পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

‘সিএনজি’ ফিলিং স্টেশন বন্ধ থাকায় দুর্ভোগ

ঢাকা: সাধারণত ঈদের পরদিনই মানুষ আপনজনদের নিয়ে ঘুরতে বের হন। এবারও তার ব্যতিক্রম হয়নি রাজধানী ঢাকায় । কিন্তু ঘর থেকে বের হয়েই পড়তে হয়েছে বিপাকে । কারণ, ২৪ ঘণ্টা গ্যাস (সিএনজি) সরবরাহ বন্ধ! ঈদের ছুটির সময় ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যা এমনিতেই কম থাকে। কোথাও বেড়াতে যেতে চাইলে প্রধান বাহন হয় সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা।

কিন্তু ঈদের পরদিন শনিবার প্রথম প্রহর থেকে গ্যাস না পাওয়ায় সকাল থেকে রাস্তায় অটো রিকশা দেখা গেছে একেবারেই কম। ছুটির মধ্যে সব রাস্তায় রিকশা চললেও বেশি দূরত্বের যাত্রীদের তাতে সুবিধা হচ্ছে না, চালকরা ভাড়াও চাইছে বেশি। কোথাও দ্বিগুন ভাড়া নিচ্ছে।

সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হয়ে রাস্তা-ঘাট খাঁ খাঁ অবস্থায় দেখে বিপাকে পড়েছেন অনেকেই। কয়েকজন পথচারি জানালেন,‘ ঈদের সময় অটোরিকশাই চলাচলের প্রধান বাহন। কিন্তু গ্যাস বন্ধ থাকায় সেটাও পাচ্ছি না।’

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা আগেই এসেছিল। এ কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন দেখা যায়।

ফলে যারা রাতে গ্যাস নিয়েছেন তাদেরও দিন পার করার নিশ্চয়তা নেই। এ কারণে অনেকেই গাড়ি বের করেননি। জয়নাল নামে একজন অটোরিকশা চালক বলেন, যারা রাতে গ্যাস নিতে পেরেছে তারা সকালে বের হয়েছে। গ্যাস শেষ হয়ে গেলে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ড্রাইভার দুপুরের পরে বের হবে। তারা যতক্ষণ পারবে চালাবে। এজন্য রাস্তায় গাড়ি কম।

মগবাজারের বাসিন্দা আবুল হোসেন বলেন, ঈদের ছুটিতে রাজধানীবাসী অটোরিকশা, লেগুনা আর অল্প সংখ্যক বাসেই চলাচল করতে পারে।কিন্তু শনিবার সকালে বাসা থেকে বেরিয়ে বাহন পেতে ঝামেলা পোহাতে হয়েছে তাকে। গুলশান যেতে হবে। মালিবাগ রেলগেট থেকে লেগুনা করে যাব ভেবেছিলাম; কিন্তু কিছুই পাচ্ছি না। রিকশাও অনেক ভাড়া চাইছে।

মালিবাগ চৌধুরী পাড়ার মেসার্স সিটি ওভারসিজ সিএনজি লিমিটেডের জনৈক কর্মী জানান, এক সপ্তাহ আগে তাদের নোটিস দিয়ে শুক্রবার রাত ১২টা থেকে স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছিল। সে অনুযায়ী তারা গেট বন্ধ করে বসে আছেন। রাত ১২টায় আবার খুলবেন।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

‘সিএনজি’ ফিলিং স্টেশন বন্ধ থাকায় দুর্ভোগ

আপডেট টাইম : ১২:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: সাধারণত ঈদের পরদিনই মানুষ আপনজনদের নিয়ে ঘুরতে বের হন। এবারও তার ব্যতিক্রম হয়নি রাজধানী ঢাকায় । কিন্তু ঘর থেকে বের হয়েই পড়তে হয়েছে বিপাকে । কারণ, ২৪ ঘণ্টা গ্যাস (সিএনজি) সরবরাহ বন্ধ! ঈদের ছুটির সময় ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যা এমনিতেই কম থাকে। কোথাও বেড়াতে যেতে চাইলে প্রধান বাহন হয় সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা।

কিন্তু ঈদের পরদিন শনিবার প্রথম প্রহর থেকে গ্যাস না পাওয়ায় সকাল থেকে রাস্তায় অটো রিকশা দেখা গেছে একেবারেই কম। ছুটির মধ্যে সব রাস্তায় রিকশা চললেও বেশি দূরত্বের যাত্রীদের তাতে সুবিধা হচ্ছে না, চালকরা ভাড়াও চাইছে বেশি। কোথাও দ্বিগুন ভাড়া নিচ্ছে।

সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হয়ে রাস্তা-ঘাট খাঁ খাঁ অবস্থায় দেখে বিপাকে পড়েছেন অনেকেই। কয়েকজন পথচারি জানালেন,‘ ঈদের সময় অটোরিকশাই চলাচলের প্রধান বাহন। কিন্তু গ্যাস বন্ধ থাকায় সেটাও পাচ্ছি না।’

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা আগেই এসেছিল। এ কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন দেখা যায়।

ফলে যারা রাতে গ্যাস নিয়েছেন তাদেরও দিন পার করার নিশ্চয়তা নেই। এ কারণে অনেকেই গাড়ি বের করেননি। জয়নাল নামে একজন অটোরিকশা চালক বলেন, যারা রাতে গ্যাস নিতে পেরেছে তারা সকালে বের হয়েছে। গ্যাস শেষ হয়ে গেলে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ড্রাইভার দুপুরের পরে বের হবে। তারা যতক্ষণ পারবে চালাবে। এজন্য রাস্তায় গাড়ি কম।

মগবাজারের বাসিন্দা আবুল হোসেন বলেন, ঈদের ছুটিতে রাজধানীবাসী অটোরিকশা, লেগুনা আর অল্প সংখ্যক বাসেই চলাচল করতে পারে।কিন্তু শনিবার সকালে বাসা থেকে বেরিয়ে বাহন পেতে ঝামেলা পোহাতে হয়েছে তাকে। গুলশান যেতে হবে। মালিবাগ রেলগেট থেকে লেগুনা করে যাব ভেবেছিলাম; কিন্তু কিছুই পাচ্ছি না। রিকশাও অনেক ভাড়া চাইছে।

মালিবাগ চৌধুরী পাড়ার মেসার্স সিটি ওভারসিজ সিএনজি লিমিটেডের জনৈক কর্মী জানান, এক সপ্তাহ আগে তাদের নোটিস দিয়ে শুক্রবার রাত ১২টা থেকে স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছিল। সে অনুযায়ী তারা গেট বন্ধ করে বসে আছেন। রাত ১২টায় আবার খুলবেন।