যাতে অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে শিল্প পুলিশসহ দুটি গোয়েন্দা সংস্থার ওপর এ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশের প্রধান কার্যালয় থেকে বিষয়টি মনিটর করা হবে।

বৈঠকে ঈদে সড়ক ও মহাসড়কে যানজট কমাতে শিল্পাঞ্চলগুলোতে এক দিনে ছুটি না ঘোষণা করে পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। আগামী ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজিএমইএ এবং বিকেএমইএকে দায়িত্ব দেয়া হয়েছে। বৈঠকে কোরবানির আগে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সবচেয়ে বড় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া জোনের আঞ্চলিক আহ্বায়ক এবং বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট সালাম মুর্শেদী বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল হচ্ছে সম্পর্কাতর এলাকা। এ অঞ্চলে পোশাক শিল্পে লোক নিয়োগ, ছাঁটাই ও ছুটির বিষয়গুলো সরাসরি মনিটরিং করা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহায়তা এখানে সব কাজ সমাধান করা হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক উদ্যোক্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রাজনৈতিক অস্থিরতা ঘুরে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে বেতন-ভাতা পরিশোধে সরকারের অনুরোধ নয়, এটি আমাদের দায়িত্বও। এক্ষেত্রে উদ্যোক্তারা সঠিকভাবে সরকারের অনুরোধ বাস্তবায়ন করবেন।

কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, দেশে প্রায় তিন হাজার পোশাক কারখানায় ৪৪ লাখ শ্রমিক কাজ করছেন। ইতিপূর্বে সাভারসহ অন্য স্থানে কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব হয়েছে। শিল্প-কারখানার বিভিন্ন বিষয়ে মনিটরিং করতে বিজিএমইএ মনিটরিং সেল রয়েছে। সেখান থেকে প্রায় ১২শ কারখানা নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, আশুলিয়া, গাজীপুর ও সাভারের রাস্তা এবং ফুটপাত চলাচলের অনুপযোগী। এসব রাস্তা অবিলম্বে মেরামতের দরকার।

কার্যবিবরণীতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় ১৪৬টি গার্মেন্ট কারখানা রয়েছে। যেগুলো বিজিএমইএ বা বিকেএমইএ তালিকাভুক্ত নয়। ফলে এসব কারখানা পর্যবেক্ষণ করা যাচ্ছে না। নিবন্ধনের বাইরে থাকা কারখানাগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে।

এছাড়া টাকা স্থানান্তর ও সরবরাহের ক্ষেত্রে এলাকাভিত্তিক কয়েকটি শিল্প প্রতিষ্ঠান একসঙ্গে অনুরোধ জানালে পুলিশি সহায়তা দেয়া হবে। তবে এক্ষেত্রে অনুরোধকারী প্রতিষ্ঠানকে যানবাহন সরবরাহ ব্যবস্থা করতে হবে বলে কার্যবিরণীতে বলা হয়েছে।

বৈঠকে পোশাক কারখানায় অগ্নি দুর্ঘটনাসহ অন্য আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নজরদারিতে ৪৩৩টি গার্মেন্ট

আপডেট টাইম : ০২:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক : ঈদের বেতন-বোনাস নিয়ে ঝামেলা এবং একে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের আশংকায় ৪৩৩টি পোশাক কারখানায় নজরদারি ও পর্যবেক্ষণে রাখাতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে ২৮৭টি কারখানা সরাসরি নজরদারিতে রাখতে বলা হয়েছে। আর নিবন্ধনের বাইরে থাকা নারায়ণগঞ্জের বাকি ১৪৬টি গার্মেন্টকে দ্রুত পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসতে বলা হয়েছে।

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, মহাপুলিশ পরিদর্শক (এসবি), র‌্যাবের মহাপরিচালকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, কোরবানির ঈদকে সামনে রেখে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অপপ্রয়াস চলছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কার্যবিবরণীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলা হয়, গার্মেন্ট খাতে অসন্তোষের অন্যতম কারণ হল যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ না করা। এ জন্য মন্ত্রী বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ প্রতিনিধিকে ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

কোরবানির ঈদ সামনে রেখে অনুষ্ঠিত ওই বৈঠকে পোশাক শ্রমিক ও শিল্পাঞ্চলের আইনশৃংখলা নিয়ে তিনটি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও খুলনাসহ অন্য শিল্পাঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়ানো। এ ব্যাপারে বলা হয়, উল্লিখিত স্থানগুলোতে গড়ে ওঠা শিল্পাঞ্চলে যাতে অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে শিল্প পুলিশসহ দুটি গোয়েন্দা সংস্থার ওপর এ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশের প্রধান কার্যালয় থেকে বিষয়টি মনিটর করা হবে।

বৈঠকে ঈদে সড়ক ও মহাসড়কে যানজট কমাতে শিল্পাঞ্চলগুলোতে এক দিনে ছুটি না ঘোষণা করে পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। আগামী ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিজিএমইএ এবং বিকেএমইএকে দায়িত্ব দেয়া হয়েছে। বৈঠকে কোরবানির আগে পোশাক শিল্পের শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সবচেয়ে বড় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া জোনের আঞ্চলিক আহ্বায়ক এবং বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট সালাম মুর্শেদী বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল হচ্ছে সম্পর্কাতর এলাকা। এ অঞ্চলে পোশাক শিল্পে লোক নিয়োগ, ছাঁটাই ও ছুটির বিষয়গুলো সরাসরি মনিটরিং করা হচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহায়তা এখানে সব কাজ সমাধান করা হচ্ছে। তিনি বলেন, প্রত্যেক উদ্যোক্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রাজনৈতিক অস্থিরতা ঘুরে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে বেতন-ভাতা পরিশোধে সরকারের অনুরোধ নয়, এটি আমাদের দায়িত্বও। এক্ষেত্রে উদ্যোক্তারা সঠিকভাবে সরকারের অনুরোধ বাস্তবায়ন করবেন।

কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, দেশে প্রায় তিন হাজার পোশাক কারখানায় ৪৪ লাখ শ্রমিক কাজ করছেন। ইতিপূর্বে সাভারসহ অন্য স্থানে কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব হয়েছে। শিল্প-কারখানার বিভিন্ন বিষয়ে মনিটরিং করতে বিজিএমইএ মনিটরিং সেল রয়েছে। সেখান থেকে প্রায় ১২শ কারখানা নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, আশুলিয়া, গাজীপুর ও সাভারের রাস্তা এবং ফুটপাত চলাচলের অনুপযোগী। এসব রাস্তা অবিলম্বে মেরামতের দরকার।

কার্যবিবরণীতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় ১৪৬টি গার্মেন্ট কারখানা রয়েছে। যেগুলো বিজিএমইএ বা বিকেএমইএ তালিকাভুক্ত নয়। ফলে এসব কারখানা পর্যবেক্ষণ করা যাচ্ছে না। নিবন্ধনের বাইরে থাকা কারখানাগুলোকে দ্রুত নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে।

এছাড়া টাকা স্থানান্তর ও সরবরাহের ক্ষেত্রে এলাকাভিত্তিক কয়েকটি শিল্প প্রতিষ্ঠান একসঙ্গে অনুরোধ জানালে পুলিশি সহায়তা দেয়া হবে। তবে এক্ষেত্রে অনুরোধকারী প্রতিষ্ঠানকে যানবাহন সরবরাহ ব্যবস্থা করতে হবে বলে কার্যবিরণীতে বলা হয়েছে।

বৈঠকে পোশাক কারখানায় অগ্নি দুর্ঘটনাসহ অন্য আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।