পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

বৌদ্ধদের সাক্ষ্য দিতে বললেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা : কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধ মন্দিরগুলোতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বৌদ্ধদের সাক্ষ্য দিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ রামু হামলা স্মরণে এ আলোচনা সভা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।

রামুর ঘটনায় মামলার চার্জশিট হয়েছে। চার্জশিট হওয়া অর্থ হলো বিচার শুরু হবে। এ জন্য আপনাদের (বৌদ্ধদের) সহযোগিতা করতে হবে। ফৌজদারি মামলার বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয় বলে তিনি বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মঞ্চে বড় বড় কথা বলেন, কিন্তু মামলার সাক্ষ্য দিতে চান না। আপনারা বুকে সাহস নিয়ে এ মামলাগুলোতে সাক্ষ্য দেবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যদি আইনের ফাঁক দিয়ে অপরাধীরা বের হয়ে যায়, তাহলে এ ধরনের ঘটনা আবারও ঘটবে। বিচার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা সমাধান করে এ মামলার বিচার করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জগন্নাথ হলের সাবেক প্রভোস্ট নিম চন্দ্র ভৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সাংবাদিক জুলফিকার আলী মানিক, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ডা. অসীম রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু হামলার ঘটনায় মোট ১৯টি মামলা দায়ের হয়। এসব মামলায় ৯৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

বৌদ্ধদের সাক্ষ্য দিতে বললেন অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা : কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধ মন্দিরগুলোতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বৌদ্ধদের সাক্ষ্য দিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ রামু হামলা স্মরণে এ আলোচনা সভা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।

রামুর ঘটনায় মামলার চার্জশিট হয়েছে। চার্জশিট হওয়া অর্থ হলো বিচার শুরু হবে। এ জন্য আপনাদের (বৌদ্ধদের) সহযোগিতা করতে হবে। ফৌজদারি মামলার বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয় বলে তিনি বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মঞ্চে বড় বড় কথা বলেন, কিন্তু মামলার সাক্ষ্য দিতে চান না। আপনারা বুকে সাহস নিয়ে এ মামলাগুলোতে সাক্ষ্য দেবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যদি আইনের ফাঁক দিয়ে অপরাধীরা বের হয়ে যায়, তাহলে এ ধরনের ঘটনা আবারও ঘটবে। বিচার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা সমাধান করে এ মামলার বিচার করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জগন্নাথ হলের সাবেক প্রভোস্ট নিম চন্দ্র ভৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সাংবাদিক জুলফিকার আলী মানিক, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ডা. অসীম রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু হামলার ঘটনায় মোট ১৯টি মামলা দায়ের হয়। এসব মামলায় ৯৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।