অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

ডিবির মাইক্রোতে আগুন : দগ্ধ আরেক আসামির মৃত্যু

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাইক্রোবাসে আগুনের ঘটনায় দগ্ধ আরেক আসামি নাজিম উদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে মারা যান তিনি।

নাজিমের বাবার নাম হারুনুর রশিদ। সে চট্টগ্রামের সীতাকু-ের বাসিন্দা।

ঢামেকের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদ বিন মাহবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাজিম উদ্দিনের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

শওকত হোসেন (৩০) নামের আরেক আসামিও ১৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে মারা যান।

এর আগে, ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার সংলগ্ন সুজাতপুর এলাকায় একিটি ট্রাক ডিবি পুলিশের মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে ডিবির কনস্টেবল আব্দুল আজিজ নিহত হন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে পুলিশ ও আসামিসহ ৯ জন।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিদগ্ধ পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্দুল মালেক (৩৫), কনস্টেবল শরিফুল ইসলাম (৩২), আনোয়ার হোসেন (৩৮) ও নুরুল ইসলাম (৩৭)।

ওই ঘটনায় অগ্নিদগ্ধ আসামিরা হলেন, সাদ্দাম হোসেন (২৫), শওকত হোসেন (৩০), আবদুস শুকুর (৫০), বশির উদ্দিন (৩৫) ও নাজিম উদ্দিনের (৪০)।

তাদের মধ্যে শওকত হোসেন ও নাজিম উদ্দিনের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অগ্নিদগ্ধদের বিষয়ে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এর আগে জানান, মালেকসহ বাকিদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আহমেদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম চট্টগ্রামে অভিযান শেষে ঢাকায় ফেরার পথে মহাসড়কের উপজেলার সুজাতপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯০৯৪) তাদের বহনকারী মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো-ছ-৫৩-৪২০৬) ধাক্কা দেয়।

তিনি জানান, এ ঘটনায় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আর আহত হয়েছেন ৫ পুলিশসহ ৪ জন আসামি।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

ডিবির মাইক্রোতে আগুন : দগ্ধ আরেক আসামির মৃত্যু

আপডেট টাইম : ০১:০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাইক্রোবাসে আগুনের ঘটনায় দগ্ধ আরেক আসামি নাজিম উদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে মারা যান তিনি।

নাজিমের বাবার নাম হারুনুর রশিদ। সে চট্টগ্রামের সীতাকু-ের বাসিন্দা।

ঢামেকের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদ বিন মাহবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাজিম উদ্দিনের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

শওকত হোসেন (৩০) নামের আরেক আসামিও ১৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে মারা যান।

এর আগে, ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার সংলগ্ন সুজাতপুর এলাকায় একিটি ট্রাক ডিবি পুলিশের মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে ডিবির কনস্টেবল আব্দুল আজিজ নিহত হন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে পুলিশ ও আসামিসহ ৯ জন।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিদগ্ধ পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্দুল মালেক (৩৫), কনস্টেবল শরিফুল ইসলাম (৩২), আনোয়ার হোসেন (৩৮) ও নুরুল ইসলাম (৩৭)।

ওই ঘটনায় অগ্নিদগ্ধ আসামিরা হলেন, সাদ্দাম হোসেন (২৫), শওকত হোসেন (৩০), আবদুস শুকুর (৫০), বশির উদ্দিন (৩৫) ও নাজিম উদ্দিনের (৪০)।

তাদের মধ্যে শওকত হোসেন ও নাজিম উদ্দিনের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অগ্নিদগ্ধদের বিষয়ে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এর আগে জানান, মালেকসহ বাকিদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আহমেদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম চট্টগ্রামে অভিযান শেষে ঢাকায় ফেরার পথে মহাসড়কের উপজেলার সুজাতপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯০৯৪) তাদের বহনকারী মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো-ছ-৫৩-৪২০৬) ধাক্কা দেয়।

তিনি জানান, এ ঘটনায় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আর আহত হয়েছেন ৫ পুলিশসহ ৪ জন আসামি।