অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

কুকুর যখন মানুষের জন্য শিক্ষণীয়

ডেস্ক : কুকুরের আবার বিড়াল দত্তক! কথাটি শুনতেই যেন কেমন লাগে। বিশ্বাসই হতে চায় না। কিন্তু আপনার আমার বিশ্বাস হোক বা না হোক, ঘটনা কিন্তু সত্য। মানুষ ভাষায় সেটা প্রকাশ করতে পারে আর পশু-পাখি তা পারে না।

সম্প্রতি উত্তর তুরস্কে একটি কুকুর দুটি এতিম বিড়ালকে দত্তক নেয় এবং নিজের ছানার মতো করেই তাদের আদর-যত্ন করে। এতে স্থানীয় এক পশু চিকিৎসক বিস্মিত হয়েছেন। তিনি জানান, কিছু দিন আগে কুকুরটি তাদের এলাকায় আসে। তারা কুকুরটির নাম দেন পামুক।

কুকুরটির বাচ্চা মারা যাওয়ার পর একটি মজার ঘটনা ঘটে। সেটি দুটি বিড়াল ছানাকে দুধ খাওয়ানো শুরু করে।

তিনি বলেন, ‘একজন পশু চিকিৎসক হিসেবে এ ধরণের ঘটনা এর আগে আমি দেখিনি।’

ওই চিকিৎসক আরও বলেন, ‘কুকুর সাধারণত অন্য প্রাণীদের, বিশেষ করে বিড়ালদের এভাবে আদর-যত্ন করে না। কিন্তু এক্ষেত্রে আমি ভিন্ন কিছু দেখলাম। কুকুরটি খুব সহজ-সরল। এর আটটি ছানা ছিল, কিন্তু একটি ছাড়া সব মরে যায়। বেঁচে যাওয়া বাচ্চাটিকেও আশপাশের লোকজন তুলে নিয়ে যায়। কুকুরটির একটি পা ভাঙ্গা ছিল এবং আমিই তার যত্ন নিতাম।’

তিনি জানান, নিজের ছানাটিকে লোকজন তুলে নিয়ে যাওয়ার পর কুকুরটি দুটি বিড়াল ছানাকে দুধ খাওয়ানো শুরু করে। আর বিড়াল ছানাদেরও মা ছিল না।

তিনি বলেন, ‘কুকুরটি ঠিকভাবে বিড়াল ছানাদের খাবার খাওয়াচ্ছিল। সত্যিই এটি একটি অদ্ভুদ দৃশ্য। যা মানুষের জন্য বিরাট উদাহরণ বা শিক্ষণীয় হতে পারে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

কুকুর যখন মানুষের জন্য শিক্ষণীয়

আপডেট টাইম : ০৪:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক : কুকুরের আবার বিড়াল দত্তক! কথাটি শুনতেই যেন কেমন লাগে। বিশ্বাসই হতে চায় না। কিন্তু আপনার আমার বিশ্বাস হোক বা না হোক, ঘটনা কিন্তু সত্য। মানুষ ভাষায় সেটা প্রকাশ করতে পারে আর পশু-পাখি তা পারে না।

সম্প্রতি উত্তর তুরস্কে একটি কুকুর দুটি এতিম বিড়ালকে দত্তক নেয় এবং নিজের ছানার মতো করেই তাদের আদর-যত্ন করে। এতে স্থানীয় এক পশু চিকিৎসক বিস্মিত হয়েছেন। তিনি জানান, কিছু দিন আগে কুকুরটি তাদের এলাকায় আসে। তারা কুকুরটির নাম দেন পামুক।

কুকুরটির বাচ্চা মারা যাওয়ার পর একটি মজার ঘটনা ঘটে। সেটি দুটি বিড়াল ছানাকে দুধ খাওয়ানো শুরু করে।

তিনি বলেন, ‘একজন পশু চিকিৎসক হিসেবে এ ধরণের ঘটনা এর আগে আমি দেখিনি।’

ওই চিকিৎসক আরও বলেন, ‘কুকুর সাধারণত অন্য প্রাণীদের, বিশেষ করে বিড়ালদের এভাবে আদর-যত্ন করে না। কিন্তু এক্ষেত্রে আমি ভিন্ন কিছু দেখলাম। কুকুরটি খুব সহজ-সরল। এর আটটি ছানা ছিল, কিন্তু একটি ছাড়া সব মরে যায়। বেঁচে যাওয়া বাচ্চাটিকেও আশপাশের লোকজন তুলে নিয়ে যায়। কুকুরটির একটি পা ভাঙ্গা ছিল এবং আমিই তার যত্ন নিতাম।’

তিনি জানান, নিজের ছানাটিকে লোকজন তুলে নিয়ে যাওয়ার পর কুকুরটি দুটি বিড়াল ছানাকে দুধ খাওয়ানো শুরু করে। আর বিড়াল ছানাদেরও মা ছিল না।

তিনি বলেন, ‘কুকুরটি ঠিকভাবে বিড়াল ছানাদের খাবার খাওয়াচ্ছিল। সত্যিই এটি একটি অদ্ভুদ দৃশ্য। যা মানুষের জন্য বিরাট উদাহরণ বা শিক্ষণীয় হতে পারে।’