পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

বঙ্গবন্ধুর জন্য তোরণ বানিয়ে যেভাবে রাজনীতিতে মুহসিন আলী

১৯৭০ সালের নির্বাচন। নির্বাচনী প্রচারণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাবেন মৌলভীবাজার। তাই নেতাকর্মীদের মাঝে উচ্ছাস কিভাবে বরণ করবেন বঙ্গবন্ধুকে। বিষয়টি নিয়ে চলছিল বৈঠক। আর এ বৈঠকের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাকে ডাক দিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম সৈয়দ নাসির। ডাক শুনে সেই ব্যক্তিটি এসে সালাম দিয়ে বললেন, ভাই কেমন আছেন।

সৈয়দ নাসির তাকে বললেন, শেখ মুজিবসাব আমাদের জেলায় আসতাছে শুনছোনি। রাস্তার পাশে তোমাদের বাড়ি। তোমাদের বাড়ির সামনে দিয়াই মুজিবসাব আসবো। আল্লাহ দিলে তো তোমাদের ধন সম্পদ কম না। তোমার বাড়ির সামনে একটা গেট বানাও তুমি। সেই কথা শুনে ব্যক্তিটি বললেন, আচ্ছা ঠিক আছে ভাই।

এই ব্যক্তির নাম হল সৈয়দ মুহসিন আলী। আর এভাবেই মুহসিন আলীর রাজনীতির যাত্রা শুরু হয় বলে জানান মৌলভিবাজারের আরেক কৃতি সন্তান ডাকসুর সাবেক ভিপি, সাবেক এমপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর।

মুক্তিযুদ্ধের আগে তেমন সক্রিয় রাজনীতি না করলেও মুক্তিযুদ্ধে খুবই ভালো ভূমিকা রাখেন মুহসিন আলী। যুদ্ধকালীন সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব প্রদান করেন তিনি।সেখানে আহতও হন তিনি।

দেশ স্বাধীনের পর প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বার বারের এমপি জনাব মুহাম্মদ ইলিয়াস এবং মৌলভীবাজারের প্রবীন নেতা মরহুম আমজদ আলী সাহেব ও মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনীতিবিদ আজিজুর রহমানের প্রচেষ্টায় রাজনীতিতে সক্রিয় হোন মরহুম সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মুহসিন আলী।

উচ্চ শিক্ষার সার্টিফিকেট না থাকলেও ফ্যাশনদুরস্ত এই মানুষ যৌবনেই আয়ত্ত করেছিলেন হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষা।মুহসিন আলী খুবই সাধারণ জীবন-যাপন করতেন এবং পরম অতিথি পরায়ণ ছিলেন। বঙ্গবন্ধুকে নবীগঞ্জের বিখ্যাত বড় বড় কৈ মাছ খাইয়ে আনন্দ পেতেন।আর মুজিবকন্যা শেখ হাসিনাকে হাকালুকি থেকে সুনামগঞ্জের বরদই বিলের ধরাপড়া সবচেয়ে বড় রুই মাছটি খাইয়ে সুখ পেতেন।

তার বাড়িটি ছিল যেন সরাইখানা। জাতীয় পর্যায়ের নেতা কিংবা বিশিষ্টজন মৌলভীবাজার গিয়েছেন অথচ মুহসিন আলীর বাড়ি যান নাই এমন খুব কমই হয়েছে। বঙ্গবন্ধু থেকে শুরু করে আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতাই তার বাড়ি গিয়েছেন। মৌলভীবাজার গেলে হোটেলে ওঠার চাইতে তার বাড়িতে ওঠাই বেশি পছন্দ করতেন বেশিরভাগ নেতা। মানুষকে আতিথেয়তা করে কতটা আনন্দ পাওয়া যায় সৈয়দ মহসিন আলীর সান্নিধ্যে না গেলে তা জানা যায় না।

তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনএবং মেয়েরাও খুব অতিথি পরায়ন। তাদের বাড়িতে সব সময়ই এক-দেড়শো মানুষ পড়ে থাকতো। যে কোন কারণেই তার কাছে উপকারের জন্য ছুটে আসতো মানুষ। মুহসিন আলী চেষ্টা করতেন যথাসাধ্য উপকার করার। এছাড়া যারা আসতো তাদের খাবারের ব্যবস্থাও করা হত।

ক্যান্সার, হার্ট, কিডনি, ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর নিয়মিত ব্যবস্থা করতেন তিনি।মানুষের জন্য আশেপাশের আত্মীয়-পরিজনদের পকেটে হাত দিতে কার্পণ্য করতেন না।

ঢাকার মিন্টো রোডের বাড়িটিও ছিল যেনসরাইখানা।মিন্টো রোডের বাড়িতে ঋণ করে ৬০ লাখ টাকা খরচ করে দু’খানি ঘর বানিয়েছিলেন।প্রান্তিক থেকে আসা অসুস্থ মানুষের থাকা-খাওয়ার এলাহী আয়োজন ছিল মিন্টো রোডের বাড়িটিতে।

বেশির ভাগ সময়ই তিনি গভীর রাত করে ঘুমাতেন। একবার একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে মুহসিন আলী বলেছিলেন, গতকাল রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, গতকাল চিকিৎসা করানোর জন্য এক মহিলা আমার বাসায় এসেছিলেন। যাওয়ার সময় মহিলা দেখা করতে এলে মুহসিন আলী বলেন, খাবার-দাবার ঠিক মত খাইছো তো ? উত্তরে মহিলা বলেন, ভাই আপনার বাসায় আমি ২০ বছর পর ইলিশ মাছ দিয়া ভাত খাইছি। মুহসিন আলী অবাক হয়ে বললেন, বেশি করে খাইছো তো? মহিলা বললো, দুই টুকরা খাইছি। মুহসিন আলী বললেন, আরো খাইতা। মহিলা বললো, পেট ভরে খাইছি ভাই আর লাগবো না। মহিলার এই কথা শুনেই খুব ভালো ঘুম হয়েছিল পরপোকারি মুহসিন আলীর।

দিনে ১০ প্যাকেটের উপর সিগারেট খেতেন, কিন্তু দিল্লিতেবাইপাস সার্জারির পর কিছুদিন সিগারেট ছেড়েছিলেন।কিন্তু দীর্ঘ বিরতি দিতে পারেননি।১০ প্যাকেট থেকে ৬ প্যাকেটে নামিয়ে এনেছিলেন।২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হবার পর টানা ২১ দিন কোমায় থেকে রীতিমতো পুনঃজীবন নিয়ে ফিরে এলেও ধূমপানের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেননি।বলেছিলেন, মুক্তিযুদ্ধে সন্তানতুল্য এক কিশোরের জীবনদান তাকে এতটাই ব্যথিত করেছিল যে, সেখান থেকেই ধূমপানের হাতেখড়ি।

জীবনের শেষ বেলায় প্রকাশ্যে ধূমপান নিয়ে সমালোচনা ছাড়াও ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় পরিবারের সদস্যরা যখন বলতেন এটি না ছাড়লে মন্ত্রিত্ব হারানোর মতো সম্মানহানির ঘটনা ঘটবে।তখন তিনি বলতেন, সাদা কাগজ নিয়ে এসো।পদত্যাগপত্রে সই করে দিচ্ছি।ধূমপানের সঙ্গে বিচ্ছেদ সম্ভব নয়।

বিভিন্ন জায়গায় সময় অসময়ে গান গেয়ে সমালোনা কুড়ালেও এক হাজারের মত গানের কথা মুখস্ত ছিল মুহসিন আলীর। দীলিপ কুমার-মধুবালা কালের সময় থেকে মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশের হিন্দি ও আধুনিক বাংলা গানগুলো ছিল তার মুখস্থ। যেখানেই মহসিন আলী সেখানেই রাত নামলে গানের জলসা বসতো।মিন্টো রোডের বাড়িতে রোজ রাতে গানের আসর বসতো।

