অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বগুড়ায় স্কুলের ১০ লক্ষাধিক টাকা গাছ নামমাত্র মূল্যে বিক্রি

বগুড়া : ঐতিহ্যবাহী করনেশন স্কুল এ্যান্ড কলেজের ১০লক্ষাধিক টাকার গাছ নামমাত্র মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। মূল্যবান গাছগুলো কেটে ফেলা হলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছেনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবলীগের প্রভাবশালী নেতা হওয়ায় কেউ এ গাছ কাটার প্রতিবাদ করছে না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, কেটে ফেলা গাছ গুলোর বেশির ভাগই স্কুল মাঠের সামনে এবং পেছনের অংশে ছিলো। গত শুক্রবার ছুটির দিন থেকে গাছগুলো কাটা শুরু হলেও শনিবার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা স্কুলে আসার পর সবাই বিষয়টি টের পান। কিন্তুু সবাই সবকিছু জানার আগেই শতবর্ষী গাছগুলোর গোড়া কেটে ফেলা হয়। কেটে ফেলা গাছগুলোর মধ্যে রয়েছে, ১০টি মেহগনি গাছ, ১০টি রেইনট্রি (কড়ই) গাছ, ১টি আকাশমনি ও ১টি আমগাছ। স্কুল ভবনের পেছনে আরো প্রায় ৫০টি বড় বড় গাছ রয়েছে। সেগুলোও বিক্রির পাঁয়তারা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, ১৯১২সালে স্কুলটি প্রতিষ্ঠার সময় গাছগুলো লাগানো হয়। গাছগুলোর ছায়ায় পুরো স্কুলটি মনোরম পরিবেশ ছিল। একে একে কেটে ফেলা হয়েছে। নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে।

করোনেশন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, ৩ মাস আগে স্টাফ কাউন্সিলের সভায় গাছ কাটার সিদ্ধান্ত হয়। এরপর বন বিভাগ থেকে লোক এসে ঝুঁকিপূর্ন গাছের তালিকা করে মূল্য নির্ধারণ করে দেয়। এরপর পত্রিকায় ঘোষনা দিয়ে দরপত্র আহবান করি। ১৪-১৫ জন ব্যবসায়ি তাতে অংশ নেন। এরপর সর্বোচ্চ দরদাতা হিসেবে বিসমিল্লাহ কাঠ ঘরকে গাছ কাটার অনুমতি দেয়া হয়। তবে বন বিভাগের রেঞ্জ অফিসার এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

স্থানীয় একজন ঠিকাদার জানান, যে দরপত্র জমা পড়েছিলো সেগুলো সাজানো। গাছের প্রকৃত মূল্য ১০ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানের সভাপতি প্রভাবশালী যুবলীগ নেতা হওয়ায় ভয়ে অনেকে সেখানে অংশ নেয়নি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন জানান, আইন মেনে গাছ কাটা হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

বগুড়ায় স্কুলের ১০ লক্ষাধিক টাকা গাছ নামমাত্র মূল্যে বিক্রি

আপডেট টাইম : ০৩:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বগুড়া : ঐতিহ্যবাহী করনেশন স্কুল এ্যান্ড কলেজের ১০লক্ষাধিক টাকার গাছ নামমাত্র মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। মূল্যবান গাছগুলো কেটে ফেলা হলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছেনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবলীগের প্রভাবশালী নেতা হওয়ায় কেউ এ গাছ কাটার প্রতিবাদ করছে না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, কেটে ফেলা গাছ গুলোর বেশির ভাগই স্কুল মাঠের সামনে এবং পেছনের অংশে ছিলো। গত শুক্রবার ছুটির দিন থেকে গাছগুলো কাটা শুরু হলেও শনিবার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা স্কুলে আসার পর সবাই বিষয়টি টের পান। কিন্তুু সবাই সবকিছু জানার আগেই শতবর্ষী গাছগুলোর গোড়া কেটে ফেলা হয়। কেটে ফেলা গাছগুলোর মধ্যে রয়েছে, ১০টি মেহগনি গাছ, ১০টি রেইনট্রি (কড়ই) গাছ, ১টি আকাশমনি ও ১টি আমগাছ। স্কুল ভবনের পেছনে আরো প্রায় ৫০টি বড় বড় গাছ রয়েছে। সেগুলোও বিক্রির পাঁয়তারা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, ১৯১২সালে স্কুলটি প্রতিষ্ঠার সময় গাছগুলো লাগানো হয়। গাছগুলোর ছায়ায় পুরো স্কুলটি মনোরম পরিবেশ ছিল। একে একে কেটে ফেলা হয়েছে। নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে।

করোনেশন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, ৩ মাস আগে স্টাফ কাউন্সিলের সভায় গাছ কাটার সিদ্ধান্ত হয়। এরপর বন বিভাগ থেকে লোক এসে ঝুঁকিপূর্ন গাছের তালিকা করে মূল্য নির্ধারণ করে দেয়। এরপর পত্রিকায় ঘোষনা দিয়ে দরপত্র আহবান করি। ১৪-১৫ জন ব্যবসায়ি তাতে অংশ নেন। এরপর সর্বোচ্চ দরদাতা হিসেবে বিসমিল্লাহ কাঠ ঘরকে গাছ কাটার অনুমতি দেয়া হয়। তবে বন বিভাগের রেঞ্জ অফিসার এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

স্থানীয় একজন ঠিকাদার জানান, যে দরপত্র জমা পড়েছিলো সেগুলো সাজানো। গাছের প্রকৃত মূল্য ১০ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানের সভাপতি প্রভাবশালী যুবলীগ নেতা হওয়ায় ভয়ে অনেকে সেখানে অংশ নেয়নি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন জানান, আইন মেনে গাছ কাটা হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি।