পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ডেমরায় বর্ষার পানিতে মাছ ধরায় ব্যস্ত এলাকাবাসী ও জেলেরা

ডেমরা : পুরো ডেমরা জুড়ে এখন চলছে বর্ষার পানিতে ছোট-বড় সবার এবং জেলেদের মাছ ধরার মহোউৎসব। আর বর্ষার পানি নামতে এখনো অনেক দিন বাকি। ডেমরার আমুলিয়া, ডগাইর, নলছাটা, ধার্মিকপাড়া, ধীৎপুর, খলাপাড়া, তাম্বুরাবাদ, মেন্দিপুর, বাউলের বাজারসহ প্রায় দেড় হাজার একর ফসলী জমির জলাশয়ে এবং শীতলক্ষা-বালু নদীতে জেলেদের জালে ধরা পড়ছে কৈ, শিং-মাগুড়, শোল-টাকি, ফলি,চিতল, টেংরা, চাপিলা, পুঁটিসহ বিভিন্ন মৌসুমী মাছ। বর্ষা মৌসুমের শুরু থেকেই ডেমরার এখানে সেখানে জলাশয়গুলোতে পাওয়া যাচ্ছে হরেক রকমের দেশি মাছ । ঋতু বৈচিত্র্যের এ দেশের সংস্কৃতিতে বর্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
এখন ভাদ্র মাস (শরৎকাল) চলছে। কিন্তু জৈষ্ঠের ঘন বর্ষণে বর্ষা তার আগাম আগমণ বার্তা জানিয়ে দেয়। এদেশে আষাঢ়-শ্রাবন এ দু’মাস মূলত বর্ষাকাল এবং এ সময় বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে যায় ডেমরার ফসলি জমি ও নি¤œাঞ্চলগুলো। আষাঢ় মাস থেকে কাতর্িৃক মাস পর্যন্ত দির্ঘ ৫ মাসেরও অধিক সময় জমে থাকে বর্ষার পানি। এ সময়ে বৃষ্টিভেজা শ্যামল বাংলা অপরূপ শোভা ধারন করে। যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি, সে এক অবর্ণনীয় নৈসর্গিক শোভা। কিশোর-যুবক-বৃদ্ধ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। ফাঁদগুলোর মধ্যে রয়েছে বাঁশের তৈরী চাই-বুছনা, গড়া আবার কোনোটির নাম খুচইন। জালের মধ্যে রয়েছে বড় জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কি!
ডেমরা জলাশয় ও নি¤œাঞ্চলের এলাকাবাসি এবং জেলেরা জানায়, এ মৌসুমে মাছ ধরা পড়ে সবচেয়ে বেশি। আর তাই মাছের বিভিন্ন ফাঁদ পেতে এবং কেউ কেউ নৌকা নিয়ে মাঝখানে গিয়ে বড়মাছ ধরার জাল ফেলছেন। আবার কেউ ঝাঁকিজাল, ধর্মজাল, খড়া, ঠেলা জাল দিয়ে এমনকি মশারির কাপড় নিয়ে দুই দিকে ২/৩ জন ধরে নদীর এবং জলাশয়গুলোর তীর ধরে ভেসে যাওয়া কচুরিপানার নিচ দিয়ে টেনে মাছ ধরছেন। নদীতে আবার দেখা যায়, কিছুদূড় পরপর খড়া পেতে মাছ ধরতে। মহা আনন্দ নিয়েই মাছ ধরছে সকলে।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

ডেমরায় বর্ষার পানিতে মাছ ধরায় ব্যস্ত এলাকাবাসী ও জেলেরা

আপডেট টাইম : ১২:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ডেমরা : পুরো ডেমরা জুড়ে এখন চলছে বর্ষার পানিতে ছোট-বড় সবার এবং জেলেদের মাছ ধরার মহোউৎসব। আর বর্ষার পানি নামতে এখনো অনেক দিন বাকি। ডেমরার আমুলিয়া, ডগাইর, নলছাটা, ধার্মিকপাড়া, ধীৎপুর, খলাপাড়া, তাম্বুরাবাদ, মেন্দিপুর, বাউলের বাজারসহ প্রায় দেড় হাজার একর ফসলী জমির জলাশয়ে এবং শীতলক্ষা-বালু নদীতে জেলেদের জালে ধরা পড়ছে কৈ, শিং-মাগুড়, শোল-টাকি, ফলি,চিতল, টেংরা, চাপিলা, পুঁটিসহ বিভিন্ন মৌসুমী মাছ। বর্ষা মৌসুমের শুরু থেকেই ডেমরার এখানে সেখানে জলাশয়গুলোতে পাওয়া যাচ্ছে হরেক রকমের দেশি মাছ । ঋতু বৈচিত্র্যের এ দেশের সংস্কৃতিতে বর্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
এখন ভাদ্র মাস (শরৎকাল) চলছে। কিন্তু জৈষ্ঠের ঘন বর্ষণে বর্ষা তার আগাম আগমণ বার্তা জানিয়ে দেয়। এদেশে আষাঢ়-শ্রাবন এ দু’মাস মূলত বর্ষাকাল এবং এ সময় বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে যায় ডেমরার ফসলি জমি ও নি¤œাঞ্চলগুলো। আষাঢ় মাস থেকে কাতর্িৃক মাস পর্যন্ত দির্ঘ ৫ মাসেরও অধিক সময় জমে থাকে বর্ষার পানি। এ সময়ে বৃষ্টিভেজা শ্যামল বাংলা অপরূপ শোভা ধারন করে। যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি, সে এক অবর্ণনীয় নৈসর্গিক শোভা। কিশোর-যুবক-বৃদ্ধ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। ফাঁদগুলোর মধ্যে রয়েছে বাঁশের তৈরী চাই-বুছনা, গড়া আবার কোনোটির নাম খুচইন। জালের মধ্যে রয়েছে বড় জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কি!
ডেমরা জলাশয় ও নি¤œাঞ্চলের এলাকাবাসি এবং জেলেরা জানায়, এ মৌসুমে মাছ ধরা পড়ে সবচেয়ে বেশি। আর তাই মাছের বিভিন্ন ফাঁদ পেতে এবং কেউ কেউ নৌকা নিয়ে মাঝখানে গিয়ে বড়মাছ ধরার জাল ফেলছেন। আবার কেউ ঝাঁকিজাল, ধর্মজাল, খড়া, ঠেলা জাল দিয়ে এমনকি মশারির কাপড় নিয়ে দুই দিকে ২/৩ জন ধরে নদীর এবং জলাশয়গুলোর তীর ধরে ভেসে যাওয়া কচুরিপানার নিচ দিয়ে টেনে মাছ ধরছেন। নদীতে আবার দেখা যায়, কিছুদূড় পরপর খড়া পেতে মাছ ধরতে। মহা আনন্দ নিয়েই মাছ ধরছে সকলে।