বিভিন্ন সময় হিজাব ও ধর্ম নিয়ে কটাক্ষ করে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে পড়লেও মারা যাওয়ার প্রাক্কালে মন্ত্রী মুহসিনের কিছুটা চৈতন্য ফিরে এসেছিল। আর সে কারণেই হয়তোবা তিনি অস্থির হয়ে উঠেছিলেন হজ্বে যাওয়ার জন্য। দেশে ফিরেই হজ্বে যাবেন এমন কথাও জানিয়েছিলেন পরিবারের সদস্যদের। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়তি, শেষ আশাটি পূরণ না হতেই তাকে পাড়ি দিতে হলো চির অজানার দেশে।

মৌলভীবাজারের সম্ভ্রান্ত ও বনেদি বিত্তশালী পরিবারের সন্তান মহসিন আলী রাজনীতিতে এসে কখনও দুর্নীতির কলঙ্ক গায়ে মাখেননি।দিনে দিনে হয়েছেন রিক্ত-নিঃস্ব।বিভিন্ন নির্বাচন করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে করতে সর্বশেষ পরিবারের কাঁধে দেড় কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছেন।

সৈয়দ মহসিন আলীর চিরবিদায়ের মধ্য দিয়ে একজন রাজনীতিবিদের ধূমপান বিতর্কেরই অবসান ঘটেনি, দেহের চেয়ে বড় হৃদয় দিয়ে মানুষকে ভালবেসে কল্যাণের রাজনীতিতে দীর্ঘ পথ হাঁটা একটি বর্ণাঢ্য ইতিহাসের সমাপ্তি ঘটলো।

সৈয়দ মহসিন আলী ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের ‘দর্জি মহল’-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আশরাফ আলী ও মাতা আছকিরুন্নেছা খানম। পরকালে আল্লাহ তাকে মাফ করে চিরজান্নাতে স্থান দিবেন দেশবাসীর কাছে এমনই দোয়া চাইলেন মুহসিনের পরিবার।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

বঙ্গবন্ধুর জন্য তোরণ বানিয়ে যেভাবে রাজনীতিতে মুহসিন আলী

আপডেট টাইম : ০৫:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫

১৯৭০ সালের নির্বাচন। নির্বাচনী প্রচারণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাবেন মৌলভীবাজার। তাই নেতাকর্মীদের মাঝে উচ্ছাস কিভাবে বরণ করবেন বঙ্গবন্ধুকে। বিষয়টি নিয়ে চলছিল বৈঠক। আর এ বৈঠকের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাকে ডাক দিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম সৈয়দ নাসির। ডাক শুনে সেই ব্যক্তিটি এসে সালাম দিয়ে বললেন, ভাই কেমন আছেন।

সৈয়দ নাসির তাকে বললেন, শেখ মুজিবসাব আমাদের জেলায় আসতাছে শুনছোনি। রাস্তার পাশে তোমাদের বাড়ি। তোমাদের বাড়ির সামনে দিয়াই মুজিবসাব আসবো। আল্লাহ দিলে তো তোমাদের ধন সম্পদ কম না। তোমার বাড়ির সামনে একটা গেট বানাও তুমি। সেই কথা শুনে ব্যক্তিটি বললেন, আচ্ছা ঠিক আছে ভাই।

এই ব্যক্তির নাম হল সৈয়দ মুহসিন আলী। আর এভাবেই মুহসিন আলীর রাজনীতির যাত্রা শুরু হয় বলে জানান মৌলভিবাজারের আরেক কৃতি সন্তান ডাকসুর সাবেক ভিপি, সাবেক এমপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর।

মুক্তিযুদ্ধের আগে তেমন সক্রিয় রাজনীতি না করলেও মুক্তিযুদ্ধে খুবই ভালো ভূমিকা রাখেন মুহসিন আলী। যুদ্ধকালীন সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব প্রদান করেন তিনি।সেখানে আহতও হন তিনি।

দেশ স্বাধীনের পর প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বার বারের এমপি জনাব মুহাম্মদ ইলিয়াস এবং মৌলভীবাজারের প্রবীন নেতা মরহুম আমজদ আলী সাহেব ও মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনীতিবিদ আজিজুর রহমানের প্রচেষ্টায় রাজনীতিতে সক্রিয় হোন মরহুম সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মুহসিন আলী।

উচ্চ শিক্ষার সার্টিফিকেট না থাকলেও ফ্যাশনদুরস্ত এই মানুষ যৌবনেই আয়ত্ত করেছিলেন হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষা।মুহসিন আলী খুবই সাধারণ জীবন-যাপন করতেন এবং পরম অতিথি পরায়ণ ছিলেন। বঙ্গবন্ধুকে নবীগঞ্জের বিখ্যাত বড় বড় কৈ মাছ খাইয়ে আনন্দ পেতেন।আর মুজিবকন্যা শেখ হাসিনাকে হাকালুকি থেকে সুনামগঞ্জের বরদই বিলের ধরাপড়া সবচেয়ে বড় রুই মাছটি খাইয়ে সুখ পেতেন।

তার বাড়িটি ছিল যেন সরাইখানা। জাতীয় পর্যায়ের নেতা কিংবা বিশিষ্টজন মৌলভীবাজার গিয়েছেন অথচ মুহসিন আলীর বাড়ি যান নাই এমন খুব কমই হয়েছে। বঙ্গবন্ধু থেকে শুরু করে আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতাই তার বাড়ি গিয়েছেন। মৌলভীবাজার গেলে হোটেলে ওঠার চাইতে তার বাড়িতে ওঠাই বেশি পছন্দ করতেন বেশিরভাগ নেতা। মানুষকে আতিথেয়তা করে কতটা আনন্দ পাওয়া যায় সৈয়দ মহসিন আলীর সান্নিধ্যে না গেলে তা জানা যায় না।

তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনএবং মেয়েরাও খুব অতিথি পরায়ন। তাদের বাড়িতে সব সময়ই এক-দেড়শো মানুষ পড়ে থাকতো। যে কোন কারণেই তার কাছে উপকারের জন্য ছুটে আসতো মানুষ। মুহসিন আলী চেষ্টা করতেন যথাসাধ্য উপকার করার। এছাড়া যারা আসতো তাদের খাবারের ব্যবস্থাও করা হত।

ক্যান্সার, হার্ট, কিডনি, ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর নিয়মিত ব্যবস্থা করতেন তিনি।মানুষের জন্য আশেপাশের আত্মীয়-পরিজনদের পকেটে হাত দিতে কার্পণ্য করতেন না।

ঢাকার মিন্টো রোডের বাড়িটিও ছিল যেনসরাইখানা।মিন্টো রোডের বাড়িতে ঋণ করে ৬০ লাখ টাকা খরচ করে দু’খানি ঘর বানিয়েছিলেন।প্রান্তিক থেকে আসা অসুস্থ মানুষের থাকা-খাওয়ার এলাহী আয়োজন ছিল মিন্টো রোডের বাড়িটিতে।

বেশির ভাগ সময়ই তিনি গভীর রাত করে ঘুমাতেন। একবার একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে মুহসিন আলী বলেছিলেন, গতকাল রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, গতকাল চিকিৎসা করানোর জন্য এক মহিলা আমার বাসায় এসেছিলেন। যাওয়ার সময় মহিলা দেখা করতে এলে মুহসিন আলী বলেন, খাবার-দাবার ঠিক মত খাইছো তো ? উত্তরে মহিলা বলেন, ভাই আপনার বাসায় আমি ২০ বছর পর ইলিশ মাছ দিয়া ভাত খাইছি। মুহসিন আলী অবাক হয়ে বললেন, বেশি করে খাইছো তো? মহিলা বললো, দুই টুকরা খাইছি। মুহসিন আলী বললেন, আরো খাইতা। মহিলা বললো, পেট ভরে খাইছি ভাই আর লাগবো না। মহিলার এই কথা শুনেই খুব ভালো ঘুম হয়েছিল পরপোকারি মুহসিন আলীর।

দিনে ১০ প্যাকেটের উপর সিগারেট খেতেন, কিন্তু দিল্লিতেবাইপাস সার্জারির পর কিছুদিন সিগারেট ছেড়েছিলেন।কিন্তু দীর্ঘ বিরতি দিতে পারেননি।১০ প্যাকেট থেকে ৬ প্যাকেটে নামিয়ে এনেছিলেন।২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হবার পর টানা ২১ দিন কোমায় থেকে রীতিমতো পুনঃজীবন নিয়ে ফিরে এলেও ধূমপানের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেননি।বলেছিলেন, মুক্তিযুদ্ধে সন্তানতুল্য এক কিশোরের জীবনদান তাকে এতটাই ব্যথিত করেছিল যে, সেখান থেকেই ধূমপানের হাতেখড়ি।

জীবনের শেষ বেলায় প্রকাশ্যে ধূমপান নিয়ে সমালোচনা ছাড়াও ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় পরিবারের সদস্যরা যখন বলতেন এটি না ছাড়লে মন্ত্রিত্ব হারানোর মতো সম্মানহানির ঘটনা ঘটবে।তখন তিনি বলতেন, সাদা কাগজ নিয়ে এসো।পদত্যাগপত্রে সই করে দিচ্ছি।ধূমপানের সঙ্গে বিচ্ছেদ সম্ভব নয়।

বিভিন্ন জায়গায় সময় অসময়ে গান গেয়ে সমালোনা কুড়ালেও এক হাজারের মত গানের কথা মুখস্ত ছিল মুহসিন আলীর। দীলিপ কুমার-মধুবালা কালের সময় থেকে মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশের হিন্দি ও আধুনিক বাংলা গানগুলো ছিল তার মুখস্থ। যেখানেই মহসিন আলী সেখানেই রাত নামলে গানের জলসা বসতো।মিন্টো রোডের বাড়িতে রোজ রাতে গানের আসর বসতো।

বিভিন্ন সময় হিজাব ও ধর্ম নিয়ে কটাক্ষ করে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে পড়লেও মারা যাওয়ার প্রাক্কালে মন্ত্রী মুহসিনের কিছুটা চৈতন্য ফিরে এসেছিল। আর সে কারণেই হয়তোবা তিনি অস্থির হয়ে উঠেছিলেন হজ্বে যাওয়ার জন্য। দেশে ফিরেই হজ্বে যাবেন এমন কথাও জানিয়েছিলেন পরিবারের সদস্যদের। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়তি, শেষ আশাটি পূরণ না হতেই তাকে পাড়ি দিতে হলো চির অজানার দেশে।

মৌলভীবাজারের সম্ভ্রান্ত ও বনেদি বিত্তশালী পরিবারের সন্তান মহসিন আলী রাজনীতিতে এসে কখনও দুর্নীতির কলঙ্ক গায়ে মাখেননি।দিনে দিনে হয়েছেন রিক্ত-নিঃস্ব।বিভিন্ন নির্বাচন করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে করতে সর্বশেষ পরিবারের কাঁধে দেড় কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছেন।

সৈয়দ মহসিন আলীর চিরবিদায়ের মধ্য দিয়ে একজন রাজনীতিবিদের ধূমপান বিতর্কেরই অবসান ঘটেনি, দেহের চেয়ে বড় হৃদয় দিয়ে মানুষকে ভালবেসে কল্যাণের রাজনীতিতে দীর্ঘ পথ হাঁটা একটি বর্ণাঢ্য ইতিহাসের সমাপ্তি ঘটলো।

সৈয়দ মহসিন আলী ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের ‘দর্জি মহল’-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আশরাফ আলী ও মাতা আছকিরুন্নেছা খানম। পরকালে আল্লাহ তাকে মাফ করে চিরজান্নাতে স্থান দিবেন দেশবাসীর কাছে এমনই দোয়া চাইলেন মুহসিনের পরিবার।